কোচবিহার, 13 ফেব্রুয়ারি : রাজ্যপালের শোকজ়ের কারণে সমাবর্তন অনুষ্ঠানে কোনও বিঘ্ন হবে না ৷ আগামীকাল সমাবর্তন হচ্ছেই বলে জানিয়ে দিলেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায় ৷
আগামীকাল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান ৷ কিন্তু ঠিক তাঁর 24 ঘণ্টা আগেই রাজ্যপালের শোকজ় বিতর্ক ঘিরে শুরু হয়েছিল জল্পনা ৷ আদৌ আগামীকাল সমাবর্তন অনুষ্ঠান করা সম্ভব করা হবে কি না তা নিয়েও উঠতে শুরু করেছিল প্রশ্ন ৷ কিন্তু রাজ্যপালের টুইটের ভিত্তি সমাবর্তন অনুষ্ঠান স্থগিত রাখতে নারাজ উপাচার্য৷ সাফ জানিয়ে দিলেন, "প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে । আগামীকাল সমাবর্তন অনুষ্ঠান হবেই ।"
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের চার মন্ত্রীর নাম থাকলেও নাম নেই বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের । বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করে টুইট করেছিলেন রাজ্যপাল । সেই টুইটের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল, বিধি মেনেই রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছিল । কিন্তু রাজ্যপালের তরফ থেকে কোনও উত্তর না মেলায় তাঁর নাম আমন্ত্রণপত্রে দেওয়া যায়নি । এরপরই রাজ্যপাল আজ নতুন করে টুইট করে শোকজ় করেন উপাচার্যকে । কেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাঁর পদ থেকে সরানো হবে না তাও জানতে চান আচার্য ধনকড় ।
রাজ্যপালের আজকের টুইটের প্রেক্ষিতে উপাচার্য বলেন, "আমার কাছে লিখিত কোনও নির্দেশ আসেনি । শুধুমাত্র একটি টুইটের ভিত্তিতে সমাবর্তন অনুষ্ঠান বাতিল করা যায় না ।"