ETV Bharat / state

সোশ্যাল মিডিয়ায় সেলাই করা হাতের ছবি দিয়ে বিজেপিকে হুঁশিয়ারি উদয়নের - রাজ্যপাল

সোশ্যাল মিডিয়ায় সেলাই করা হাতের ছবি পোস্ট করে হুমকি দেওয়ার অভিযোগ দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে ৷ যে পোস্টকে ঘিরে চাঞ্চল্য কোচবিহারের রাজনীতিতে ৷

ex mla of dinhata Udayan Guha warns BJP with pictures of broken hands on social media in coochbehar
সোশ্যাল মিডিয়ায় সেলাই করা হাতের ছবি দিয়ে বিজেপিকে হুঁশিয়ারি উদয়ন গুহ’র
author img

By

Published : May 30, 2021, 6:16 PM IST

কোচবিহার, 30 মে : প্লাস্টার কাটার পর ভাঙা হাতের সেলাইয়ের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় কার্যত হুমকি দেওয়ার অভিযোগ দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে ৷ আর সেই পোস্টে খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম উল্লেখ করেছেন তিনি ৷ যে পোস্টে উদয়ন গুহ লিখেছেন, যতদিন না তাঁর হাতের দাগ মিলিয়ে যাচ্ছে, ততদিন জগদীপবাবুকে দিনহাটায় যেতে হবে বিজেপি কর্মীদের সান্ত্বনা দিতে ৷ তাঁর এই পোস্টের পরেই প্রশ্ন উঠছে, তবে কি সুস্থ হয়ে জেলায় ফেরার পর ফের বিজেপি কর্মীদের উপর হামলা হতে পারে ! যে প্রশ্নের উত্তরে উদয়ন গুহর জবাব, যা লেখার তিনি লিখে দিয়েছেন, এবার বাকিটা বুঝে নিতে হবে ৷

বিধানসভা নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত হয়েছিল কোচবিহারের দিনহাটা কেন্দ্র ৷ রোজই কোথাও না কোথাও তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা লেগেই থাকত ৷ দিনহাটায় মাত্র 57 ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ৷ রাজ্যে ফের তৃণমূল ক্ষমতায় আসায় বিজেপির কর্মী ও সমর্থকদের উপর একের পর এক হামলার অভিযোগ ওঠে ৷ কিন্তু ভোটের ফল বেরনোর কয়েকদিন পর দিনহাটা শহরে উদয়ন গুহের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । সেই ঘটনায় হাত ভেঙে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি ৷ তাঁর দুই দেহরক্ষীও আহত হয়েছিলেন ৷

ex mla of dinhata Udayan Guha warns BJP with pictures of broken hands on social media in coochbehar
সোশ্যাল মিডিয়ায় সেলাই করা হাতের ছবি দিয়ে বিজেপিকে হুঁশিয়ারি উদয়ন গুহ’র

আরও পড়ুন : আহত উদয়নকে হাসপাতালে দেখতে এলেন রবি-পার্থ

এবার হাসপাতাল থেকে ছাডা় পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দিনহাটার প্রাক্তন বিধায়ক ৷ তারই মাঝে উদয়ন গুহর এই পোস্ট কার্যত সাড়া ফেলে দিয়েছে জেলার রাজনীতিতে ৷ কারণ ইতিমধ্যে কোচবিহারের শতাধিক বিজেপি কর্মী পরিবার নিয়ে পাশের রাজ্য অসমে ঠাঁই নিয়েছে ৷ তাঁদের ফেরাতে ইতিমধ্যে মানবাধিকার কমিশনের চিঠি পৌঁছেছে রাজ্যের কাছে ৷ এমনকি শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফেও জেলার পুলিশ সুপারের কাছে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

কোচবিহার, 30 মে : প্লাস্টার কাটার পর ভাঙা হাতের সেলাইয়ের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় কার্যত হুমকি দেওয়ার অভিযোগ দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে ৷ আর সেই পোস্টে খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম উল্লেখ করেছেন তিনি ৷ যে পোস্টে উদয়ন গুহ লিখেছেন, যতদিন না তাঁর হাতের দাগ মিলিয়ে যাচ্ছে, ততদিন জগদীপবাবুকে দিনহাটায় যেতে হবে বিজেপি কর্মীদের সান্ত্বনা দিতে ৷ তাঁর এই পোস্টের পরেই প্রশ্ন উঠছে, তবে কি সুস্থ হয়ে জেলায় ফেরার পর ফের বিজেপি কর্মীদের উপর হামলা হতে পারে ! যে প্রশ্নের উত্তরে উদয়ন গুহর জবাব, যা লেখার তিনি লিখে দিয়েছেন, এবার বাকিটা বুঝে নিতে হবে ৷

বিধানসভা নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত হয়েছিল কোচবিহারের দিনহাটা কেন্দ্র ৷ রোজই কোথাও না কোথাও তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা লেগেই থাকত ৷ দিনহাটায় মাত্র 57 ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ৷ রাজ্যে ফের তৃণমূল ক্ষমতায় আসায় বিজেপির কর্মী ও সমর্থকদের উপর একের পর এক হামলার অভিযোগ ওঠে ৷ কিন্তু ভোটের ফল বেরনোর কয়েকদিন পর দিনহাটা শহরে উদয়ন গুহের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । সেই ঘটনায় হাত ভেঙে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি ৷ তাঁর দুই দেহরক্ষীও আহত হয়েছিলেন ৷

ex mla of dinhata Udayan Guha warns BJP with pictures of broken hands on social media in coochbehar
সোশ্যাল মিডিয়ায় সেলাই করা হাতের ছবি দিয়ে বিজেপিকে হুঁশিয়ারি উদয়ন গুহ’র

আরও পড়ুন : আহত উদয়নকে হাসপাতালে দেখতে এলেন রবি-পার্থ

এবার হাসপাতাল থেকে ছাডা় পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দিনহাটার প্রাক্তন বিধায়ক ৷ তারই মাঝে উদয়ন গুহর এই পোস্ট কার্যত সাড়া ফেলে দিয়েছে জেলার রাজনীতিতে ৷ কারণ ইতিমধ্যে কোচবিহারের শতাধিক বিজেপি কর্মী পরিবার নিয়ে পাশের রাজ্য অসমে ঠাঁই নিয়েছে ৷ তাঁদের ফেরাতে ইতিমধ্যে মানবাধিকার কমিশনের চিঠি পৌঁছেছে রাজ্যের কাছে ৷ এমনকি শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফেও জেলার পুলিশ সুপারের কাছে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.