ETV Bharat / state

লকডাউন অমান্য করে বাসন্তী পুজোর মেলা, বন্ধ করল পুলিশ

লকডাউন অমান্য করেই ধুমধাম করে তুফানগঞ্জে পালিত হচ্ছিল বাসন্তী পুজো । বসেছিল মেলা । পুলিশ গিয়ে তা বন্ধ করে দেয় ।

Basanti Puja
বাসন্তী পুজো
author img

By

Published : Apr 1, 2020, 1:52 PM IST

কোচবিহার, 1 এপ্রিল : লকডাউন অমান্য করেই তুফানগঞ্জে চলছিল বাসন্তী পুজো । বসে অষ্টমী স্নানের মেলাও । খবর পেয়ে তড়িঘড়ি মেলা বন্ধ করল পুলিশ । কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও ভেবে দেখছে তারা ।

রয়েছে সরকারি নিষেধাজ্ঞা । কোরোনার জেরে আপাতত যেকোনও ধর্মীয় অনুষ্ঠান, জমায়েত করা যাবে না প্রশাসনের তরফে জানানো হয়েছে । 20 জনের বেশি জমায়েত করা যাচ্ছে না । যার ফলে অনেক জায়গাতেই কোনওমতে বাসন্তী পুজোর নিয়ম সারতে দেখা গেছে । গতকালই উত্তর দিনাজপুরের একটি মন্দিরে একা বসে পুজো করতে দেখা গেছে পুরোহিতকে । বাইরে গেট বন্ধ । যাতে কোনওভাবেই কেউ ভিতরে প্রবেশ করতে না পারে । কিন্তু ঠিক উলটো চিত্র দেখা গেল কোচবিহারে । অষ্টমী তিথির জন্য একসঙ্গে স্নান করতে নামলেন অনেকেই । নিয়ম তো দূরের কথা, মানা হয়নি সরকারি নির্দেশিকাও । পুজো উদ্যোক্তারা সামাজিক দূরত্ব মেনে চলা হয়েছে বললেও একসঙ্গে অনেককে স্নান করতে দেখা গেছে । বসেছিল অষ্টমী মেলাও ।

বিষয়টি জানতে পেরে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের BDO শুভজিৎ দাশগুপ্ত, জয়েন্ট BDO অরুণকুমার বর্মা সহ তুফানগঞ্জ থানার পুলিশ এলাকায় যান । সেখানে পুণ্যার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে । বন্ধ করে দেওয়া হয় স্নান । এবিষয়ে পুজো উদ্যোক্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে ।

কোচবিহার, 1 এপ্রিল : লকডাউন অমান্য করেই তুফানগঞ্জে চলছিল বাসন্তী পুজো । বসে অষ্টমী স্নানের মেলাও । খবর পেয়ে তড়িঘড়ি মেলা বন্ধ করল পুলিশ । কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও ভেবে দেখছে তারা ।

রয়েছে সরকারি নিষেধাজ্ঞা । কোরোনার জেরে আপাতত যেকোনও ধর্মীয় অনুষ্ঠান, জমায়েত করা যাবে না প্রশাসনের তরফে জানানো হয়েছে । 20 জনের বেশি জমায়েত করা যাচ্ছে না । যার ফলে অনেক জায়গাতেই কোনওমতে বাসন্তী পুজোর নিয়ম সারতে দেখা গেছে । গতকালই উত্তর দিনাজপুরের একটি মন্দিরে একা বসে পুজো করতে দেখা গেছে পুরোহিতকে । বাইরে গেট বন্ধ । যাতে কোনওভাবেই কেউ ভিতরে প্রবেশ করতে না পারে । কিন্তু ঠিক উলটো চিত্র দেখা গেল কোচবিহারে । অষ্টমী তিথির জন্য একসঙ্গে স্নান করতে নামলেন অনেকেই । নিয়ম তো দূরের কথা, মানা হয়নি সরকারি নির্দেশিকাও । পুজো উদ্যোক্তারা সামাজিক দূরত্ব মেনে চলা হয়েছে বললেও একসঙ্গে অনেককে স্নান করতে দেখা গেছে । বসেছিল অষ্টমী মেলাও ।

বিষয়টি জানতে পেরে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের BDO শুভজিৎ দাশগুপ্ত, জয়েন্ট BDO অরুণকুমার বর্মা সহ তুফানগঞ্জ থানার পুলিশ এলাকায় যান । সেখানে পুণ্যার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে । বন্ধ করে দেওয়া হয় স্নান । এবিষয়ে পুজো উদ্যোক্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.