ETV Bharat / state

কিশোরের মৃত্যুতে হাসপাতালে ভাঙচুর, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ কোচবিহারে

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ । পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ কোচবিহারের চকচকা এলাকায় । আহত হয়েছেন IC । আটক করা হয়েছে 10 জনকে ।

Coochbehar
কোচবিহার
author img

By

Published : Jan 20, 2020, 5:32 PM IST

কোচবিহার, 20 জানুয়ারি : পথ দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু ঘিরে উত্তেজনা কোচবিহারে । চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কোচবিহারের চকচকা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চলে । পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বাধে । আহত হন কোচবিহার থানার IC এবং আর এক পুলিশকর্মী ।

কয়েকদিন আগে পার্থ ভৌমিক নামে ওই কিশোর পথ দুর্ঘটনায় আহত হয় । তাকে চকচকা এলাকার ওই বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । আজ সকালে সেখানে তার মৃত্যু হয় । এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় পার্থর পরিবারের লোকজন । যোগ দেয় স্থানীয়রাও । হাসপাতালে ভাঙচুর হয়ে গেলে তারা 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে । অবরোধ তুলতে সেখানে পুণ্ডিবাড়ি ও কোচবিহার থানার পুলিশ পৌঁছালে দু'পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের দু'টি শেল ফাটায় ।

চিকিৎসায় গাফিলতির অভিযোগে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ কোচবিহারে

ঘটনায় কোচবিহার থানার IC সৌম্যজিৎ রায় এবং আর এক পুলিশকর্মী আহত হন । পরে আরও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় 10 জনকে আটক করেছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ ।

কোচবিহার, 20 জানুয়ারি : পথ দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু ঘিরে উত্তেজনা কোচবিহারে । চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কোচবিহারের চকচকা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চলে । পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বাধে । আহত হন কোচবিহার থানার IC এবং আর এক পুলিশকর্মী ।

কয়েকদিন আগে পার্থ ভৌমিক নামে ওই কিশোর পথ দুর্ঘটনায় আহত হয় । তাকে চকচকা এলাকার ওই বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । আজ সকালে সেখানে তার মৃত্যু হয় । এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় পার্থর পরিবারের লোকজন । যোগ দেয় স্থানীয়রাও । হাসপাতালে ভাঙচুর হয়ে গেলে তারা 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে । অবরোধ তুলতে সেখানে পুণ্ডিবাড়ি ও কোচবিহার থানার পুলিশ পৌঁছালে দু'পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের দু'টি শেল ফাটায় ।

চিকিৎসায় গাফিলতির অভিযোগে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ কোচবিহারে

ঘটনায় কোচবিহার থানার IC সৌম্যজিৎ রায় এবং আর এক পুলিশকর্মী আহত হন । পরে আরও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় 10 জনকে আটক করেছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ ।

Intro:কোচবিহার ঃঃ চিকিৎসার গাফিলতিতে এক ছাত্র মৃত্যুর ঘটনায় জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ বেধে গেল কোচবিহার চকচকা এলাকায়। গোটা ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে। জানা গিয়েছে দিন কয়েক আগেই চকচকা হাই স্কুলের ছাত্র পার্থ ভৌমিক পথ দুর্ঘটনায় জখম হয়ে চকচকা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। আজ সকালে ওই ছাত্রের মৃত্যু হয়। এর পর উত্তপ্ত হয়ে ওঠে বেসরকারি হাসপাতাল চত্বর সহ গোটা এলাকা। ভাঙচুর করা হাসপাতাল। পরে জনতা পুলিশ খণ্ডযুদ্ধ বেধে যায়। # Body:wb_crb_01_haspatal bhangchur_vis_7295341Conclusion:wb_crb_01_haspatal bhangchur_vis_7295341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.