ETV Bharat / state

Forensic Team at Changrabandha: চ্যাংড়াবান্ধায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি পরীক্ষা করল ফরেনসিক টিম - Forensic Team Examined Accident Car

রবিবার চ্যাংড়াবান্ধার ধরলা সেতু পার হওয়ার পর জেনারেটর থেকে গাড়িতে শর্ট সার্কিট হয়ে মৃত্যু হয় 10 পুণ্যার্থীর । মঙ্গলবার সেই গাড়ির পরীক্ষা করল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির দল (Forensic Team Examined Accident Car)।

Forensic Team at Changrabandha
চ্যাংড়াবান্ধায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি পরীক্ষা করল ফরেনসিক টিম
author img

By

Published : Aug 2, 2022, 9:18 PM IST

কোচবিহার, 2 অগস্ট: মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা বাইপাস মোড়ে মঙ্গলবার গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 10 পুন্যার্থীর মৃত্যু । ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পরীক্ষা করল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি দল (Forensic Team Examined Accident Car)। এদিন দুপুরে মেখলিগঞ্জ থানায় গিয়ে ওই দলের সদস্যরা বিদ্যুৎস্পৃষ্ট হওয়া গাড়িটি পরীক্ষা করেন । সঙ্গে ছিলেন মেখলিগঞ্জ থানার সিআই পূরণ রাই ও ওসি রাহুল তালুকদার ।

রবিবার রাতে কোচবিহার জেলার শীতলকুচি থেকে পিক আপ ভ্যানে ডিজে, জেনারেটর-সহ জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলেন একদল পুণ্যার্থী । পথে চ্যাংড়াবান্ধা এলাকায় শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় 10 পুণ্যার্থীর । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । ঘটনার পর সোমবার মেখলিগঞ্জে যান পুলিশের ডিআইজি সি সুধাকর ।

আরও পড়ুন: শিবমন্দিরে যাওয়ার পথে গাড়িতে শর্ট সার্কিট, মৃত 10 পুণ্যার্থী

কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার, মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা, এসডিপিও অরিজিৎ পাল চৌধুরী । ডিআইজি মেখলিগঞ্জ থানায় বৈঠক করেন । এরপরই এদিন ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) দল গাড়িটি পরীক্ষা করেন ।

কোচবিহার, 2 অগস্ট: মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা বাইপাস মোড়ে মঙ্গলবার গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 10 পুন্যার্থীর মৃত্যু । ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পরীক্ষা করল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি দল (Forensic Team Examined Accident Car)। এদিন দুপুরে মেখলিগঞ্জ থানায় গিয়ে ওই দলের সদস্যরা বিদ্যুৎস্পৃষ্ট হওয়া গাড়িটি পরীক্ষা করেন । সঙ্গে ছিলেন মেখলিগঞ্জ থানার সিআই পূরণ রাই ও ওসি রাহুল তালুকদার ।

রবিবার রাতে কোচবিহার জেলার শীতলকুচি থেকে পিক আপ ভ্যানে ডিজে, জেনারেটর-সহ জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলেন একদল পুণ্যার্থী । পথে চ্যাংড়াবান্ধা এলাকায় শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় 10 পুণ্যার্থীর । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । ঘটনার পর সোমবার মেখলিগঞ্জে যান পুলিশের ডিআইজি সি সুধাকর ।

আরও পড়ুন: শিবমন্দিরে যাওয়ার পথে গাড়িতে শর্ট সার্কিট, মৃত 10 পুণ্যার্থী

কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার, মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা, এসডিপিও অরিজিৎ পাল চৌধুরী । ডিআইজি মেখলিগঞ্জ থানায় বৈঠক করেন । এরপরই এদিন ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) দল গাড়িটি পরীক্ষা করেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.