ETV Bharat / state

Cough Syrup Recovered: কোচবিহারে উদ্ধার 5 হাজার বোতল কাশির ওষুধ, ধৃত 4

কোচবিহার (Cooch Behar) জেলার ধলুয়াবাড়ি এলাকা থেকে উদ্ধার হল 5 হাজার বোতল কাশির ওষুধ (Cough Syrup Recovered) ৷ ক্রাইম ব্রাঞ্চের (Crime Branch) অভিযানে মিলল সাফল্য ৷

Five Thousand Bottles of Cough Syrup Recovered in Cooch Behar by Crime Branch
Cough Syrup Recovered: কোচবিহারে উদ্ধার 5 হাজার বোতল কাশির ওষুধ, ধৃত 4
author img

By

Published : Sep 4, 2022, 1:53 PM IST

কোচবিহার, 4 সেপ্টেম্বর: বেআইনি ওষুধ উদ্ধারের পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই আবারও প্রচুর পরিমাণে কাশির ওষুধ উদ্ধার (Cough Syrup Recovered) করা হল কোচবিহারে ৷ এই কাশির ওষুধ মূলত নেশার করার জন্য ব্যবহার করেন কিছু মানুষ ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহার (Cooch Behar) জেলার ধলুয়াবাড়ি এলাকায় ৷ সব মিলিয়ে কাশির ওষুধের মোট 5 হাজারটি বোতল উদ্ধার করা হয়েছে ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলেছে এই সাফল্য ৷ বেআইনিভাবে কাশির ওষুধ মজুত এবং পাচারের সম্ভাবনা সংক্রান্ত তথ্য ছিল কোচবিহার জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছ ৷ সেই অনুসারেই শনিবার কোতওয়ালি থানার অন্তর্গত ধলুয়াবাড়ি এলাকায় অভিযান চালান ক্রাইম ব্রাঞ্চের (Crime Branch) আধিকারিকরা ৷ তখনই 5 হাজার বোতল কাশির ওষুধ উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন: পাথরবোঝাই ট্রাকে ওষুধপাচারের চেষ্টা, গ্রেফতার এক বাংলাদেশি-সহ দুই

ঘটনাস্থল থেকে একটি ট্রাকও আটক করা হয়েছে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ট্রাকেই কাশির ওষুধ পাচার করা হত ৷ বাজেয়াপ্ত করা ট্রাকটিতে উত্তরপ্রদেশের নাম্বার প্লেট লাগানো ছিল ৷ সেটি আসল না নকল, তা যাচাই করে দেখছে পুলিশ ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতরা হলেন শেখ আলম (27), আনাস পাশা (19), আসিফ (22) এবং নাজমুল হক (36) ৷ ধৃতদের মধ্যে প্রথম তিনজন উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ আর ধৃত চতুর্থ ব্যক্তির বাড়ি কোচবিহারের সাহেবগঞ্জে ৷ ধৃতদের সকলের বিরুদ্ধেই স্থানীয় কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷

প্রসঙ্গত, শনিবারই কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তে (Changrabandha Border) পাথরবোঝাই একটি ট্রাক থেকে প্রচুর পরিমাণে বেআইনি ওষুধ উদ্ধার করা হয় ৷ সেই ঘটনায় এক বাংলাদেশি-সহ দু'জনকে গ্রেফতার করে বিএসএফ ৷ পরে ধৃতদের স্থানীয় থানার হাতে তুলে দেওয়া হয় ৷ এর আগে গত শুক্রবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে গোপালপুর সেক্টরের বিএসএফ-এর ডিআইজি ব্রিগেডিয়ার আরএস রাওয়াত বলেছিলেন, কোচবিহারের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত ৷

কোচবিহার, 4 সেপ্টেম্বর: বেআইনি ওষুধ উদ্ধারের পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই আবারও প্রচুর পরিমাণে কাশির ওষুধ উদ্ধার (Cough Syrup Recovered) করা হল কোচবিহারে ৷ এই কাশির ওষুধ মূলত নেশার করার জন্য ব্যবহার করেন কিছু মানুষ ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহার (Cooch Behar) জেলার ধলুয়াবাড়ি এলাকায় ৷ সব মিলিয়ে কাশির ওষুধের মোট 5 হাজারটি বোতল উদ্ধার করা হয়েছে ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলেছে এই সাফল্য ৷ বেআইনিভাবে কাশির ওষুধ মজুত এবং পাচারের সম্ভাবনা সংক্রান্ত তথ্য ছিল কোচবিহার জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছ ৷ সেই অনুসারেই শনিবার কোতওয়ালি থানার অন্তর্গত ধলুয়াবাড়ি এলাকায় অভিযান চালান ক্রাইম ব্রাঞ্চের (Crime Branch) আধিকারিকরা ৷ তখনই 5 হাজার বোতল কাশির ওষুধ উদ্ধার করা হয় ৷

আরও পড়ুন: পাথরবোঝাই ট্রাকে ওষুধপাচারের চেষ্টা, গ্রেফতার এক বাংলাদেশি-সহ দুই

ঘটনাস্থল থেকে একটি ট্রাকও আটক করা হয়েছে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ট্রাকেই কাশির ওষুধ পাচার করা হত ৷ বাজেয়াপ্ত করা ট্রাকটিতে উত্তরপ্রদেশের নাম্বার প্লেট লাগানো ছিল ৷ সেটি আসল না নকল, তা যাচাই করে দেখছে পুলিশ ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতরা হলেন শেখ আলম (27), আনাস পাশা (19), আসিফ (22) এবং নাজমুল হক (36) ৷ ধৃতদের মধ্যে প্রথম তিনজন উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ আর ধৃত চতুর্থ ব্যক্তির বাড়ি কোচবিহারের সাহেবগঞ্জে ৷ ধৃতদের সকলের বিরুদ্ধেই স্থানীয় কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷

প্রসঙ্গত, শনিবারই কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তে (Changrabandha Border) পাথরবোঝাই একটি ট্রাক থেকে প্রচুর পরিমাণে বেআইনি ওষুধ উদ্ধার করা হয় ৷ সেই ঘটনায় এক বাংলাদেশি-সহ দু'জনকে গ্রেফতার করে বিএসএফ ৷ পরে ধৃতদের স্থানীয় থানার হাতে তুলে দেওয়া হয় ৷ এর আগে গত শুক্রবার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে গোপালপুর সেক্টরের বিএসএফ-এর ডিআইজি ব্রিগেডিয়ার আরএস রাওয়াত বলেছিলেন, কোচবিহারের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.