ETV Bharat / state

BJP-তে বহিষ্কৃত তৃণমূল নেতা নিশীথ প্রামাণিক, হতে পারেন কোচবিহারের প্রার্থী - tmc leader

কোচবিহারের বহিষ্কৃত তৃণমূল যুব নেতা নিশীথ প্রামাণিক BJP-তে যোগ দিলেন। আসন্ন লোকসভা নির্বাচনে নিশীথকে কোচবিহার থেকে প্রার্থী করা হতে পারে, এই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

নিশীথ প্রামাণিক
author img

By

Published : Mar 1, 2019, 12:19 PM IST

কোচবিহার, ১ মার্চ : BJP-তে গতকাল যোগ দেন কোচবিহারের বহিষ্কৃত তৃণমূল যুব নেতা নিশীথ প্রামাণিক। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়। আসন্ন লোকসভা নির্বাচনে নিশীথকে কোচবিহার থেকে প্রার্থী করা হতে পারে, এই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও এবিষয়ে BJP-র তরফে কিছু জানা যায়নি।

জানা গেছে, একদা অভিষেক ঘনিষ্ঠ নিশীথ প্রামাণিকের নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারের অধিকাংশ আসন জেতে তৃণমূল। এরপর, ৭ ডিসেম্বর দল বিরোধী কাজের অভিযোগে নিশীথকে বহিষ্কার করে তৃণমূল। এরপর থেকে নিশীথের BJP যোগ নিয়ে চলছিল জল্পনা।

গতকাল দিল্লিতে BJP-তে যোগ দেন নিশীথ প্রামাণিক। যোগ দেওয়ার পর তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে BJP-তে যোগ দিয়েছি।"

কোচবিহার, ১ মার্চ : BJP-তে গতকাল যোগ দেন কোচবিহারের বহিষ্কৃত তৃণমূল যুব নেতা নিশীথ প্রামাণিক। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়। আসন্ন লোকসভা নির্বাচনে নিশীথকে কোচবিহার থেকে প্রার্থী করা হতে পারে, এই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও এবিষয়ে BJP-র তরফে কিছু জানা যায়নি।

জানা গেছে, একদা অভিষেক ঘনিষ্ঠ নিশীথ প্রামাণিকের নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচনে কোচবিহারের অধিকাংশ আসন জেতে তৃণমূল। এরপর, ৭ ডিসেম্বর দল বিরোধী কাজের অভিযোগে নিশীথকে বহিষ্কার করে তৃণমূল। এরপর থেকে নিশীথের BJP যোগ নিয়ে চলছিল জল্পনা।

গতকাল দিল্লিতে BJP-তে যোগ দেন নিশীথ প্রামাণিক। যোগ দেওয়ার পর তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়ে BJP-তে যোগ দিয়েছি।"

New Delhi (India), Feb 28 (ANI): In the wake of rising rift between India and Pakistan, actor and singer Diljit Dosanjh postponed the launch of his wax statue at Madame Tussauds. It was supposed to be unveiled in Delhi on Thursday. The actor took twitter to announce the news. He tweeted, 'Our soldiers are fighting hard to protect the Nation. We stand by our soldiers. Amidst the tension rising across the Nation, have decided to reschedule the launch of #MadameTussauds wax statue. Will post the new date soon #BringBackAbhinandan.' Dosanjh's statue is the first turbaned figure in the history of Madame Tussauds.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.