কোচবিহার, 10 অগাস্ট : গোরুপাচারকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে BSF-এর বচসার সময় চলল গুলি ৷ মৃত্যু হল এক যুবকের । তার নাম আজিনুর রহমান (19) ৷ ঘটনাটি তুফানগঞ্জ মহকুমার উত্তর বালাভূতের ৷
পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে বালাভূত এলাকায় কয়েকজন গোরু পাচারকারী জমায়েত করে ৷ খবর পেয়ে BSF জওয়ানরা ওই এলাকায় যান । তাঁদের দেখে বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকে । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে । এমনকী BSF জওয়ানদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ । এরপরই BSF জওয়ানরা গুলি চালান বলে অভিযোগ ৷ ঘটনায় মৃত্যু হয় আজিনুরের ৷ দু'জন জখম হয় ।
বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে । খবর পেয়ে আজ সকালে বালাভূত গ্রামে যায় তুফানগঞ্জ থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তারা । মৃতের মা রেহেনা বিবি বলেন, " আমার ছেলে ওই এলাকায় মোবাইল দেখছিল । গন্ডগোল শুনে যায় । হঠাৎ করে BSF গুলি চালায় । আমি ঘটনার বিচার চাই ।" যদিও বিষয়টি নিয়ে BSF কোনও মন্তব্য করতে চায়নি ৷