ETV Bharat / state

"ক্ষমতায় এলে BJP কর্মীদের বিরুদ্ধে সমস্ত কেস বাতিল করব" : দিলীপ ঘোষ

author img

By

Published : Jan 22, 2020, 11:36 PM IST

বুধবার দুপুরে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে সভার আয়োজন করেছিল BJP প্রভাবিত কর্মী সংগঠন ৷ সেখানে দিলীপবাবুকে সংবর্ধনা দেওয়া হয় । যদিও সভার জন্য কোনও অনুমতি দেয়নি পুলিশ । সভায় দিলীপবাবু বলেন, "এ রাজ্যের পুলিশ অনুপ্রবেশকারীদের আটকাতে পারে না । রোহিঙ্গাদের আটকাতে পারে না । শুধু BJP নেতা-কর্মীদের নামেই কেস দিতে পারে ।

Dilip Ghosh
দিলীপ ঘোষ

কোচবিহার, 22 জানুয়ারি: বুধবার দুপুরে পুণ্ডিবাড়িতে সভা করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সেখানে তিনি বলেন, "আর কিছু দেওয়ার নেই এই সরকারের (রাজ্য সরকার) । শুধু কেস দেবে । আমরা যেদিন ক্ষমতায় আসব, প্রথম ক্যাবিনেট মিটিংয়েই সমস্ত কেস বাতিল করে দেব।"


বুধবার দুপুরে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে সভার আয়োজন করেছিল BJP প্রভাবিত কর্মী সংগঠন ৷ সেখানে দিলীপবাবুকে সংবর্ধনা দেওয়া হয় । যদিও সভার জন্য কোনও অনুমতি দেয়নি পুলিশ । সভায় দিলীপবাবু বলেন, "এ রাজ্যের পুলিশ অনুপ্রবেশকারীদের আটকাতে পারে না । রোহিঙ্গাদের আটকাতে পারে না । শুধু BJP নেতা-কর্মীদের নামেই কেস দিতে পারে । গত কয়েক বছরে ২৯ হাজার কেস দেওয়া হয়েছে আমাদের নেতা-কর্মীদের নামে । ৭০ হাজারেরও বেশি কর্মীর বিরুদ্ধে কেস হয়েছে । পুলিশের ভয়ে অনেকেই পালিয়ে আছেন । আমরা যেদিন ক্ষমতায় আসব, প্রথম ক্যাবিনেট মিটিংয়েই সমস্ত কেস বাতিল করে দেব ।"

দিলীপ ঘোষ সম্বর্ধনা সভায় বক্তব্য রাখছেন


দিলীপবাবু অভিযোগ করেন, "পুলিশ প্রশাসনের সঙ্গে বাড়ির চাকর-বাকরের মতো ব্যবহার করছে এই সরকার । পশ্চিমবঙ্গে সবাই সভা করছে, মিটিং করছে, মিছিল করেছে । BJP সভা করলেই নাকি সরকার পড়ে যাবে । তাই BJP-কে সভার অনুমতি দেওয়া যাবে না । এই সরকার এমনিতেই পড়ে যাবে । কারণ মানুষ এখন আমাদের সঙ্গে । "

কোচবিহার, 22 জানুয়ারি: বুধবার দুপুরে পুণ্ডিবাড়িতে সভা করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সেখানে তিনি বলেন, "আর কিছু দেওয়ার নেই এই সরকারের (রাজ্য সরকার) । শুধু কেস দেবে । আমরা যেদিন ক্ষমতায় আসব, প্রথম ক্যাবিনেট মিটিংয়েই সমস্ত কেস বাতিল করে দেব।"


বুধবার দুপুরে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে সভার আয়োজন করেছিল BJP প্রভাবিত কর্মী সংগঠন ৷ সেখানে দিলীপবাবুকে সংবর্ধনা দেওয়া হয় । যদিও সভার জন্য কোনও অনুমতি দেয়নি পুলিশ । সভায় দিলীপবাবু বলেন, "এ রাজ্যের পুলিশ অনুপ্রবেশকারীদের আটকাতে পারে না । রোহিঙ্গাদের আটকাতে পারে না । শুধু BJP নেতা-কর্মীদের নামেই কেস দিতে পারে । গত কয়েক বছরে ২৯ হাজার কেস দেওয়া হয়েছে আমাদের নেতা-কর্মীদের নামে । ৭০ হাজারেরও বেশি কর্মীর বিরুদ্ধে কেস হয়েছে । পুলিশের ভয়ে অনেকেই পালিয়ে আছেন । আমরা যেদিন ক্ষমতায় আসব, প্রথম ক্যাবিনেট মিটিংয়েই সমস্ত কেস বাতিল করে দেব ।"

দিলীপ ঘোষ সম্বর্ধনা সভায় বক্তব্য রাখছেন


দিলীপবাবু অভিযোগ করেন, "পুলিশ প্রশাসনের সঙ্গে বাড়ির চাকর-বাকরের মতো ব্যবহার করছে এই সরকার । পশ্চিমবঙ্গে সবাই সভা করছে, মিটিং করছে, মিছিল করেছে । BJP সভা করলেই নাকি সরকার পড়ে যাবে । তাই BJP-কে সভার অনুমতি দেওয়া যাবে না । এই সরকার এমনিতেই পড়ে যাবে । কারণ মানুষ এখন আমাদের সঙ্গে । "

Intro:কোচবিহারঃ আর কিছু দেওয়ার নেই এই সরকারের। শুধু কেস দেবে। আমরা যেদিন ক্ষমতায় আসব, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সমস্ত কেস বাতিল করে দেবো। বুধবার দুপুরে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে এক সম্বর্ধনা সভায় এমনটাই বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজেপি প্রভাবিত কর্মচারী সংগঠন যৌথ মঞ্চের তরফে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সংবর্ধনা দেওয়া হয়। যদিও এদিনের এই সম্বর্ধনা সভার কোন অনুমতি ছিল না পুলিশের। সেই সম্বর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এ রাজ্যের পুলিশ অনুপ্রবেশকারীদের আটকাতে পারেনা। রোহিঙ্গাদের আটকাতে পারেনা। শুধু বিজেপি নেতা কর্মীদের নামে কেস দেয়। গত কয়েকবছরে ২৯০০০ কেস চলেছে আমাদের নেতা - কর্মীদের নামে। ৭০ হাজারের বেশি কর্মীর নামে কেস হয়েছে। অনেকেই পালিয়ে আছে। যেদিন ক্ষমতায় আসব প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সমস্ত কেস বাতিল করে দেব। তিনি আরো অভিযোগ করেন পুলিশ প্রশাসনকে চাকর-বাকরের মতো ব্যবহার করছে এই সরকার। তার অভিযোগ সবাই পশ্চিমবঙ্গে সভা করছে। মিটিং করছে। মিছিল করেছে। বিজেপি করলে নাকি সরকার পড়ে যাবে। তাই বিজেপির সভার অনুমতি দেওয়া যাবে না। এই সরকার এমনিতেই পড়বে। কারন মানুষ এখন আমাদের সাথে। পুন্ডিবাড়ীতে সভা শেষে ফালাকাটার উদ্দেশে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি।।# শুভঙ্কর সাহা। Body:wb_crb_03_dilip _case _issue_7205341Conclusion:wb_crb_03_dilip _case _issue_7205341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.