ETV Bharat / state

কোচবিহারে তৃণমূলের অত্যাচারে ঘরছাড়া CPI(M) পরিবার? ধরনা SP অফিসে - TMC

লোকসভা নির্বাচনের পরই CPI(M) কর্মীর বাড়িতে তৃণমূল ভাঙচুর চালায় বলে অভিযোগ । তুফানগঞ্জ থানায় দায়ের হয় অভিযোগ ৷ তারপরও ফোনে হুমকি আসা বন্ধ হয়নি ৷ গতকাল রাতেও ওই CPI(M) কর্মী ও তাঁর পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয় স্থানীয় তৃণমূল নেতা, এই অভিযোগ উঠেছে ।

SP OFFICE
SP OFFICE
author img

By

Published : Mar 21, 2020, 3:24 PM IST

কোচবিহার, 21 মার্চ : তৃণমূলের অত্যাচারে ঘরছাড়া CPI(M) কর্মী ও তাঁর পরিবার ৷ এই অভিযোগ তুলেছেন CPI(M) কর্মী আবদুল মান্নান ৷ প্রতিবাদে কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিসের সামনে ধরনায় বসল ওই CPI(M) কর্মী ও তার পরিবার ।

কোচবিহারের দেওচড়াই বক্সিরকুঠি গ্রামের বাসিন্দা আবদুল মান্নানের অভিযোগ, লোকসভা নির্বাচনের পরই তাঁদের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল । সেই সময় বিষয়টি লিখিতভাবে কোচবিহারের তুফানগঞ্জ থানায় অভিযোগ জানান তিনি । এরপর থেকে প্রতিনিয়ত ফোনে হুমকি আসতে শুরু করে ৷ কিন্তু গত পাঁচ দিন ধরে হুমকি বাড়তে থাকে ৷ বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হয় ৷ গতকাল রাতেও তাঁকে ও তাঁর পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয় স্থানীয় তৃণমূল, এই অভিযোগও করেন তিনি ।

অবশেষে গতকাল গভীর রাতে কোনও রকমে পরিবার-সহ বাড়ি ছাড়েন আবদুল ৷ তারপরই কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিসের সামনে ধরনায় বসেন ওই পরিবার । আবদুল মান্নান জানান, "কয়েকদিন ধরেই বাড়িতে এসে হুমকি দিচ্ছে । গতকালও হুমকি দেওয়া হয় । এরপর রাতেই পরিবারের সকলকে নিয়ে পুলিশ সুপারের অফিসের সামনে ধরনায় বসেছি ।" ঘটনাটি জানাজানি হওয়ার পর গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কোচবিহার পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর ।

কোচবিহার, 21 মার্চ : তৃণমূলের অত্যাচারে ঘরছাড়া CPI(M) কর্মী ও তাঁর পরিবার ৷ এই অভিযোগ তুলেছেন CPI(M) কর্মী আবদুল মান্নান ৷ প্রতিবাদে কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিসের সামনে ধরনায় বসল ওই CPI(M) কর্মী ও তার পরিবার ।

কোচবিহারের দেওচড়াই বক্সিরকুঠি গ্রামের বাসিন্দা আবদুল মান্নানের অভিযোগ, লোকসভা নির্বাচনের পরই তাঁদের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল । সেই সময় বিষয়টি লিখিতভাবে কোচবিহারের তুফানগঞ্জ থানায় অভিযোগ জানান তিনি । এরপর থেকে প্রতিনিয়ত ফোনে হুমকি আসতে শুরু করে ৷ কিন্তু গত পাঁচ দিন ধরে হুমকি বাড়তে থাকে ৷ বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হয় ৷ গতকাল রাতেও তাঁকে ও তাঁর পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয় স্থানীয় তৃণমূল, এই অভিযোগও করেন তিনি ।

অবশেষে গতকাল গভীর রাতে কোনও রকমে পরিবার-সহ বাড়ি ছাড়েন আবদুল ৷ তারপরই কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিসের সামনে ধরনায় বসেন ওই পরিবার । আবদুল মান্নান জানান, "কয়েকদিন ধরেই বাড়িতে এসে হুমকি দিচ্ছে । গতকালও হুমকি দেওয়া হয় । এরপর রাতেই পরিবারের সকলকে নিয়ে পুলিশ সুপারের অফিসের সামনে ধরনায় বসেছি ।" ঘটনাটি জানাজানি হওয়ার পর গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কোচবিহার পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.