ETV Bharat / state

মোদি প্রধানমন্ত্রী না হলে উদ্বাস্তু হতে হবে : দিলীপ - lok sabha election

লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর কোচবিহারের গোসানিমারিতে সভা করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে প্রচার করতে তিনি কোচবিহারের মাথাভাঙাতেও সভা করেন।

দিলীপ ঘোষ
author img

By

Published : Mar 28, 2019, 8:35 AM IST

Updated : Mar 28, 2019, 10:07 AM IST

কোচবিহার, 28 মার্চ : "ভোট না দিয়ে কেউ উনুন জ্বালাবেন না। জল পর্যন্ত খাবেন না। কারণ আমরা দেশরক্ষার জন্য লড়াই করছি। মোদি প্রধানমন্ত্রী হলে দেশ বাঁচবে। মোদি প্রধানমন্ত্রী না হলে আবার উদ্বাস্তু হতে হবে।" গতকাল কোচবিহারের গোসানিমারির এক সভায় এই মন্তব্য করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর তিনি কোচবিহারের মাথাভাঙাতেও নির্বাচনী প্রচারে গেছিলেন। মাথাভাঙার শিকারপুর এলাকার একটি সভায় এসে তিনি বলেন, "অন্য দলের লড়াকু নেতাদের BJP-তে নিয়ে আসছি। যেসব লড়াকু নেতা দলের বিরুদ্ধে লড়বে তাঁকেই BJP-র পতাকা ধরিয়ে দেব।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর কোচবিহারের গোসানিমারিতে প্রথম BJP-র বড় সভা অনুষ্ঠিত হল। এই সভায় BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও ছিলেন BJP নেত্রী রূপা গাঙ্গুলি ও দলীয় প্রার্থী নিশীথ প্রামাণিক। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসকদলকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। বলেন, "তৃণমূল কংগ্রেসের যেসব নেতারা ধমকাচ্ছে তাঁদের নামের লিস্ট করা হচ্ছে। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁদের ব্যবস্থা হবে। কোচবিহারে একজন গদু বাবু (সম্ভবত রবীন্দ্রনাথ ঘোষের কথা বলতে চেয়েছেন) আছেন। সবচেয়ে লম্বা মন্ত্রী। তিনি সবাইকে চমকান। তাই যারা তাঁর পিঠের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁদের আমরা দলে নিয়েছি। তাঁকেই প্রার্থী করেছি। অর্জুন সিং দিদির ডান হাত ছিল। সে আমার উপর সবচেয়ে বেশি আক্রমণ করেছিল। এরাজ্যের রাজনীতির পরিবর্তনের জন্য আমি তার হাতে BJP-র ঝান্ডা তুলে দিয়েছি। এরাজ্যে অন্তত ২৩টি আসনে BJP প্রার্থী জয়ী হবে। শুরুটা হবে কোচবিহার থেকে। কোচবিহারের BJP প্রার্থী নিশীথ প্রামাণিক আগে যুব তৃণমূলেছিল। সে দলের বিরুদ্ধে লড়েছিল তাই তাকে আমরা BJP-তে নিয়েছি।"

সভায় উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি বলেন, "ভোটের দিন দাঁতে দাঁত চেপে বেরোবেন। সেদিন ভোট না দিয়ে বাড়িতে উনুন জ্বালাবেন না। BJP বাড়ছে আর বাকি সবার দোকান গুটিয়ে যাচ্ছে। ভোট হলে অনেকের দোকান খোলার লোক পাওয়া যাবে না।"

মাথাভাঙায় নির্বাচনী প্রচারে এসে দিলীপবাবু বলেন, "এখানে প্রশাসনকে সাথে নিয়ে যে ধরনের হিংসা অত্যাচার চলছে তার বিরুদ্ধে লড়তে গেলে সবাইকে নিতে হবে। তাই যারা তৃণমূলের বিরুদ্ধে লড়তে চান তাঁদের সবাইকে আমরা সঙ্গে নেব।" BJP-তে কি সেরকম কর্মী ছিল না যে তৃণমূল কংগ্রেসকে টক্কর দিতে পারবে? সাংবাদিকদের এই প্রশ্নে তিনি বলেন, "না থাকলে BJP এত বাড়ল কী করে? পঞ্চায়েত জিতল কী করে?"

