ETV Bharat / state

Man Died by Suicide: ফেসবুকে স্ত্রী'র রিলস, রাগে আত্মঘাতী স্বামী

author img

By

Published : Nov 22, 2022, 10:33 PM IST

ফেসবুকে রিলস তৈরিতে ব্যস্ত স্ত্রী ৷ তা পছন্দ হয়নি স্বামীর ৷ তাই অভিমানে আত্নঘাতী স্বামী (Man Died by Suicide) ৷

Man Died by Suicide
ETV Bharat

কোচবিহার, 22 নভেম্বর: স্ত্রী ফেসবুকে রিলস তৈরিতে ব্যস্ত ৷ যা একেবারেই পছন্দ করতেন না স্বামী ৷ তা নিয়ে প্রায়শই অশান্তি লেগে থাকত ৷ মঙ্গলবার ঘটে গেল মর্মান্তিক ঘটনা ৷ ঘর থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ ৷ মৃতের নাম সমীর রায় (28) ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান রাগে অভিমানে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি ৷ কোচবিহারের হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ এলাকার ঘটনা ৷

যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের স্ত্রী প্রায়ই রিলস বানাতেন ৷ তা নিয়ে পারিবারিক অশান্তি লেগেই থাকত ওই পরিবারে । একাধিরবার নিজের স্ত্রীকে ফেসবুক রিল থেকে বিরত থাকার কথা বলতেন ওই যুবক । তারপরেও রিলস বানাতেন তাঁর স্ত্রী সুনিতা দেবী । এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই চলছিল পারিবারিক অশান্তি । সোমবার রাতেও রিলস বানানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। সকালে উঠে পরিবারের লোকজন ঘরে ঝুলন্ত অবস্থায় দেখেতে পায় ওই যুবককে ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হলদিবাড়ি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী সাউথ পয়েন্ট স্কুলের কৃতী ছাত্রী

মৃতের স্ত্রী সুনিতা রায় বলেন, ‘‘ফেসবুকে ভিডিও তৈরি নিয়েই কথা কাটাকাটি হয়। তাতেই এতবড় কান্ড করে বসবে ভাবতে পারিনি।‘‘ মর্মান্তিক এই ঘটনার পরেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷

কোচবিহার, 22 নভেম্বর: স্ত্রী ফেসবুকে রিলস তৈরিতে ব্যস্ত ৷ যা একেবারেই পছন্দ করতেন না স্বামী ৷ তা নিয়ে প্রায়শই অশান্তি লেগে থাকত ৷ মঙ্গলবার ঘটে গেল মর্মান্তিক ঘটনা ৷ ঘর থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ ৷ মৃতের নাম সমীর রায় (28) ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান রাগে অভিমানে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি ৷ কোচবিহারের হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ এলাকার ঘটনা ৷

যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের স্ত্রী প্রায়ই রিলস বানাতেন ৷ তা নিয়ে পারিবারিক অশান্তি লেগেই থাকত ওই পরিবারে । একাধিরবার নিজের স্ত্রীকে ফেসবুক রিল থেকে বিরত থাকার কথা বলতেন ওই যুবক । তারপরেও রিলস বানাতেন তাঁর স্ত্রী সুনিতা দেবী । এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই চলছিল পারিবারিক অশান্তি । সোমবার রাতেও রিলস বানানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। সকালে উঠে পরিবারের লোকজন ঘরে ঝুলন্ত অবস্থায় দেখেতে পায় ওই যুবককে ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হলদিবাড়ি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী সাউথ পয়েন্ট স্কুলের কৃতী ছাত্রী

মৃতের স্ত্রী সুনিতা রায় বলেন, ‘‘ফেসবুকে ভিডিও তৈরি নিয়েই কথা কাটাকাটি হয়। তাতেই এতবড় কান্ড করে বসবে ভাবতে পারিনি।‘‘ মর্মান্তিক এই ঘটনার পরেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.