ETV Bharat / state

500 টাকা দিলেই করানো হবে পাশ, অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের - passing hs students for 500 rupees

500 টাকার বিনিময়ে উচ্চমাধ্যমিকে পাশ করাবেন প্রধান শিক্ষক ৷ এমনই অভিযোগ কোচবিহারের আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ৷ টাকা কি সত্যিই নিয়েছিলেন ? কী বলছেন স্বয়ং প্রধান শিক্ষক ?

কোচবিহার
কোচবিহার
author img

By

Published : Jul 27, 2021, 10:47 AM IST

কোচবিহার, 27 জুলাই : করোনা আবহে পরীক্ষা ছাড়াই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে ৷ মাধ্যমিকে 100 শতাংশ পরীক্ষার্থীকে পাশ করানো হলেও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তা হয়নি ৷ বিনা পরীক্ষায় ফেল করেছেন বহু পরীক্ষার্থী ৷ এর জেরে পাশ করানোর দাবিতে জেলায় জেলায় চলছে পরীক্ষার্থীদের বিক্ষোভ ৷ নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে ৷

ঠিক এই সময়ে টাকার বিনিময়ে পাশ করানোর প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠল কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট এলাকার আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ে ৷ এই ঘটনায় অভিযোগের তির স্বয়ং প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৷ তিনি নাকি বলেছেন, 500 টাকা দিলেই ফেল করা পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া হবে ৷ এমনকি প্রথম দফায় টাকাও নেওয়া হয় ছাত্রীদের থেকে ৷ পরে নাকি সেই টাকা ফিরিয়ে দিয়েছেন প্রধান শিক্ষক ৷ অন্তত এমনই বলছে এই স্কুলের ছাত্রী কল্পনা বর্মণ ও সঞ্চিতা বর্মণরা ৷

শুধু তারাই নয়, এই ঘটনার সাক্ষী এক অভিভাবকও ৷ বোন পরীক্ষায় অকৃতকার্য হয়েছে বলে গার্জেন কল করায় স্কুলে এসেছিলেন ৷ তারপরই তাঁকে দরখাস্ত লিখতে বলা হয় ৷ লেখার পরেই 500 টাকা চাওয়া হয় তাঁর কাছে ৷ টাকা চাওয়ার কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষক জানান, কলকাতা যেতে হবে তো ৷ এদের রেজাল্টের পিছনে অনেক খাটাখাটনি করতে হবে ৷ আরও এক শিক্ষক যিনি যাবেন তাঁকে টিফিনের জন্য 100 টাকা দিতে হবে ৷ এই জন্য টাকা নেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : উত্তরপত্র পুর্নমূল্যায়নের আবেদনের সময়সীমা বাড়ানোর দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ

আর এই গোটা ঘটনার কথা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলায় ৷ যদিও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি কখনোই সরকারি নির্দেশের বাইরে যেতে পারি না ৷ আমি কোনও টাকা নিইনি, তো ফেরত দিতে যাব কেন ৷ টাকা আমার নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না ৷"

কোচবিহারের আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ে টাকা নিয়ে পাস করানোর অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

এছাড়াও তিনি আরও বলেন, "আমি শুধু দরখাস্ত চেয়েছি রেজাল্টের ব্যাপারে কোনও অভিযোগ থাকলে তা জানানোর জন্য ৷ ওরা বলতেই পারে এসব কথা ৷ আমি কি কাউন্সিলের কোনও আধিকারিক যে আমি পাশ করাব ?"

মিড-ডে মিলের খাদ্যসামগ্রী কম দেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, খাদ্যসামগ্রী মাপার বিষয়টি রাঁধুনিরাই দেখেন ৷ তাঁরা হয়ত কোনওদিন মাপে ভুল করে ফেলায় পরিমাণে কম হয়ে যায় ৷ এসব অভিযোগ ভিত্তিহীন ৷

আরও পড়ুন : HS Result 2021 : অকৃতকার্যদের বিক্ষোভ থামাতে জেলাশাসকদের হস্তক্ষেপের নির্দেশ, চিঠি শিক্ষাসচিবের

কোচবিহার, 27 জুলাই : করোনা আবহে পরীক্ষা ছাড়াই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে ৷ মাধ্যমিকে 100 শতাংশ পরীক্ষার্থীকে পাশ করানো হলেও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তা হয়নি ৷ বিনা পরীক্ষায় ফেল করেছেন বহু পরীক্ষার্থী ৷ এর জেরে পাশ করানোর দাবিতে জেলায় জেলায় চলছে পরীক্ষার্থীদের বিক্ষোভ ৷ নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে ৷

ঠিক এই সময়ে টাকার বিনিময়ে পাশ করানোর প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠল কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট এলাকার আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ে ৷ এই ঘটনায় অভিযোগের তির স্বয়ং প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৷ তিনি নাকি বলেছেন, 500 টাকা দিলেই ফেল করা পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া হবে ৷ এমনকি প্রথম দফায় টাকাও নেওয়া হয় ছাত্রীদের থেকে ৷ পরে নাকি সেই টাকা ফিরিয়ে দিয়েছেন প্রধান শিক্ষক ৷ অন্তত এমনই বলছে এই স্কুলের ছাত্রী কল্পনা বর্মণ ও সঞ্চিতা বর্মণরা ৷

শুধু তারাই নয়, এই ঘটনার সাক্ষী এক অভিভাবকও ৷ বোন পরীক্ষায় অকৃতকার্য হয়েছে বলে গার্জেন কল করায় স্কুলে এসেছিলেন ৷ তারপরই তাঁকে দরখাস্ত লিখতে বলা হয় ৷ লেখার পরেই 500 টাকা চাওয়া হয় তাঁর কাছে ৷ টাকা চাওয়ার কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষক জানান, কলকাতা যেতে হবে তো ৷ এদের রেজাল্টের পিছনে অনেক খাটাখাটনি করতে হবে ৷ আরও এক শিক্ষক যিনি যাবেন তাঁকে টিফিনের জন্য 100 টাকা দিতে হবে ৷ এই জন্য টাকা নেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : উত্তরপত্র পুর্নমূল্যায়নের আবেদনের সময়সীমা বাড়ানোর দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ

আর এই গোটা ঘটনার কথা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলায় ৷ যদিও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি কখনোই সরকারি নির্দেশের বাইরে যেতে পারি না ৷ আমি কোনও টাকা নিইনি, তো ফেরত দিতে যাব কেন ৷ টাকা আমার নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না ৷"

কোচবিহারের আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ে টাকা নিয়ে পাস করানোর অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

এছাড়াও তিনি আরও বলেন, "আমি শুধু দরখাস্ত চেয়েছি রেজাল্টের ব্যাপারে কোনও অভিযোগ থাকলে তা জানানোর জন্য ৷ ওরা বলতেই পারে এসব কথা ৷ আমি কি কাউন্সিলের কোনও আধিকারিক যে আমি পাশ করাব ?"

মিড-ডে মিলের খাদ্যসামগ্রী কম দেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, খাদ্যসামগ্রী মাপার বিষয়টি রাঁধুনিরাই দেখেন ৷ তাঁরা হয়ত কোনওদিন মাপে ভুল করে ফেলায় পরিমাণে কম হয়ে যায় ৷ এসব অভিযোগ ভিত্তিহীন ৷

আরও পড়ুন : HS Result 2021 : অকৃতকার্যদের বিক্ষোভ থামাতে জেলাশাসকদের হস্তক্ষেপের নির্দেশ, চিঠি শিক্ষাসচিবের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.