ETV Bharat / state

Family Clash At Mathabhanga: মাথাভাঙায় জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষ, আহত 7 - family clash for demanding cultivation land at Mathabhanga

জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মাথাভাঙা এলাকা (Family Clash At Mathabhanga) । ঘটনায় আহত হন উভয়পক্ষের ৭ জন ৷ উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ৷

Family Clash At Mathabhanga
জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারে সংঘর্ষ, আহত 7
author img

By

Published : Mar 19, 2022, 4:06 PM IST

Updated : Mar 19, 2022, 4:29 PM IST

মাথাভাঙা, 19 মার্চ: জমি নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মাথাভাঙা এলাকা (Family Clash At Mathabhanga) । ঘটনায় আহত হন উভয়পক্ষের ৭ জন ৷ গুরুতর জখম অবস্থায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন । অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।

মাথাভাঙা-1 ব্লকের দড়িবস এলাকায় ঘটনাটি ঘটেছে । জানা গিয়েছে, জমি নিয়ে দীর্ঘদিন আহম্মদ হোসেন ও পঞ্চায়েত মিঁয়ার পরিবারের মধ্যে বিবাদ চলছে ৷ সেই বিবাদের জেরে এদিন এক পক্ষ জমিতে চাষ করতে গেলে লাঠি এবং অস্ত্র নিয়ে মাথাভাঙা-শিলিগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কের উপর মারামারি শুরু হয় দু'পক্ষের । এই ঘটনায় মহিলা-পুরুষ উভয়েই আহত হন । অভিযোগ, আহম্মদ হোসেন ও তাঁর পরিবার লাঠি, বল্লম নিয়ে জমি দখল করতে গেলে বাধা দেওয়া হয় । পাল্টা পঞ্চায়েত মিঁয়ার পরিবারের উপর চড়াও হয় অপরপক্ষের লোকজন । তাঁদের জমির সমস্ত নথি থাকা সত্বেও জোর করে জমিতে চাষ করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পঞ্চায়েত মিঁয়ার। মারধরের ফলে তাঁদের ৭ জন আহত হন । মিজানুর রহমান ও আতিয়ার রহমান বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারে সংঘর্ষ, আহত 7

আরও পড়ুন: মাথাভাঙায় বোর্ড গঠনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

এই ঘটনায় পঞ্চায়েত মিঁয়ারা মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ জানান । অপরদিকে আহম্মদ হোসেনের অভিযোগ, তাঁদের জমি দখল করে আছে পঞ্চায়েত মিঁয়ার পরিবার । তাঁদের জমির অংশে চাষ করতে গেলে পঞ্চায়েত মিঁয়ার পরিবার পিছন থেকে তাঁর মাথায় আঘাত করে । এই ঘটনায় আহম্মদ আহত অবস্থায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । তাঁদের পক্ষ থেকেও মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

মাথাভাঙা, 19 মার্চ: জমি নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের মাথাভাঙা এলাকা (Family Clash At Mathabhanga) । ঘটনায় আহত হন উভয়পক্ষের ৭ জন ৷ গুরুতর জখম অবস্থায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন । অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।

মাথাভাঙা-1 ব্লকের দড়িবস এলাকায় ঘটনাটি ঘটেছে । জানা গিয়েছে, জমি নিয়ে দীর্ঘদিন আহম্মদ হোসেন ও পঞ্চায়েত মিঁয়ার পরিবারের মধ্যে বিবাদ চলছে ৷ সেই বিবাদের জেরে এদিন এক পক্ষ জমিতে চাষ করতে গেলে লাঠি এবং অস্ত্র নিয়ে মাথাভাঙা-শিলিগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কের উপর মারামারি শুরু হয় দু'পক্ষের । এই ঘটনায় মহিলা-পুরুষ উভয়েই আহত হন । অভিযোগ, আহম্মদ হোসেন ও তাঁর পরিবার লাঠি, বল্লম নিয়ে জমি দখল করতে গেলে বাধা দেওয়া হয় । পাল্টা পঞ্চায়েত মিঁয়ার পরিবারের উপর চড়াও হয় অপরপক্ষের লোকজন । তাঁদের জমির সমস্ত নথি থাকা সত্বেও জোর করে জমিতে চাষ করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পঞ্চায়েত মিঁয়ার। মারধরের ফলে তাঁদের ৭ জন আহত হন । মিজানুর রহমান ও আতিয়ার রহমান বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারে সংঘর্ষ, আহত 7

আরও পড়ুন: মাথাভাঙায় বোর্ড গঠনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

এই ঘটনায় পঞ্চায়েত মিঁয়ারা মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ জানান । অপরদিকে আহম্মদ হোসেনের অভিযোগ, তাঁদের জমি দখল করে আছে পঞ্চায়েত মিঁয়ার পরিবার । তাঁদের জমির অংশে চাষ করতে গেলে পঞ্চায়েত মিঁয়ার পরিবার পিছন থেকে তাঁর মাথায় আঘাত করে । এই ঘটনায় আহম্মদ আহত অবস্থায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । তাঁদের পক্ষ থেকেও মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

Last Updated : Mar 19, 2022, 4:29 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.