ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জের, হেনস্থার শিকার প্রাক্তন মহিলা প্রধান - Coochbehar

পঞ্চায়েত কার্যালয়ে হেনস্থার শিকার হতে হল প্রাক্তন প্রধানকে ৷ তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা ৷

পঞ্চায়েত অফিসে হেনস্থার শিকার প্রাক্তন প্রধান
পঞ্চায়েত অফিসে হেনস্থার শিকার প্রাক্তন প্রধান
author img

By

Published : Jul 20, 2020, 4:33 PM IST

কোচবিহার, 20 জুলাই : তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে পঞ্চায়েত কার্যালয়ে ঢুকতে গেলে হেনস্থার শিকার হতে হয় প্রাক্তন প্রধান পাপিয়া রায়কে ৷ এই হেনস্থার অভিযোগ উঠল দলেরই বিরোধী গোষ্ঠীর অনুগামীদের উপর ৷ ঘটনাটি শালমারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ৷ পঞ্চায়েত কার্যালয়ে ঢুকতে না পেরে বাড়ি ফিরে যান তিনি ৷

পাপিয়া রায় বলেন, "BDO-র নির্দেশে পুলিশ নিয়ে এদিন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঢুকেছিলাম ৷ ঢোকার পরই দলের কিছু লোক হেনস্থা করে ৷ বাধ্য হয়ে বেরিয়ে আসি ৷ তারপরও গালিগালাজ করে ৷" তবে, এই অভিযোগ অস্বীকার করেছে দলের বিরোধী গোষ্ঠী ৷

জানা গিয়েছে, কোচবিহারের দিনহাটা-2 ব্লকে দীর্ঘদিন ধরেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল চলছে ৷ এর ফলে পাপিয়া রায় গত 6 মাসের বেশি সময় ধরে গ্রাম পঞ্চায়েত অফিসে আসছেন না ৷ ফলে পঞ্চায়েতের কাজ সব থমকে গিয়েছে ৷ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট-সহ বিভিন্ন কাজে গ্রাম পঞ্চায়েত অফিসে এসে হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ সম্প্রতি ব্লক প্রশাসনের তরফে প্রধান বিরোধী গোষ্ঠীর পক্ষে উপপ্রধান নবারুদ্দিন মিয়াকে প্রধানের চার্জ দেওয়া হয় ৷

পঞ্চায়েত অফিসে হেনস্থার শিকার প্রাক্তন প্রধান

তারপরও জটিলতা অব্যাহত থাকায় আজ পাপিয়া রায় পঞ্চায়েতে ঢুকলে তাঁকে হেনস্থা করা হয় ৷ তবে, দায়িত্বপ্রাপ্ত প্রধান নবারুদ্দিন মিয়া বলেন, "ঘটনার সময় আমি গ্রাম পঞ্চায়েতে ছিলাম না ৷ সাধারণ মানুষ তাঁর উপর ক্ষুব্ধ ৷ তাই তাঁকে ঢুকতে দেয়নি ৷"

কোচবিহার, 20 জুলাই : তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে পঞ্চায়েত কার্যালয়ে ঢুকতে গেলে হেনস্থার শিকার হতে হয় প্রাক্তন প্রধান পাপিয়া রায়কে ৷ এই হেনস্থার অভিযোগ উঠল দলেরই বিরোধী গোষ্ঠীর অনুগামীদের উপর ৷ ঘটনাটি শালমারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ৷ পঞ্চায়েত কার্যালয়ে ঢুকতে না পেরে বাড়ি ফিরে যান তিনি ৷

পাপিয়া রায় বলেন, "BDO-র নির্দেশে পুলিশ নিয়ে এদিন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঢুকেছিলাম ৷ ঢোকার পরই দলের কিছু লোক হেনস্থা করে ৷ বাধ্য হয়ে বেরিয়ে আসি ৷ তারপরও গালিগালাজ করে ৷" তবে, এই অভিযোগ অস্বীকার করেছে দলের বিরোধী গোষ্ঠী ৷

জানা গিয়েছে, কোচবিহারের দিনহাটা-2 ব্লকে দীর্ঘদিন ধরেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল চলছে ৷ এর ফলে পাপিয়া রায় গত 6 মাসের বেশি সময় ধরে গ্রাম পঞ্চায়েত অফিসে আসছেন না ৷ ফলে পঞ্চায়েতের কাজ সব থমকে গিয়েছে ৷ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট-সহ বিভিন্ন কাজে গ্রাম পঞ্চায়েত অফিসে এসে হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ সম্প্রতি ব্লক প্রশাসনের তরফে প্রধান বিরোধী গোষ্ঠীর পক্ষে উপপ্রধান নবারুদ্দিন মিয়াকে প্রধানের চার্জ দেওয়া হয় ৷

পঞ্চায়েত অফিসে হেনস্থার শিকার প্রাক্তন প্রধান

তারপরও জটিলতা অব্যাহত থাকায় আজ পাপিয়া রায় পঞ্চায়েতে ঢুকলে তাঁকে হেনস্থা করা হয় ৷ তবে, দায়িত্বপ্রাপ্ত প্রধান নবারুদ্দিন মিয়া বলেন, "ঘটনার সময় আমি গ্রাম পঞ্চায়েতে ছিলাম না ৷ সাধারণ মানুষ তাঁর উপর ক্ষুব্ধ ৷ তাই তাঁকে ঢুকতে দেয়নি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.