কোচবিহার, 22 অগাস্ট : কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল-BJP সংঘর্ষে জখম দু'দলের 8 জন । অপু সিংহ নামে ওই BJP কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে ।
গতকাল এলাকায় BJP পার্টি অফিস ভাঙচুরকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে ঝামেলা বাধে । দুপুর গড়ালে তা সংঘর্ষের আকার নেয় । এর পর মাথাভাঙার শিকারপুর এলাকায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ বাহিনী । BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের পার্টি অফিস ভেঙে দেয় । পরে কর্মীরা তা মেরামত করতে গেলে তাদের উপর হামলা চালায় তৃণমূল । অভিযোগ অস্বীকার করেছে তারা ।
এই বিষয়ে BJP-র কোচবিহার জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ বলেন, "দুপুরবেলা মাথাভাঙার শিকারপুরের দলীয় কার্যালয় ভেঙে দেয় তৃণমূল কর্মীরা ৷ সেই কার্যালয় মেরামত করতে স্থানীয় BJP-র মণ্ডল সভাপতি বিজয় বর্মণ-সহ কয়েকজন সেখানে যান । তখন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর আক্রমণ চালায় । এতে মণ্ডল সভাপতি-সহ বেশ কয়েকজন জখম হন ।
অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তাদের পালটা অভিযোগ, BJP কর্মী-সমর্থকরাই হামলা চালিয়েছে তাদের উপর । এবিষয়ে মাথাভাঙা 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস যুব-র সভাপতি কামাল হোসেন বলেন, "তৃণমূল কর্মীরা BJP-র কোনও কার্যালয় ভাঙচুর করেনি । এমন কোনও বিষয়ে যুক্ত নয় তারা । শিকারপুর বাজারে তৃণমূল সমর্থকদের উপরই হামলা করেছে । আমাদের বেশ কয়েকজন কর্মী এতে জখম হয়েছেন ।"