কোচবিহার, 5 ফেব্রুয়ারি : বিপর্যস্ত তাঁত শিল্প । ব্যবসায় লাভ নেই তাঁত শিল্পীদের । বেচে দিতে হচ্ছে তাঁদের তাঁত । সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শিল্পীরা । সঠিক মজুরি পাচ্ছেন না । সরকারি প্রকল্পের সাহায্যে আগে যে সাহায্য তাঁরা পেতেন এখন সেই সাহায্যও পাচ্ছেন না । এই অবস্থায় তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হল কোচবিহার জেলা প্রশাসন । এ'নিয়ে বুধবার কোচবিহার জেলা প্রশাসনের দপ্তরে এক বৈঠকে তাঁত শিল্পের হাল ফেরাতে বিভিন্ন পরিকল্পনা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন সহ জেলা প্রশাসনের কর্তারা ।
আগে কোচবিহারের পুন্ডিবাড়ি, বাবুরহাট, নিশিগঞ্জ, দিনহাটা, বলরামপুর সহ বিভিন্ন এলাকায় তাঁত শিল্পের ব্যাপক কদর ছিল । এখানকার উৎপাদিত গামছা ও তাঁতের শাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি নিম্ন অসমে যেত । পরবর্তীকালে টাকার অভাব, সরকারি সাহায্য এবং নতুন প্রজন্মের এই শিল্প থেকে মুখ সরিয়ে নেওয়ায় অস্তিত্ব রক্ষাই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাঁত শিল্পীদের । ফলে বন্ধ হয়ে যায় বহু তাঁত । রুটি-রুজির টানে অনেকেই পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে ।
সেই হারিয়ে যাওয়া শিল্পের হাল ফেরাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । বিভিন্ন ক্লাস্টার তৈরি করে পুনরুজ্জীবনের চেষ্টা করা হচ্ছে । পাশাপাশি যাঁরা ভিন রাজ্যে গেছেন, তাঁদের ফিরিয়ে আনার পরিকল্পনাও করা হচ্ছে । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "বাম আমলে ভুল নীতির কারণে তাঁত শিল্প ধ্বংসের মুখে । সেই শিল্পকে ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে ।"