ETV Bharat / state

Forward Block: উত্তরবঙ্গ স্বশাসিত উন্নয়ন পর্ষদের দাবিতে আন্দোলনে ফরওয়ার্ড ব্লক - GTA

উত্তরবঙ্গের (North Bengal) জন্য আলাদা স্বশাসিত উন্নয়ন পর্ষদ চায় ফরওয়ার্ড ব্লক (Forward Block) ৷ এই নিয়ে তারা আন্দোলনে নামতে চলেছে ৷ তারা উত্তরবঙ্গ থেকে একজন উপ-মুখ্যমন্ত্রী রাখার দাবিও তুলেছে ৷

forward-block-wants-autonomous-development-body-for-north-bengal
Forward Block: উত্তরবঙ্গ স্বশাসিত উন্নয়ন পর্ষদের দাবিতে আন্দোলনে ফরওয়ার্ড ব্লক
author img

By

Published : Aug 6, 2022, 9:18 PM IST

কোচবিহার, 6 অগস্ট : জিটিএর (GTA) ধাঁচে এবার উত্তরবঙ্গ বিধিবদ্ধ স্বশাসিত উন্নয়ন পর্ষদের (North Bengal Autonomous Development Authority) দাবিতে আন্দোলন শুরু করল ফরওয়ার্ড ব্লক (Forward Block) । এই দাবিকে সামনে রেখে শনিবার দুপুরে ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দলের নেতৃত্ব । উত্তরবঙ্গ উন্নয়ন সংগ্রাম কমিটি গড়ে তারা এই দাবিতে উত্তরবঙ্গ জুড়ে আন্দোলন চালাবে বলেও ঘোষণা করেছে ৷

ওই সংগ্রাম কমিটির সম্পাদক ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গোবিন্দ রায় বলেন, "আমরা রাজ্য ভাগ চাই না । কেন্দ্রশাসিত অঞ্চলও নয় । উত্তরবঙ্গ বিধিবদ্ধ স্বশাসিত উন্নয়ন পর্ষদ চাই । নির্বাচনের মাধ্যমে এই পর্ষদ গঠন হবে । এই পর্ষদ উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কাজ করবে ।’’

তাদের দাবি, সেই স্বশাসিত উন্নয়ন পর্ষদে রাজ্য মন্ত্রিসভায় উত্তরবঙ্গ (North Bengal) থেকে একজন উপ-মুখ্যমন্ত্রী থাকবে । গুরুত্বপূর্ণ মন্ত্রকের আনুপাতিক দফতর চাই । এছাড়া উত্তরবঙ্গের জন্য পৃথক একটি সচিবালয় থাকবে । উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্প এসএসসি উত্তরবঙ্গ জোনাল কার্যালয় পুনঃস্থাপন করা, রাজ্য সরকারের সবকটি দফতরের নিয়োগকেন্দ্র উত্তরবঙ্গ করতে হবে ।

পাশাপাশি উত্তরবঙ্গে এইমস হাসপাতাল, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, কারিগরি ক্ষেত্রে উৎকর্ষ আইটিআইএর দাবিও তোলা হয়েছে । খুব শীঘ্রই গোটা উত্তরবঙ্গ জুড়ে এই দাবিতে আন্দলনে নামা হবে বলে গোবিন্দ রায় জানান ।

আরও পড়ুন : Paresh Adhikary: মন্ত্রিত্ব গেলেও তিনিই বিধায়ক, কর্মীদের আশ্বস্ত করলেন পরেশ

কোচবিহার, 6 অগস্ট : জিটিএর (GTA) ধাঁচে এবার উত্তরবঙ্গ বিধিবদ্ধ স্বশাসিত উন্নয়ন পর্ষদের (North Bengal Autonomous Development Authority) দাবিতে আন্দোলন শুরু করল ফরওয়ার্ড ব্লক (Forward Block) । এই দাবিকে সামনে রেখে শনিবার দুপুরে ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দলের নেতৃত্ব । উত্তরবঙ্গ উন্নয়ন সংগ্রাম কমিটি গড়ে তারা এই দাবিতে উত্তরবঙ্গ জুড়ে আন্দোলন চালাবে বলেও ঘোষণা করেছে ৷

ওই সংগ্রাম কমিটির সম্পাদক ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গোবিন্দ রায় বলেন, "আমরা রাজ্য ভাগ চাই না । কেন্দ্রশাসিত অঞ্চলও নয় । উত্তরবঙ্গ বিধিবদ্ধ স্বশাসিত উন্নয়ন পর্ষদ চাই । নির্বাচনের মাধ্যমে এই পর্ষদ গঠন হবে । এই পর্ষদ উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কাজ করবে ।’’

তাদের দাবি, সেই স্বশাসিত উন্নয়ন পর্ষদে রাজ্য মন্ত্রিসভায় উত্তরবঙ্গ (North Bengal) থেকে একজন উপ-মুখ্যমন্ত্রী থাকবে । গুরুত্বপূর্ণ মন্ত্রকের আনুপাতিক দফতর চাই । এছাড়া উত্তরবঙ্গের জন্য পৃথক একটি সচিবালয় থাকবে । উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্প এসএসসি উত্তরবঙ্গ জোনাল কার্যালয় পুনঃস্থাপন করা, রাজ্য সরকারের সবকটি দফতরের নিয়োগকেন্দ্র উত্তরবঙ্গ করতে হবে ।

পাশাপাশি উত্তরবঙ্গে এইমস হাসপাতাল, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, কারিগরি ক্ষেত্রে উৎকর্ষ আইটিআইএর দাবিও তোলা হয়েছে । খুব শীঘ্রই গোটা উত্তরবঙ্গ জুড়ে এই দাবিতে আন্দলনে নামা হবে বলে গোবিন্দ রায় জানান ।

আরও পড়ুন : Paresh Adhikary: মন্ত্রিত্ব গেলেও তিনিই বিধায়ক, কর্মীদের আশ্বস্ত করলেন পরেশ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.