ETV Bharat / state

BJP-র কার্যালয় ভাঙচুর, তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জখম 8 - BJP-র কার্যালয় ভাঙচুর

BJP পার্টি অফিস ভাঙচুরকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ । কোচবিহারের মাথাভাঙায় জখম 8 ।

অপু সিংহ
author img

By

Published : Aug 22, 2019, 12:15 PM IST

কোচবিহার, 22 অগাস্ট : কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল-BJP সংঘর্ষে জখম দু'দলের 8 জন । অপু সিংহ নামে ওই BJP কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে ।

গতকাল এলাকায় BJP পার্টি অফিস ভাঙচুরকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে ঝামেলা বাধে । দুপুর গড়ালে তা সংঘর্ষের আকার নেয় । এর পর মাথাভাঙার শিকারপুর এলাকায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ বাহিনী । BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের পার্টি অফিস ভেঙে দেয় । পরে কর্মীরা তা মেরামত করতে গেলে তাদের উপর হামলা চালায় তৃণমূল । অভিযোগ অস্বীকার করেছে তারা ।

এই বিষয়ে BJP-র কোচবিহার জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ বলেন, "দুপুরবেলা মাথাভাঙার শিকারপুরের দলীয় কার্যালয় ভেঙে দেয় তৃণমূল কর্মীরা ৷ সেই কার্যালয় মেরামত করতে স্থানীয় BJP-র মণ্ডল সভাপতি বিজয় বর্মণ-সহ কয়েকজন সেখানে যান । তখন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর আক্রমণ চালায় । এতে মণ্ডল সভাপতি-সহ বেশ কয়েকজন জখম হন ।

clash
BJP-র কার্যালয় ভাঙচুরের পর

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তাদের পালটা অভিযোগ, BJP কর্মী-সমর্থকরাই হামলা চালিয়েছে তাদের উপর । এবিষয়ে মাথাভাঙা 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস যুব-র সভাপতি কামাল হোসেন বলেন, "তৃণমূল কর্মীরা BJP-র কোনও কার্যালয় ভাঙচুর করেনি । এমন কোনও বিষয়ে যুক্ত নয় তারা । শিকারপুর বাজারে তৃণমূল সমর্থকদের উপরই হামলা করেছে । আমাদের বেশ কয়েকজন কর্মী এতে জখম হয়েছেন ।"

কোচবিহার, 22 অগাস্ট : কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল-BJP সংঘর্ষে জখম দু'দলের 8 জন । অপু সিংহ নামে ওই BJP কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে ।

গতকাল এলাকায় BJP পার্টি অফিস ভাঙচুরকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে ঝামেলা বাধে । দুপুর গড়ালে তা সংঘর্ষের আকার নেয় । এর পর মাথাভাঙার শিকারপুর এলাকায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ বাহিনী । BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের পার্টি অফিস ভেঙে দেয় । পরে কর্মীরা তা মেরামত করতে গেলে তাদের উপর হামলা চালায় তৃণমূল । অভিযোগ অস্বীকার করেছে তারা ।

এই বিষয়ে BJP-র কোচবিহার জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ বলেন, "দুপুরবেলা মাথাভাঙার শিকারপুরের দলীয় কার্যালয় ভেঙে দেয় তৃণমূল কর্মীরা ৷ সেই কার্যালয় মেরামত করতে স্থানীয় BJP-র মণ্ডল সভাপতি বিজয় বর্মণ-সহ কয়েকজন সেখানে যান । তখন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর আক্রমণ চালায় । এতে মণ্ডল সভাপতি-সহ বেশ কয়েকজন জখম হন ।

clash
BJP-র কার্যালয় ভাঙচুরের পর

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তাদের পালটা অভিযোগ, BJP কর্মী-সমর্থকরাই হামলা চালিয়েছে তাদের উপর । এবিষয়ে মাথাভাঙা 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস যুব-র সভাপতি কামাল হোসেন বলেন, "তৃণমূল কর্মীরা BJP-র কোনও কার্যালয় ভাঙচুর করেনি । এমন কোনও বিষয়ে যুক্ত নয় তারা । শিকারপুর বাজারে তৃণমূল সমর্থকদের উপরই হামলা করেছে । আমাদের বেশ কয়েকজন কর্মী এতে জখম হয়েছেন ।"

Intro:কোচবিহারের শিকারপুরে বিজেপির দলীয় কার্যালয় ভাংচুরের পরই তৃনমূল বিজেপি সংঘর্ষ ,উভয়পক্ষে আহত ৮ ৷

কোচবিহার :২১ আগষ্ট :

কোচবিহারের মাথাভাঙ্গার শিকারপুরে বুধবার দুপুরে বিজেপি কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ উঠে তৃনমূলের বিরুদ্ধে ৷ বিজেপির দলীয় কার্যালয় ভাংচুরকে কেন্দ্র এদিন দুপুর থেকেই চরম উত্তেজনা ছড়ায় মাথাভাঙার শিকারপুর এলাকায়। যদিও বিজেপির দলীয় কার্য্যালয় ভাংচুরের পর দুপুর থেকেই শিকারপুর এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ৷বিকেলের পর সন্ধ্যায় শিকারপুর এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে বাধে ৷ দুই পক্ষের সংঘর্ষে উভয় দলেরই মোট ৮ জন জখম হন । তৃনমূল সূত্রে খবর তাঁদের দুইজন কর্মী জখম হন ৷ বিজেপি সূত্রে জানা যায় তাঁদের ৬ জন কর্মী আহত হয় ৷ আহতের মধ্যে সপু সিংহ নামে এক বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কা জনক থাকায় তাকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ।

ঘটনায় তৃনমূল এবং বিজেপি পরস্পরের দিকে অভিযোগ তোলেন ৷

এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সাধারন সম্পাদক অভিজিৎ বর্মণ জানান, "তাঁদের দুপুরবেলা মাথাভাঙ্গার শিকারপূরের দলীয় কার্যালয় ভেঙে দেয় তৃনমূল কর্মীরা ৷ সেই ভগ্ন দলীয় কার্যালয় মেরামত করতে স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি বিজয় বর্মণ সহ কয়েকজন সেখানে গিয়েছিল। তখন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা ধারালো অস্ত্র নিয়ে তাদের কর্মীদের ওপর আক্রমণ চালায়। এতে মণ্ডল সভাপতি সহ বেশ কয়েকজন আহত হয়েছেন ।

ঘটনায় তৃনমূলের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হয় ৷ মাথাভাঙ্গা-১ ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কামাল হোসেন জানান "তৃণমূল কর্মীরা বিজেপির কোন কার্যালয় ভাঙচুর করেনি,যুক্ত নয় তারা ৷শিকারপুর বাজারে তৃণমূল সমর্থকদের উপরই হামলা করে বিজেপির সমর্থকরা।তাঁদের বেশ কয়েকজন তৃনমূল কর্মী জখম হয়েছেন "৷Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.