ETV Bharat / state

তাঁত শিল্পের পুনরুজ্জীবনে উদ্যোগী কোচবিহার জেলা প্রশাসন

author img

By

Published : Feb 6, 2020, 12:08 AM IST

Updated : Feb 6, 2020, 12:43 AM IST

তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হল কোচবিহার জেলা প্রশাসন । এ'নিয়ে আজ কোচবিহার জেলা প্রশাসনের দপ্তরে এক বৈঠকে তাঁত শিল্পের হাল ফেরাতে বিভিন্ন পরিকল্পনা হয় ।

renovation of tant industry in Coochbehar
তাঁত শিল্পের পুনরুজ্জীবনে উদ্যোগ

কোচবিহার, 5 ফেব্রুয়ারি : বিপর্যস্ত তাঁত শিল্প । ব্যবসায় লাভ নেই তাঁত শিল্পীদের । বেচে দিতে হচ্ছে তাঁদের তাঁত । সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শিল্পীরা । সঠিক মজুরি পাচ্ছেন না । সরকারি প্রকল্পের সাহায্যে আগে যে সাহায্য তাঁরা পেতেন এখন সেই সাহায্যও পাচ্ছেন না । এই অবস্থায় তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হল কোচবিহার জেলা প্রশাসন । এ'নিয়ে বুধবার কোচবিহার জেলা প্রশাসনের দপ্তরে এক বৈঠকে তাঁত শিল্পের হাল ফেরাতে বিভিন্ন পরিকল্পনা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন সহ জেলা প্রশাসনের কর্তারা ।

আগে কোচবিহারের পুন্ডিবাড়ি, বাবুরহাট, নিশিগঞ্জ, দিনহাটা, বলরামপুর সহ বিভিন্ন এলাকায় তাঁত শিল্পের ব্যাপক কদর ছিল । এখানকার উৎপাদিত গামছা ও তাঁতের শাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি নিম্ন অসমে যেত । পরবর্তীকালে টাকার অভাব, সরকারি সাহায্য এবং নতুন প্রজন্মের এই শিল্প থেকে মুখ সরিয়ে নেওয়ায় অস্তিত্ব রক্ষাই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাঁত শিল্পীদের । ফলে বন্ধ হয়ে যায় বহু তাঁত । রুটি-রুজির টানে অনেকেই পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে ।

দেখুন ভিডিয়ো...

সেই হারিয়ে যাওয়া শিল্পের হাল ফেরাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । বিভিন্ন ক্লাস্টার তৈরি করে পুনরুজ্জীবনের চেষ্টা করা হচ্ছে । পাশাপাশি যাঁরা ভিন রাজ্যে গেছেন, তাঁদের ফিরিয়ে আনার পরিকল্পনাও করা হচ্ছে । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "বাম আমলে ভুল নীতির কারণে তাঁত শিল্প ধ্বংসের মুখে । সেই শিল্পকে ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে ।"

কোচবিহার, 5 ফেব্রুয়ারি : বিপর্যস্ত তাঁত শিল্প । ব্যবসায় লাভ নেই তাঁত শিল্পীদের । বেচে দিতে হচ্ছে তাঁদের তাঁত । সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শিল্পীরা । সঠিক মজুরি পাচ্ছেন না । সরকারি প্রকল্পের সাহায্যে আগে যে সাহায্য তাঁরা পেতেন এখন সেই সাহায্যও পাচ্ছেন না । এই অবস্থায় তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হল কোচবিহার জেলা প্রশাসন । এ'নিয়ে বুধবার কোচবিহার জেলা প্রশাসনের দপ্তরে এক বৈঠকে তাঁত শিল্পের হাল ফেরাতে বিভিন্ন পরিকল্পনা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন সহ জেলা প্রশাসনের কর্তারা ।

আগে কোচবিহারের পুন্ডিবাড়ি, বাবুরহাট, নিশিগঞ্জ, দিনহাটা, বলরামপুর সহ বিভিন্ন এলাকায় তাঁত শিল্পের ব্যাপক কদর ছিল । এখানকার উৎপাদিত গামছা ও তাঁতের শাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি নিম্ন অসমে যেত । পরবর্তীকালে টাকার অভাব, সরকারি সাহায্য এবং নতুন প্রজন্মের এই শিল্প থেকে মুখ সরিয়ে নেওয়ায় অস্তিত্ব রক্ষাই কঠিন হয়ে দাঁড়িয়েছে তাঁত শিল্পীদের । ফলে বন্ধ হয়ে যায় বহু তাঁত । রুটি-রুজির টানে অনেকেই পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে ।

দেখুন ভিডিয়ো...

সেই হারিয়ে যাওয়া শিল্পের হাল ফেরাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । বিভিন্ন ক্লাস্টার তৈরি করে পুনরুজ্জীবনের চেষ্টা করা হচ্ছে । পাশাপাশি যাঁরা ভিন রাজ্যে গেছেন, তাঁদের ফিরিয়ে আনার পরিকল্পনাও করা হচ্ছে । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "বাম আমলে ভুল নীতির কারণে তাঁত শিল্প ধ্বংসের মুখে । সেই শিল্পকে ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে ।"

Intro:কোচবিহার ঃ তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হল কোচবিহার জেলা প্রশাসন। এ নিয়ে বুধবার কোচবিহার জেলা প্রশাসনের দপ্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে হারিয়ে যাওয়া তাঁত শিল্পের হাল ফেরাতে বিভিন্ন পরিকল্পনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, অঅনগ্রসর কল্যান দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন সহ জেলা প্রশাসনের কর্তারা।
আগে কোচবিহারের পুন্ডিবাড়ি, বাবুরহাট, নিশিগঞ্জ, দিনহাটা, বলরামপুর সহ বিভিন্ন এলাকায় তাতশিল্পের ব্যাপক কদর ছিল। এখানকার উৎপাদিত গামছা ও তাতের শাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি নিম্ন অসমে যেত। পরবর্তীতে টাকার অভাব, সরকারি সাহায্য এবং নতুন প্রজন্মের এইশিল্প থেকে মুখ সরিয়ে নেওয়ায় অস্তিত্ব রক্ষায় কঠিন হয়ে দাঁড়িয়েছে তাঁত শিল্পীদের। ফলে বন্ধ হয়ে যায় বহু তাত। রুটি রুজির টানে অনেকেই পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে। সেই হারিয়ে যাওয়া শিল্পের হাল ফেরাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন ক্লাস্টার তৈরি করে পুনরুজ্জীবনের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যারা ভিন রাজ্যে গেছে তাদেরকে ফিরিয়ে আনার পরিকল্পনা নিচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বাম আমলে ভুল নীতির কারণে তাতশিল্প ধ্বংসের মুখে। সেই শিল্পকে ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে।।।# শুভঙ্কর সাহা। Body:wb_crb_01_tat_industry_rtu_7205341Conclusion:wb_crb_01_tat_industry_rtu_7205341
Last Updated : Feb 6, 2020, 12:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.