ETV Bharat / state

Dinhata Bypoll : দিনহাটায় গণনা শেষে শাসকদলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল

2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে হেরে গিয়েছিলেন তৃণমূলের উদয়ন গুহ ৷ কিন্তু নিশীথ পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচন হয় ৷ দেড় লক্ষাধিক ভোটে জিতলেন কমল গুহর পুত্র ৷ তারপরেই শাসকদলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন পরাজিত বিজেপি প্রার্থী ৷

Dinhata Bypoll
গণনা শেষে শাসকদলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল
author img

By

Published : Nov 2, 2021, 5:32 PM IST

দিনহাটা, 2 নভেম্বর : কয়েক মাসের মধ্যে ভাগ্য বদল হল উদয়ন গুহর (Udayan Guha) ৷ যে দিনহাটা (Dinhata) আসনে তিনি হেরেছিলেন 57 ভোটে, সেখানেই জিতলেন দেড় লক্ষাধিক ভোটে ৷ ‘নিশীথ গড়’ ধুলিসাৎ হল সবুজ ঝড়ে ৷ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথেই লজ্জার হার হল বিজেপির ৷ জমানত জব্দ হল দলবদলু অশোক মণ্ডলের ৷ তারপরেই শাসকদলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন পরাজিত বিজেপি প্রার্থী ৷

আরও পড়ুন: Dilip Ghosh : অন্য দল ছেড়ে বিজেপিতে যোগদানকারীদের বাদ দিতে চেয়ে বিতর্কে দিলীপ, কটাক্ষ কুণালের

ভোট গণনার শেষেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দিনহাটার কলেজপাড়া এলাকায় । গণনা শেষে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল দিনহাটা কলেজ থেকে বের হয়ে আসছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান । 'জয় বাংলা' স্লোগান দিয়ে তাঁর গায়ে সবুজ আবিরও ছিটিয়ে দেওয়া হয় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

আরও পড়ুন : WB By-Poll Result LIVE UPDATE : 1 লক্ষ 63 হাজার ভোটের ব্যবধানে জয়ী উদয়ন গুহ

অশোক মণ্ডল বলেন, "ওরা যা ইচ্ছা তাই করতে পারে ।" সবুজ আবির ছেটানো প্রসঙ্গে উনি বলেন, "কেউ যদি দূর থেকে মল-মূত্র ছেটায়, তাহলে তো কিছু করার নেই ।" প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে হেরে গিয়েছিলেন তৃণমূলের উদয়ন গুহ ৷ কিন্তু নিশীথ পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচন হয় ৷ সেই ভোটেই বিজেপির কাছ থেকে ওই আসন ছিনিয়ে আনলেন কমল গুহর পুত্র ৷ উদয়ন গুহ পেয়েছেন 1 লক্ষ 89 হাজার 575 ভোট ৷ আর বিজেপির অশোক মণ্ডল পেয়েছেন 25 হাজার 486 ভোট ৷ জামানত জব্দ হয়েছে বিজেপি প্রার্থীর ৷

দিনহাটা, 2 নভেম্বর : কয়েক মাসের মধ্যে ভাগ্য বদল হল উদয়ন গুহর (Udayan Guha) ৷ যে দিনহাটা (Dinhata) আসনে তিনি হেরেছিলেন 57 ভোটে, সেখানেই জিতলেন দেড় লক্ষাধিক ভোটে ৷ ‘নিশীথ গড়’ ধুলিসাৎ হল সবুজ ঝড়ে ৷ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বুথেই লজ্জার হার হল বিজেপির ৷ জমানত জব্দ হল দলবদলু অশোক মণ্ডলের ৷ তারপরেই শাসকদলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন পরাজিত বিজেপি প্রার্থী ৷

আরও পড়ুন: Dilip Ghosh : অন্য দল ছেড়ে বিজেপিতে যোগদানকারীদের বাদ দিতে চেয়ে বিতর্কে দিলীপ, কটাক্ষ কুণালের

ভোট গণনার শেষেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দিনহাটার কলেজপাড়া এলাকায় । গণনা শেষে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল দিনহাটা কলেজ থেকে বের হয়ে আসছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান । 'জয় বাংলা' স্লোগান দিয়ে তাঁর গায়ে সবুজ আবিরও ছিটিয়ে দেওয়া হয় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

আরও পড়ুন : WB By-Poll Result LIVE UPDATE : 1 লক্ষ 63 হাজার ভোটের ব্যবধানে জয়ী উদয়ন গুহ

অশোক মণ্ডল বলেন, "ওরা যা ইচ্ছা তাই করতে পারে ।" সবুজ আবির ছেটানো প্রসঙ্গে উনি বলেন, "কেউ যদি দূর থেকে মল-মূত্র ছেটায়, তাহলে তো কিছু করার নেই ।" প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে হেরে গিয়েছিলেন তৃণমূলের উদয়ন গুহ ৷ কিন্তু নিশীথ পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচন হয় ৷ সেই ভোটেই বিজেপির কাছ থেকে ওই আসন ছিনিয়ে আনলেন কমল গুহর পুত্র ৷ উদয়ন গুহ পেয়েছেন 1 লক্ষ 89 হাজার 575 ভোট ৷ আর বিজেপির অশোক মণ্ডল পেয়েছেন 25 হাজার 486 ভোট ৷ জামানত জব্দ হয়েছে বিজেপি প্রার্থীর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.