ETV Bharat / state

কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেপ্তার এক বাংলাদেশি - বাংলাদেশি পাচারকারী

পাচার করতে গিয়ে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনার বিস্কুট সহ গ্রেপ্তার এক বাংলাদেশি । কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে আজ ওই পাচারকারী গ্রেপ্তার হয় । তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ওই সোনার বিস্কুট উদ্ধার করেন শুল্ক দপ্তরের কর্তারা ।

Gold biscuit recovered
উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট
author img

By

Published : Jan 6, 2020, 3:24 PM IST

কোচবিহার, 6 জানুয়ারি : পাচার করতে গিয়ে ফের সোনার বিস্কুট সহ গ্রেপ্তার এক বাংলাদেশি । কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে আজ গ্রেপ্তার হয় ওই পাচারকারী । তার কাছ থেকে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনার বিস্কুট উদ্ধার করেন শুল্ক দপ্তরের কর্তারা ।

শুল্ক দপ্তর সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তির নাম মহম্মদ মনির হোসেন । বাড়ি বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুরে । সোমবার ওই ব্যক্তি চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট নিয়েই ভারতে ঢুকেছিলেন । সেই সময় শুল্ক দপ্তরের কর্তাদের সন্দেহ হলে তাকে আলাদা ঘরে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয় । সেসময় তার কাছ থেকে একাধিক সোনার বিস্কুট উদ্ধার হয় ।

বছরখানেক আগেও এই ইমিগ্রেশন চেকপোস্ট থেকেই কয়েকদিনের ব্যবধানে কয়েক কোটি টাকার সোনার বিস্কুট সহ ভারতীয় এবং বাংলাদেশের নাগরিককে পাকড়াও করা হয় । আজ ফের সোনা উদ্ধারের খবর পেয়েই এদিন এলাকায় আসেন শুল্ক দপ্তরের কর্তারা । যদিও এ বিষয়ে শুল্ক দপ্তরের কর্তারা কোনও মন্তব্য করতে চাননি ।

কোচবিহার, 6 জানুয়ারি : পাচার করতে গিয়ে ফের সোনার বিস্কুট সহ গ্রেপ্তার এক বাংলাদেশি । কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে আজ গ্রেপ্তার হয় ওই পাচারকারী । তার কাছ থেকে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনার বিস্কুট উদ্ধার করেন শুল্ক দপ্তরের কর্তারা ।

শুল্ক দপ্তর সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তির নাম মহম্মদ মনির হোসেন । বাড়ি বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুরে । সোমবার ওই ব্যক্তি চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট নিয়েই ভারতে ঢুকেছিলেন । সেই সময় শুল্ক দপ্তরের কর্তাদের সন্দেহ হলে তাকে আলাদা ঘরে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয় । সেসময় তার কাছ থেকে একাধিক সোনার বিস্কুট উদ্ধার হয় ।

বছরখানেক আগেও এই ইমিগ্রেশন চেকপোস্ট থেকেই কয়েকদিনের ব্যবধানে কয়েক কোটি টাকার সোনার বিস্কুট সহ ভারতীয় এবং বাংলাদেশের নাগরিককে পাকড়াও করা হয় । আজ ফের সোনা উদ্ধারের খবর পেয়েই এদিন এলাকায় আসেন শুল্ক দপ্তরের কর্তারা । যদিও এ বিষয়ে শুল্ক দপ্তরের কর্তারা কোনও মন্তব্য করতে চাননি ।

Intro:কোচবিহার ঃ ফের সোনার বিস্কুট সহ এক বাংলাদেশি গ্রেপ্তার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে। এক কোটিরও বেশি টাকা মূল্যের সোনার বিস্কুট সহ উদ্ধার করেন শুল্ক দপ্তরের কর্তারা। সোমবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে। শুল্কদপ্তর সূত্রে জানা গিয়েছে,আটক ব্যক্তির নাম মহম্মদ মনির হোসেন।বাড়ি বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর গ্রামে। সোমবার ওই ব্যাক্তি চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট নিয়েই ভারতে ঢুকেছিলেন।সেই সময় শুল্ক দপ্তরের কর্তাদের সন্দেহ হলে তাকে আলাদা ঘরে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। সেসময় তার কাছ থেকে একাধিক সোনার বিস্কুট উদ্ধার করা হয়।বছর খানেক আগেও এই ইমিগ্রেশন চেকপোস্ট থেকেই কয়েকদিনের ব্যবধানে কয়েককোটি টাকার সোনার বিস্কুট সহ ভারতীয় এবং বাংলাদেশের নাগরিক ধরা পরার ঘটনা ঘটেছিল। ফের সোনা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।খবর পেয়েই এদিন এলাকায় আসেন শুল্ক দপ্তরের কর্তারা।যদিও বিষয়ে শুল্ক দপ্তরের কর্তারা কোনও মন্তব্য করতে চাননি।।# শুভঙ্কর সাহা। Body:wb_crb_01_gold_recovery_pic_01_7205341Conclusion:wb_crb_01_gold_recovery_pic_01_7205341
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.