ETV Bharat / state

Nishiganj Fire Death : সাতসকালে আগুন নিশিগঞ্জে, মৃত 2 বৃদ্ধা - আগুনে পুড়ে মৃত বৃদ্ধা

শনিবার ভোররাতে আগুন লাগল নিশিগঞ্জের ঘনবসতিপূর্ণ এলাকায় । তাতে পুড়ে মারা গেলেন দুই বৃদ্ধা, একজন শতায়ু (Nishiganj Fire Death) ।

Cooch Behar News
সাতসকালে আগুন নিশিগঞ্জে
author img

By

Published : Jan 29, 2022, 12:24 PM IST

Updated : Jan 29, 2022, 12:48 PM IST

কোচবিহার, 29 জানুয়ারি : ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দুই বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে কোচবিহারের নিশিগঞ্জে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন মীরা দে (70), সাধনা বোস (100) ।

দুই বৃদ্ধা নিশিগঞ্জ বাজার সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকার একটি বাড়িতে থাকতেন । শনিবার ভোররাতে আগুন লাগে । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে । প্রথমে স্থানীয়রাই আগুন নেভাতে এগিয়ে আসেন । পরে খবর পেয়ে নিশিগঞ্জ দমকলকেন্দ্রের দু‘টি ইঞ্জিন এবং মাথাভাঙা থেকে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় (Elederly women death due to fire in Nishiganj cooch behar) ।

আরও পড়ুন : Fire Breaks out : মধ্যমগ্রামে রংয়ের কারখানায় বিধ্বংসী আগুন, আহত 1

কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । কীভাবে আগুন লাগল, তা এখনও সঠিক জানা যায়নি । মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ । এর আগেও নিশিগঞ্জ বাজার ও তার আশপাশে এলাকায় একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে ।

কোচবিহার, 29 জানুয়ারি : ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন দুই বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে কোচবিহারের নিশিগঞ্জে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন মীরা দে (70), সাধনা বোস (100) ।

দুই বৃদ্ধা নিশিগঞ্জ বাজার সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকার একটি বাড়িতে থাকতেন । শনিবার ভোররাতে আগুন লাগে । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে । প্রথমে স্থানীয়রাই আগুন নেভাতে এগিয়ে আসেন । পরে খবর পেয়ে নিশিগঞ্জ দমকলকেন্দ্রের দু‘টি ইঞ্জিন এবং মাথাভাঙা থেকে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় (Elederly women death due to fire in Nishiganj cooch behar) ।

আরও পড়ুন : Fire Breaks out : মধ্যমগ্রামে রংয়ের কারখানায় বিধ্বংসী আগুন, আহত 1

কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । কীভাবে আগুন লাগল, তা এখনও সঠিক জানা যায়নি । মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ । এর আগেও নিশিগঞ্জ বাজার ও তার আশপাশে এলাকায় একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে ।

Last Updated : Jan 29, 2022, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.