কোচবিহার, 6 মার্চ : রাত পোহালেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । অথচ অ্যাডমিট কার্ড না পাওয়ায় পরীক্ষা দেওয়া হচ্ছে না গিতালদহ উচ্চ বিদ্যালয়ের রুজিনা খাতুনের । পরীক্ষার কয়েক ঘণ্টা আগে এই ঘটনা সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটার গিতালদহে (Ruzina Khatun did not get the Admit Card) ।
পরীক্ষা দিতে পারবে না জানতে পেরেই কান্নায় ভেঙে পড়ে রুজিনা । ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির ফলে ওই ছাত্রী অ্যাডমিট কার্ড পায়নি । জানা গিয়েছে, নির্দিষ্ট সময়েই মাধ্যমিকের ফর্ম ফিলআপ করে নির্দিষ্ট ফি জমা দেয় রুজিনা । কিন্তু স্কুলের অন্যান্য পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড এলেও তার অ্যাডমিট কার্ড আসেনি । বিষয়টি জানাজানি হতেই স্কুলের তরফে মধ্যশিক্ষা পর্ষদে যোগাযোগ করা হয় । সেখান থেকে জানিয়ে দেওয়া হয়, ওই ছাত্রী ফর্মে সই করেনি । ফলে অ্যাডমিট পাঠানো সম্ভব নয় (Madhyamik Examination 2022 Admit Card Issue) ।
অন্য়দিকে ওই ছাত্রীর দাবি, টাকা জমা দেওয়ার পর ক্লার্ক তাকে সই করতে বলেননি । ফলে শুধু টাকার রশিদ নিয়েই বাড়ি চলে আসে সে । সেদিনের পর থেকেই আর স্কুলের তরফে তার সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি ।