ETV Bharat / state

চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ফের বাণিজ্য শুরু - চালু চ্যাংরাবান্ধা সীমান্ত

১০০ দিন চ্যাংরাবান্ধা সীমান্ত বাণিজ্য বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হল সীমান্ত বাণিজ্য ৷ উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসরশ্রেণি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ ৷

cooch behar
cooch behar
author img

By

Published : Jul 2, 2020, 10:40 PM IST

কোচবিহার, ২ জুলাই : কোরানা পরিস্থিতির জেরে প্রায় ১০০ দিনচ্যাংরাবান্ধা সীমান্ত বাণিজ্য বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হল সীমান্ত বাণিজ্য৷ মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়চ্যাংরাবান্ধা সীমান্তে বৈদেশিক বানিজ্য চালু করার উদ্যোগের কথা জানান ৷ বুধবারবাণিজ্য চালু করার কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু , চ্যাংরাবান্ধার ব্যবসায়ী সংগঠন, ট্রাকওনার্স অ্যাসোসিয়েশন গতকাল বাণিজ্যচালু করেননি ৷ তারা আজ থেকে সীমান্ত বাণিজ্য চালু করেন ৷ আজ কোচবিহার জেলারচ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ ও ভুটান-বাংলাদেশের মধ্যে বৈদেশিকবাণিজ্য চালু করার আগে সকাল এগারোটায় আনুষ্ঠানিকভাবে বাণিজ্য চালুর উদ্বোধন করেনরাজ্যের অনগ্রসরশ্রেণি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ ৷

উদ্বোধন অনুষ্ঠানেউপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গ কোর কমিটির আহ্বায়ক তথা অলিপুরের বিধায়কসৌরভ চক্রবর্তী, মেখলিগঞ্জেরবিধায়ক অর্ঘ্য রায় প্রধান, চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানপরেশচন্দ্র অধিকারী ৷

আজ বাণিজ্যকেন্দ্রচালু হওয়ার পর চ্যাংরাবান্ধা ট্রাকওনার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক আবদুল সামাতজানান "জেলা প্রশাসন, মন্ত্রীরবীন্দ্রনাথ ঘোষ, মন্ত্রীবিনয়কৃষ্ণ বর্মণ সহ মুখ্যমন্ত্রীর দারস্থ হওয়ার পর অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশেরপর চালু হল বাণিজ্য, এর জন্য মুখ্যমন্ত্রীকেঅসংখ্য ধন্যবাদ ৷" ডুয়ার্স ইউনাইটেড ট্রাকওনার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদকউৎপলকুমার রায় জানান "জেলা প্রশাসন, রাজ্যের বিভিন্ন মন্ত্রী, এবং তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গ কোর কমিটিরআহ্বায়ক তথা অলিপুরের বিধায়ক সৌরভ চক্রবর্তীর দারস্থ হয়েছিলাম আমরা, অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু হলবাণিজ্য কেন্দ্র৷"

উল্লেখ্য, গত 10 জুন বাণিজ্য কেন্দ্র চালু হলেও তিন ঘণ্টা বাণিজ্যচালু থাকার পর ফের প্রশাসনের নির্দেশে বন্ধ হয়ে যায়। এতে সমস্যায় পরেন বাণিজ্যেরসঙ্গে যুক্ত মানুষেরা। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারথেকে চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বাণিজ্য চলার কথা ঘোষণা করেন, তবে বাণিজ্য চালু করার বিষয়ে বিভিন্ন নিয়মকানুনের বিষয় রয়েছে এবং সরকারি নিয়ম কানুন ভালো করে বুঝে বৃহস্পতিবার থেকে এইবাণিজ্য চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ফের বাণিজ্য শুরু

কোচবিহার, ২ জুলাই : কোরানা পরিস্থিতির জেরে প্রায় ১০০ দিনচ্যাংরাবান্ধা সীমান্ত বাণিজ্য বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হল সীমান্ত বাণিজ্য৷ মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়চ্যাংরাবান্ধা সীমান্তে বৈদেশিক বানিজ্য চালু করার উদ্যোগের কথা জানান ৷ বুধবারবাণিজ্য চালু করার কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু , চ্যাংরাবান্ধার ব্যবসায়ী সংগঠন, ট্রাকওনার্স অ্যাসোসিয়েশন গতকাল বাণিজ্যচালু করেননি ৷ তারা আজ থেকে সীমান্ত বাণিজ্য চালু করেন ৷ আজ কোচবিহার জেলারচ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ ও ভুটান-বাংলাদেশের মধ্যে বৈদেশিকবাণিজ্য চালু করার আগে সকাল এগারোটায় আনুষ্ঠানিকভাবে বাণিজ্য চালুর উদ্বোধন করেনরাজ্যের অনগ্রসরশ্রেণি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ ৷

উদ্বোধন অনুষ্ঠানেউপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গ কোর কমিটির আহ্বায়ক তথা অলিপুরের বিধায়কসৌরভ চক্রবর্তী, মেখলিগঞ্জেরবিধায়ক অর্ঘ্য রায় প্রধান, চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানপরেশচন্দ্র অধিকারী ৷

আজ বাণিজ্যকেন্দ্রচালু হওয়ার পর চ্যাংরাবান্ধা ট্রাকওনার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক আবদুল সামাতজানান "জেলা প্রশাসন, মন্ত্রীরবীন্দ্রনাথ ঘোষ, মন্ত্রীবিনয়কৃষ্ণ বর্মণ সহ মুখ্যমন্ত্রীর দারস্থ হওয়ার পর অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশেরপর চালু হল বাণিজ্য, এর জন্য মুখ্যমন্ত্রীকেঅসংখ্য ধন্যবাদ ৷" ডুয়ার্স ইউনাইটেড ট্রাকওনার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদকউৎপলকুমার রায় জানান "জেলা প্রশাসন, রাজ্যের বিভিন্ন মন্ত্রী, এবং তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গ কোর কমিটিরআহ্বায়ক তথা অলিপুরের বিধায়ক সৌরভ চক্রবর্তীর দারস্থ হয়েছিলাম আমরা, অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে চালু হলবাণিজ্য কেন্দ্র৷"

উল্লেখ্য, গত 10 জুন বাণিজ্য কেন্দ্র চালু হলেও তিন ঘণ্টা বাণিজ্যচালু থাকার পর ফের প্রশাসনের নির্দেশে বন্ধ হয়ে যায়। এতে সমস্যায় পরেন বাণিজ্যেরসঙ্গে যুক্ত মানুষেরা। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারথেকে চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে বাণিজ্য চলার কথা ঘোষণা করেন, তবে বাণিজ্য চালু করার বিষয়ে বিভিন্ন নিয়মকানুনের বিষয় রয়েছে এবং সরকারি নিয়ম কানুন ভালো করে বুঝে বৃহস্পতিবার থেকে এইবাণিজ্য চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.