ETV Bharat / state

Nisith Pramanik: ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য নিশীথ প্রামাণিকের - নিশীথ প্রামাণিক

ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) ক্ষতিগ্রস্ত কর্মীকে আর্থিক সাহায্য বিজেপির (Financial assistance from BJP) ৷ সেই টাকা তুলে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ৷

Financial assistance to BJP worker by Nisith Pramanik
Financial assistance to BJP worker by Nisith Pramanik
author img

By

Published : Oct 16, 2022, 11:10 PM IST

কোচবিহার, 16 অক্টোবর: বিধানসভা ভোট পরবর্তী হিংসা, বিভিন্ন সময় বাড়িঘর ভাঙচুর ও অত্যাচারিত হওয়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) । কোচবিহারের বিধায়ক সুকুমার রায়, শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বরেনচন্দ্র বর্মন-সহ জেলা বিজেপির নেতৃত্বকে সঙ্গে নিয়ে এ দিন মন্ত্রী মাথাভাঙ্গার হাজরাহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছে যান । সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি ।

এরপর শীতলকুচি বিধানসভার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রামে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) পর বাড়ি ছাড়া বিজেপি কর্মী বিপিন বর্মনের বাড়িতে যান নিশীথ প্রামাণিক । বিজেপি কর্মীর অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন তাঁর বাড়ি ভাঙচুর ও তাঁকে মারধর করা হয় । এই অবস্থাতেই বর্তমানে দীর্ঘ এক বছর ধরে তিনি বাড়ি ছাড়া রয়েছেন ।

এদিন বিপিন বর্মনের হাতে আর্থিক সহযোগিতাও তুলে দেন মন্ত্রী (Financial assistance) । বিপিনের ছেলে বরুণ বর্মন বলেন, "বাবা ভিন রাজ্যে কাজ করে । ভোট পরবর্তী হিংসায় মার খাবার পর বেশ কিছুদিন হাসপাতলে ছিলেন তিনি । বাড়িতে লুঠপাঠ করা হয়েছিল ৷ ওই অবস্থাতেই বাড়ি রয়েছে বর্তমানে । বাড়ি ফিরতে চাই আমরা ।"

ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তকে আর্থিক সাহায্য নিশীথ প্রামাণিকের

আরও পড়ুন: 'দলের নয়, এটা পরেশের বিজয়া সম্মিলনী', প্রাক্তন মন্ত্রীকে কটাক্ষ তৃণমূলের যুব নেতার

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, "গত বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের সন্ত্রাসে এই বিজেপি কর্মীরা বাড়ি ছাড়া । বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে । এদিন কিছু আর্থিক সাহায্য করা হল তাঁদের ।"

কোচবিহার, 16 অক্টোবর: বিধানসভা ভোট পরবর্তী হিংসা, বিভিন্ন সময় বাড়িঘর ভাঙচুর ও অত্যাচারিত হওয়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) । কোচবিহারের বিধায়ক সুকুমার রায়, শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বরেনচন্দ্র বর্মন-সহ জেলা বিজেপির নেতৃত্বকে সঙ্গে নিয়ে এ দিন মন্ত্রী মাথাভাঙ্গার হাজরাহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছে যান । সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি ।

এরপর শীতলকুচি বিধানসভার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রামে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) পর বাড়ি ছাড়া বিজেপি কর্মী বিপিন বর্মনের বাড়িতে যান নিশীথ প্রামাণিক । বিজেপি কর্মীর অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন তাঁর বাড়ি ভাঙচুর ও তাঁকে মারধর করা হয় । এই অবস্থাতেই বর্তমানে দীর্ঘ এক বছর ধরে তিনি বাড়ি ছাড়া রয়েছেন ।

এদিন বিপিন বর্মনের হাতে আর্থিক সহযোগিতাও তুলে দেন মন্ত্রী (Financial assistance) । বিপিনের ছেলে বরুণ বর্মন বলেন, "বাবা ভিন রাজ্যে কাজ করে । ভোট পরবর্তী হিংসায় মার খাবার পর বেশ কিছুদিন হাসপাতলে ছিলেন তিনি । বাড়িতে লুঠপাঠ করা হয়েছিল ৷ ওই অবস্থাতেই বাড়ি রয়েছে বর্তমানে । বাড়ি ফিরতে চাই আমরা ।"

ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তকে আর্থিক সাহায্য নিশীথ প্রামাণিকের

আরও পড়ুন: 'দলের নয়, এটা পরেশের বিজয়া সম্মিলনী', প্রাক্তন মন্ত্রীকে কটাক্ষ তৃণমূলের যুব নেতার

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, "গত বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের সন্ত্রাসে এই বিজেপি কর্মীরা বাড়ি ছাড়া । বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে । এদিন কিছু আর্থিক সাহায্য করা হল তাঁদের ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.