ETV Bharat / state

Gold in Children Kick Boxing : চিলড্রেন্স কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা মেখলিগঞ্জের নবস্মিতার - Children Kick Boxing

চিলড্রেন্স ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতল নবস্মিতা রায় (Gold in Children Kick Boxing In Cooch Behar) ৷ কোচবিহার মেখলিগঞ্জের কুচলিবাড়ির বাসিন্দা নবস্মিতা । 20 কেজি বিভাগে সোনা জেতে সে ।

Kick Boxing Gold
Gold
author img

By

Published : Mar 28, 2022, 2:32 PM IST

মেখলিগঞ্জ (কোচবিহার), 28 মার্চ : চিলড্রেন্স ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশগ্রহণ করে মেখলিগঞ্জের কুচলিবাড়ির নবস্মিতা রায় (Gold in Children Kick Boxing In Cooch Behar) । আর প্রথমবারেই সে ঘরে নিয়ে এল সোনা ৷

চর্তুথ শ্রেণীর পড়ুয়া নবস্মিতা সতীরঘাটের পাড় রামনিধি হাইস্কুলের মাঠে কিক বক্সিংয়ের কোচিং সেন্টারে প্রশিক্ষণ নেয় । এরপর জেলা ও রাজ্যস্তরেও সাফল্য পায় নবস্মিতা । এবার জাতীয়স্তরেও সাফল্য পেল এই খুদে কিক বক্সার ।

আরও পড়ুন : CM Morning Walk in Darjeeling : দার্জিলিংয়ে প্রাতঃভ্রমণের মধ্যেই জনসংযোগ সারলেন মুখ্য়মন্ত্রী

গতকাল রবিবার পশ্চিমবঙ্গ স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের (West Bengal Sports Kick Boxing Association) উদ্যোগে শিলিগুড়ির আদাবাড়িতে বিএসএফের 15 নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে চিল্ড্রেন্স ন্যাশনাল কিক বক্সিং চাম্পিয়নশিপ 2022 অনুষ্ঠিত হয় । সেখানে 20 কেজি বিভাগে সোনা জেতে (Children Kick Boxing) নবস্মিতা । নবস্মিতার কোচ অভিজিৎ রায় এ বিষয়ে বলেন, "জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য এনে দিয়েছে নবস্মিতা, ভবিষতে আরও এগিয়ে যাবে সে ।"

নবস্মিতার সাফল্যতে উচ্ছ্বসিত মেখলিগঞ্জবাসী ও তার পরিবার ৷ তার বাবা অরুণকুমার রায় বলেন, "ছোটবেলা থেকে নবস্মিতার ইচ্ছে এবং মনোবল আজ সাফল্য এনেছে ৷ মেয়ের সাফল্যে খুশি আমি ।"

মেখলিগঞ্জ (কোচবিহার), 28 মার্চ : চিলড্রেন্স ন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশগ্রহণ করে মেখলিগঞ্জের কুচলিবাড়ির নবস্মিতা রায় (Gold in Children Kick Boxing In Cooch Behar) । আর প্রথমবারেই সে ঘরে নিয়ে এল সোনা ৷

চর্তুথ শ্রেণীর পড়ুয়া নবস্মিতা সতীরঘাটের পাড় রামনিধি হাইস্কুলের মাঠে কিক বক্সিংয়ের কোচিং সেন্টারে প্রশিক্ষণ নেয় । এরপর জেলা ও রাজ্যস্তরেও সাফল্য পায় নবস্মিতা । এবার জাতীয়স্তরেও সাফল্য পেল এই খুদে কিক বক্সার ।

আরও পড়ুন : CM Morning Walk in Darjeeling : দার্জিলিংয়ে প্রাতঃভ্রমণের মধ্যেই জনসংযোগ সারলেন মুখ্য়মন্ত্রী

গতকাল রবিবার পশ্চিমবঙ্গ স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের (West Bengal Sports Kick Boxing Association) উদ্যোগে শিলিগুড়ির আদাবাড়িতে বিএসএফের 15 নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে চিল্ড্রেন্স ন্যাশনাল কিক বক্সিং চাম্পিয়নশিপ 2022 অনুষ্ঠিত হয় । সেখানে 20 কেজি বিভাগে সোনা জেতে (Children Kick Boxing) নবস্মিতা । নবস্মিতার কোচ অভিজিৎ রায় এ বিষয়ে বলেন, "জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য এনে দিয়েছে নবস্মিতা, ভবিষতে আরও এগিয়ে যাবে সে ।"

নবস্মিতার সাফল্যতে উচ্ছ্বসিত মেখলিগঞ্জবাসী ও তার পরিবার ৷ তার বাবা অরুণকুমার রায় বলেন, "ছোটবেলা থেকে নবস্মিতার ইচ্ছে এবং মনোবল আজ সাফল্য এনেছে ৷ মেয়ের সাফল্যে খুশি আমি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.