কোচবিহার, 26 ফেব্রুয়ারি: অন ডিউটি আর্মি লেখা ট্রেলারে গাঁজা পাচারের সময় হাতেনাতে ধরল মাথাভাঙা থানার পুলিশ । বুধবার সকালে কোচবিহার-শিলিগুড়ি রাজ্যসড়কের চেনাকাটা মোড় থেকে আটক করে । সেখান থেকে 180 কেজি গাঁজা উদ্ধার হয়েছে ।
কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকায় গাঁজা চাষ হয় । অভিযোগ, ভিনরাজ্যের ব্যবসায়ীদের টাকা খাটে ওই গাঁজা চাষে । এরপর গাঁজা পরিণত হয়ে গেলে ব্যবসায়ীরা এসে কিছু টাকা দিয়ে নিয়ে যান । বুধবার রাতে খবর পেয়ে মাথাভাঙা থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী কোচবিহার- শিলিগুড়ি রাজ্য সড়কের চেনাকাটা মোড়ে ফাঁদ পাতে । এরপর আজ ওই ট্রেলারকে আটক করে । আটক হওয়ার পর তদন্ত করে দেখা যায়, ওই ট্রাকে গাঁজা রয়েছে। এরপর ট্রাকটিকে আটক করে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: বাড়িতে হানা দিয়ে প্রচুর গাঁজা গাছ নষ্ট করল হরিহরপাড়ার পুলিশ
মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি বলেন, খবর পেয়ে বিশাল আকারের ট্রেলারটিকে মাথাভাঙা থানার আইসি এবং তাঁর টিম ফাঁদ পেতে চেনাকাটা মোড় থেকে আটক করলে গাড়িতে থাকা চালকদের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় ট্রেলারের দরজা খোলা হয় । সেখানে দেখা যায়, বাড়িতে ব্যবহারকারী বেশকিছু আসবাবপত্র, একাধিক মোটরবাইক, বেশকিছু ফুলের টব-সহ ভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে । এরপর চালকের আসনে কেবিন খুলে তদন্ত করলে দেখা যায়, সেখানে বেশ কয়েকটি প্লাস্টিক দিয়ে মোড়ানো প্যাকেট রয়েছে । শেষে ওই প্যাকেটগুলো খোলা হলে গাঁজা উদ্ধার হয় । ট্রেলারে দুজন চালক ছিল, তাদের নাম ঈশিকা খান ও শফিকুর রহমান । দুজনের বাড়ি উত্তরপ্রদেশে । গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।