তুফানগঞ্জ (কোচবিহার), 26 ফেব্রুয়ারি: বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে ঘিরে গো-ব্যাক স্লোগান ৷ যে ঘটনাকে ঘিরে রবিবার সকালে উত্তেজনা কোচবিহারের তুফানগঞ্জে ৷ এদিন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী ওই এলাকায় একটি ভলিবল খেলার উদ্বোধনে যাচ্ছিলেন ৷ সেই সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ ৷ সেই সঙ্গে গো-ব্যাক স্লোগান দেওয়া হয় (Go Back Slogan to Cooch Behar Dakshin BJP MLA Mihir Goswami) ৷ পাশাপাশি, দেওচড়াই মোড়ে পথ অবরোধ করে তৃণমূলের নেতা ও কর্মীরা ৷
এদিন এই অবরোধের জেরে অসমগামী জাতীয় সড়ক বন্ধ ছিল বেশ কিছুক্ষণ ৷ পরে তুফানগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তৃণমূলের তুফানগঞ্জ 1 ব্লক সভাপতি মনোজ বর্মা অভিযোগ করেছেন, গতকাল রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দেওচড়াই মোড়ে থাকা তৃণমূলের অঞ্চল কার্যালয় থাকা পতাকা ও ফেস্টুন খুলে ফেলে দেয় ৷ তাই এদিন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে ঘিরে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়েছে ৷
যদিও বিজেপি বিধায়ক মিহির গোস্বামী পালটা অভিযোগ করে জানান, বিজেপির উদ্যোগে এলাকায় 16 দলের ভলিবল টুর্নামেন্ট রয়েছে ৷ সেই টুর্নামেন্ট ভেস্তে দিতেই এদিন দেওচড়াই মোড়ে অবরোধ করে এলাকায় অশান্ত পরিবেশ সৃষ্টি করছে তৃণমূল ৷ যদিও তুফানগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ প্রসঙ্গত, শনিবার দুপুরে দিনহাটার বুড়িরহাটে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷
আরও পড়ুন: প্রাণনাশের উদ্দেশেই ছোড়া হয় বোমা-গুলি, অভিযোগ নিশীথের
এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার ৷ আর তারপর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার জেলার রাজনৈতিক পরিস্থিতি ৷ এ নিয়ে নিশীথ প্রামাণিক এদিন সাংবাদিক বৈঠকও করেন ৷ ছবি দেখিয়ে অভিযোগ করেছেন, তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে ৷ পুরো বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে তিনি জানিয়েছেন ৷ আর তার পরের দিনই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনা, পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলেই মনে করছে রাজনৈতিকমহল ৷