ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় 7 দিনের লকডাউন দিনহাটায় - কোরোনা সংক্রমণ দিনহাটায়

দিনহাটায় 7 দিন লকডাউন চলবে । কোরোনা মোকাবিলায় এইরকম চলবে বলে জানান মহকুমাশাসক শেখ আনসার আহমেদ ।

Protest corona virus 7 days lockdown at dinhata
Protest corona virus 7 days lockdown at dinhata
author img

By

Published : Jul 17, 2020, 7:41 PM IST

কোচবিহার, 17 জুলাই : দিনহাটা শহর ও দিনহাটা-2 ব্লকে কোরোনা পজ়িটিভের সংখ্যা ক্রমশ বেড়ে চলায় শুক্রবার দুপুরের পর থেকে 7 দিনের সম্পূর্ণ লকডাউন দিনহাটায় । দিনহাটার মহকুমাশাসক শেখ আনসার আহমেদ বলেন, "দিনহাটা শহর ও দিনহাটা-2 ব্লকে কোরোনা সংক্রমণের হার ক্রমশ বেড়ে চলায় লকডাউন ঘোষণা করা হয়েছে । তবে জরুরি পরিষেবা লকডাউনের আওতার বাইরে থাকবে ।

জানা গেছে, শনিবার থেকে দিনহাটা শহরে কোরোনা পজ়িটিভ রোগীর সংখ্যা বাড়তে থাকে । শহরের গোসানিরোডে একই বাড়িতে কাকা ও ভাইপোর শরীরে সংক্রমণ ধরা পড়ে । এদের মধ্যে 1 জন কাপড় ব‍্যবসায়ী, অপরজন মিষ্টি ব‍্যবসায়ী ।

মঙ্গলবার ওই মিষ্টি ব‍্যবসায়ীর মা'র শরীরে সংক্রমণ ধরা পড়ে । পাশাপাশি গতকাল রাতে এক বেসরকারি ব‍্যাঙ্কের নিরাপত্তারক্ষীর শরীরে সংক্রমণ ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । এছাড়া গত কয়েকদিনে দিনহাটা-2 ব্লকে 80 জনের শরীরে সংক্রমণ ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

এরপর বুধবার এলাকার বিধায়ক তথা দিনহাটা পৌরসভার প্রশাসক উদয়ন গুহ বিভিন্ন ক্লাব সংগঠনকে নিয়ে বৈঠক করে শুক্রবার দুপুরের পর থেকে 7 দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয় । বিষয়টি নিয়ে শুক্রবার সকালে বৈঠকে বসে প্রশাসন। এরপর দিনহাটা শহরের পাশাপাশি দিনহাটা-2 ব্লকেও লকডাউন ঘোষণা করে মহকুমা প্রশাসন ।

কোচবিহার, 17 জুলাই : দিনহাটা শহর ও দিনহাটা-2 ব্লকে কোরোনা পজ়িটিভের সংখ্যা ক্রমশ বেড়ে চলায় শুক্রবার দুপুরের পর থেকে 7 দিনের সম্পূর্ণ লকডাউন দিনহাটায় । দিনহাটার মহকুমাশাসক শেখ আনসার আহমেদ বলেন, "দিনহাটা শহর ও দিনহাটা-2 ব্লকে কোরোনা সংক্রমণের হার ক্রমশ বেড়ে চলায় লকডাউন ঘোষণা করা হয়েছে । তবে জরুরি পরিষেবা লকডাউনের আওতার বাইরে থাকবে ।

জানা গেছে, শনিবার থেকে দিনহাটা শহরে কোরোনা পজ়িটিভ রোগীর সংখ্যা বাড়তে থাকে । শহরের গোসানিরোডে একই বাড়িতে কাকা ও ভাইপোর শরীরে সংক্রমণ ধরা পড়ে । এদের মধ্যে 1 জন কাপড় ব‍্যবসায়ী, অপরজন মিষ্টি ব‍্যবসায়ী ।

মঙ্গলবার ওই মিষ্টি ব‍্যবসায়ীর মা'র শরীরে সংক্রমণ ধরা পড়ে । পাশাপাশি গতকাল রাতে এক বেসরকারি ব‍্যাঙ্কের নিরাপত্তারক্ষীর শরীরে সংক্রমণ ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । এছাড়া গত কয়েকদিনে দিনহাটা-2 ব্লকে 80 জনের শরীরে সংক্রমণ ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

এরপর বুধবার এলাকার বিধায়ক তথা দিনহাটা পৌরসভার প্রশাসক উদয়ন গুহ বিভিন্ন ক্লাব সংগঠনকে নিয়ে বৈঠক করে শুক্রবার দুপুরের পর থেকে 7 দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয় । বিষয়টি নিয়ে শুক্রবার সকালে বৈঠকে বসে প্রশাসন। এরপর দিনহাটা শহরের পাশাপাশি দিনহাটা-2 ব্লকেও লকডাউন ঘোষণা করে মহকুমা প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.