ETV Bharat / state

তোলা না দেওয়ায় মহিলাকে মারধর, অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর - FormerTMC councilor of mekhligunj accused of beating a businessman

তোলা না দেওয়ায় মেখলিগঞ্জে এক মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে । তদন্তে শুরু করেছে পুলিশ ৷

দেখুন
author img

By

Published : Nov 19, 2019, 9:40 AM IST

কোচবিহার , 19 নভেম্বর : তোলা না দেওয়ায় মেখলিগঞ্জে এক মহিলা ব্যবসায়ীকে মারধর, দোকানের নগদ টাকা লুটের অভিযোগ উঠল চার ব্যক্তির বিরূদ্ধে ৷ অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন মেখলিগঞ্জের পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মন্টু মণ্ডল, ফিরোজ উল ইসলাম , সঞ্জু সিং , এরাজুল মহম্মদ । চারজনের বিরুদ্ধে মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা ৷

রেখা দাস নামে ওই ব্যবসায়ীর অভিযোগ, কয়েক দিন আগে মন্টু মণ্ডল তাঁর কাছে 50 হাজার টাকা তোলা হিসাবে দাবি করেন ৷ তিনি সেটা দিতে রাজি হননি ৷ এরপর, সোমবার রাতে তিনজনকে নিয়ে তাঁর দোকানে আসেন মন্টু মণ্ডল ৷ তাঁর কাছে 50 হাজার টাকা দাবি করেন ।

রেখা দাস টাকা দিতে না চাইলে ছুরি দেখিয়ে ভয় দেখানো হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ ৷ অভিযুক্তরা রেখা দাসের গলা থেকে সোনার চেন ছিঁড়ে নেয় ও দোকানে ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে চলে যায় বলে অভিযোগ ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷ দোকান খতিয়ে দেখে তারা । এই বিষয়ে অভিযুক্ত মন্টু মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় ৷ ফোন তোলেননি তিনি ৷

কোচবিহার , 19 নভেম্বর : তোলা না দেওয়ায় মেখলিগঞ্জে এক মহিলা ব্যবসায়ীকে মারধর, দোকানের নগদ টাকা লুটের অভিযোগ উঠল চার ব্যক্তির বিরূদ্ধে ৷ অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন মেখলিগঞ্জের পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মন্টু মণ্ডল, ফিরোজ উল ইসলাম , সঞ্জু সিং , এরাজুল মহম্মদ । চারজনের বিরুদ্ধে মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা ৷

রেখা দাস নামে ওই ব্যবসায়ীর অভিযোগ, কয়েক দিন আগে মন্টু মণ্ডল তাঁর কাছে 50 হাজার টাকা তোলা হিসাবে দাবি করেন ৷ তিনি সেটা দিতে রাজি হননি ৷ এরপর, সোমবার রাতে তিনজনকে নিয়ে তাঁর দোকানে আসেন মন্টু মণ্ডল ৷ তাঁর কাছে 50 হাজার টাকা দাবি করেন ।

রেখা দাস টাকা দিতে না চাইলে ছুরি দেখিয়ে ভয় দেখানো হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ ৷ অভিযুক্তরা রেখা দাসের গলা থেকে সোনার চেন ছিঁড়ে নেয় ও দোকানে ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে চলে যায় বলে অভিযোগ ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷ দোকান খতিয়ে দেখে তারা । এই বিষয়ে অভিযুক্ত মন্টু মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় ৷ ফোন তোলেননি তিনি ৷

Intro:মেখলিগঞ্জে তলা দিতে না পারায় ধারালো অস্ত্র দেখিয়ে তলা আদায়ের চেষ্টা,মারধোর ,লুট নগত টাকা,তদন্তে পুলিশ ৷



কোচবিহার :১৮ নভেম্বর :

তলা দিতে না পারায় এক ব্যবসায়ীকে ধারালো ছুরি দেখিয়ে তলা আদায়ের চেষ্টা ,মারধোর ,এবং নগত টাকা লুটের অভিযোগ উঠলো চার ব্যক্তির বিরূদ্ধে ৷ অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন মেখলিগঞ্জের পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মন্টু মন্ডল সহ ফিরোজ উল ইসলাম ,সঞ্জু শিং ,এরাজুল মহম্মদ নামে চার ব্যক্তির বিরূদ্ধে ৷

রেখা দাস নামে এক ব্যবসায়ীর অভিযোগ -কয়েক দিন ধরে মন্টু মন্ডল তার কাছে ৫০ হাজার টাকা তলা হিসাবে দাবী করেন ,তিনি সেটা দিতে রাজি হননি ৷এরপর ,সোমবার রাতে ৮:৩০ নাগাত তার দোকানে তিন ব্যক্তি আসেন ৷ তার কাছে ৫০ হাজার টাকা দাবী করে ,দিতে না চাইলে ধারালো ছুরি দেখিয়ে ভয় দেখানো হয় এবং মারধোর করা হয় বলে অভিযোগ ৷গলায় থাকা সোনার চেন টেনে ছিঁড়ে নেয় ,দোকানে ক্যাশ বক্সে টাকা নিয়ে চলে যায় "৷

ঐ বিষয়ে অভিযুক্ত মন্টু মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন তুলেননি৷


ঘটনায় খবর পেয়ে ছুটে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷ যদিও ,পুলিশ জানায় অভিযোগ পেয়েছি তদন্ত করা হচ্ছে ৷Body:COBConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.