কোচবিহার, 28 মার্চ : "ভোট না দিয়ে কেউ উনুন জ্বালাবেন না। জল পর্যন্ত খাবেন না। কারণ আমরা দেশরক্ষার জন্য লড়াই করছি। মোদি প্রধানমন্ত্রী হলে দেশ বাঁচবে। মোদি প্রধানমন্ত্রী না হলে আবার উদ্বাস্তু হতে হবে।" গতকাল কোচবিহারের গোসানিমারির এক সভায় এই মন্তব্য করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর তিনি কোচবিহারের মাথাভাঙাতেও নির্বাচনী প্রচারে গেছিলেন। মাথাভাঙার শিকারপুর এলাকার একটি সভায় এসে তিনি বলেন, "অন্য দলের লড়াকু নেতাদের BJP-তে নিয়ে আসছি। যেসব লড়াকু নেতা দলের বিরুদ্ধে লড়বে তাঁকেই BJP-র পতাকা ধরিয়ে দেব।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর কোচবিহারের গোসানিমারিতে প্রথম BJP-র বড় সভা অনুষ্ঠিত হল। এই সভায় BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও ছিলেন BJP নেত্রী রূপা গাঙ্গুলি ও দলীয় প্রার্থী নিশীথ প্রামাণিক। সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসকদলকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। বলেন, "তৃণমূল কংগ্রেসের যেসব নেতারা ধমকাচ্ছে তাঁদের নামের লিস্ট করা হচ্ছে। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁদের ব্যবস্থা হবে। কোচবিহারে একজন গদু বাবু (সম্ভবত রবীন্দ্রনাথ ঘোষের কথা বলতে চেয়েছেন) আছেন। সবচেয়ে লম্বা মন্ত্রী। তিনি সবাইকে চমকান। তাই যারা তাঁর পিঠের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁদের আমরা দলে নিয়েছি। তাঁকেই প্রার্থী করেছি। অর্জুন সিং দিদির ডান হাত ছিল। সে আমার উপর সবচেয়ে বেশি আক্রমণ করেছিল। এরাজ্যের রাজনীতির পরিবর্তনের জন্য আমি তার হাতে BJP-র ঝান্ডা তুলে দিয়েছি। এরাজ্যে অন্তত ২৩টি আসনে BJP প্রার্থী জয়ী হবে। শুরুটা হবে কোচবিহার থেকে। কোচবিহারের BJP প্রার্থী নিশীথ প্রামাণিক আগে যুব তৃণমূলেছিল। সে দলের বিরুদ্ধে লড়েছিল তাই তাকে আমরা BJP-তে নিয়েছি।"

সভায় উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি বলেন, "ভোটের দিন দাঁতে দাঁত চেপে বেরোবেন। সেদিন ভোট না দিয়ে বাড়িতে উনুন জ্বালাবেন না। BJP বাড়ছে আর বাকি সবার দোকান গুটিয়ে যাচ্ছে। ভোট হলে অনেকের দোকান খোলার লোক পাওয়া যাবে না।"

মাথাভাঙায় নির্বাচনী প্রচারে এসে দিলীপবাবু বলেন, "এখানে প্রশাসনকে সাথে নিয়ে যে ধরনের হিংসা অত্যাচার চলছে তার বিরুদ্ধে লড়তে গেলে সবাইকে নিতে হবে। তাই যারা তৃণমূলের বিরুদ্ধে লড়তে চান তাঁদের সবাইকে আমরা সঙ্গে নেব।" BJP-তে কি সেরকম কর্মী ছিল না যে তৃণমূল কংগ্রেসকে টক্কর দিতে পারবে? সাংবাদিকদের এই প্রশ্নে তিনি বলেন, "না থাকলে BJP এত বাড়ল কী করে? পঞ্চায়েত জিতল কী করে?"

sample description
Last Updated : Mar 28, 2019, 10:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.