দিনহাটা, 20 জুলাই: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটার গিতালদহ এলাকা ৷ চলে গুলিও । জখম হলেন সায়েদ হোসেন নামে এক তৃণমূল কর্মী । সোমবার রাতে ঘটনাটি ঘটে গিতালদহ -1 গ্রাম পঞ্চায়েতের নিউ গিতালদহ স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনায় সাহেদ হোসেন নামে এক তৃণমূল কর্মী জখম হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর পায়ে গুলি লেগেছে ।
জখম তৃণমুল কর্মী সাহেদ হোসেন বলেন, "প্রধানের অনুগামীরা গুলি চালিয়েছে।" অভিযোগ অস্বীকার করেছেন, গিতালদহ-1 গ্রাম পঞ্চায়েত প্রধান আবু আল আজাদ। তাঁর পাল্টা অভিযোগ, বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার অনুগামী তৃণমূল নেতা তথা কোচবিহার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ নূর আলম হুসেনের মদতেই গত কয়েকদিন ধরে অশান্তির ঘটনা ঘটেছে । এরপর এদিন তাঁর অনুগামীরা নিজেরাই নিজের পায়ে গুলি চালিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।
আরও পড়ুন: উদয়নের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ মিহিরের
দিনহাটা-1 ব্লকে তৃণমূলের গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের । মূলত বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার অনুগামীদের সঙ্গে ব্লক সভাপতি প্রসন্নদেব শর্মার অনুগামীদের ৷ এই বিরোধের জেরে ইতিমধ্যেই গিতালদহ -2 গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আনা হয়েছে । পাশাপাশি গিতালদহ -1 গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আনার তোড়জোড় শুরু হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গিতালদহ-1 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে । এরপর সোমবার রাতে নিউ গিতালদহ স্টেশনে দু'পক্ষের মধ্যে বচসা বেধে যায় । এলাকার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বলেন, "গিতালদহ-1 গ্রাম পঞ্চায়েতে প্রধান আবু আল আজাদের অনুগামীরা আমাদের লোকজনকে গুলি চালিয়েছে ।" যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন গিতালদহ-1 গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু আল আজাদ।