ETV Bharat / state

Road Blockade: মেয়েকে খুন শ্বশুরবাড়ির লোকজনের ! অভিযুক্তদের শাস্তির দাবিতে পথ অবরোধ কোচবিহারে - blocks road demanding punishment of accused

বউমাকে বিষ খাইয়ে খুনের অভিযোগ স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ৷ অভিযুক্তদের শাস্তির দাবিতে পথ অবরোধ মেয়ের পরিবারের ৷

murder case in Cooch Behar
বউমাকে খুন
author img

By

Published : Apr 18, 2023, 8:22 PM IST

মেয়েকে খুনের অভিযুক্তদের শাস্তির দাবিতে পথ অবরোধ কোচবিহারে

কোচবিহার, 18 এপ্রিল: বউমাকে বিষ খাইয়ে মেরে ফেলার করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে । থানায় লিখিত অভিযোগ জমা না-নেওয়ায় মঙ্গলবার সকালে শালবাড়ি-তুফানগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের লোকজন । জানা গিয়েছে, বক্সিরহাট থানার অন্তর্গত জোড়াই মোর বালাকুঠি এলাকার বাসিন্দা ফজর আলি মিঁয়ার সঙ্গে বাঁশরাজা এলাকার লাভলি খাতুনের 16 বছর আগে বিয়ে হয়। অভিযোগ, মদ্যপ অবস্থায় লাভলিকে মারধর করেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ।

অভিযোগ, সোমবার সকালে লাভলিকে গাছে বেঁধে মারধর করা হয় এবং জোর করে বিষ খাইয়ে দেয় স্বামী ও তাঁর শ্বশুরবাড়ির লোকজন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। বিকেল পাঁচটা নাগাদ হাসপাতালেই লাভলির মৃত্যু হয়। ঘটনায় তাঁর বাড়ির লোকজন অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায়। কিন্তু তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ লাভলির পরিবারের ৷ পাশাপাশি লিখিত অভিযোগ না-নেওয়ারও অভিযোগ উঠেছে থানার বিরুদ্ধে ।

এরপরেই ঘটনায় বাঁশরাজা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় লাভলির পরিবারের লোকজন । দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে তারা ৷ এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী । দীর্ঘ 2 ঘণ্টা ধরে চলে সেই অবরোধ । পরবর্তীতে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দেয় ও ঘটনাস্থলেই লিখিত অভিযোগ নেয় পুলিশ ৷ এরপরেই অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা । মৃতের দিদি বাবলি বিবি বলেন, "সোমবার বোনের শাশুড়ি-সহ শ্বশুর বাড়ির লোকজন গাছে বেঁধে মারধর করেছে তাঁকে। মুখে বিষ ঢেলে দিয়েছে । তাই অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাচ্ছি ।" এদিকে এই ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক । ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ ।

আরও পড়ুন: 3 দিন ধরে হাসপাতালে নেই অ্যানাস্থেটিস্ট ! সমস্যায় প্রসূতিরা

মেয়েকে খুনের অভিযুক্তদের শাস্তির দাবিতে পথ অবরোধ কোচবিহারে

কোচবিহার, 18 এপ্রিল: বউমাকে বিষ খাইয়ে মেরে ফেলার করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে । থানায় লিখিত অভিযোগ জমা না-নেওয়ায় মঙ্গলবার সকালে শালবাড়ি-তুফানগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের লোকজন । জানা গিয়েছে, বক্সিরহাট থানার অন্তর্গত জোড়াই মোর বালাকুঠি এলাকার বাসিন্দা ফজর আলি মিঁয়ার সঙ্গে বাঁশরাজা এলাকার লাভলি খাতুনের 16 বছর আগে বিয়ে হয়। অভিযোগ, মদ্যপ অবস্থায় লাভলিকে মারধর করেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ।

অভিযোগ, সোমবার সকালে লাভলিকে গাছে বেঁধে মারধর করা হয় এবং জোর করে বিষ খাইয়ে দেয় স্বামী ও তাঁর শ্বশুরবাড়ির লোকজন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। বিকেল পাঁচটা নাগাদ হাসপাতালেই লাভলির মৃত্যু হয়। ঘটনায় তাঁর বাড়ির লোকজন অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায়। কিন্তু তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ লাভলির পরিবারের ৷ পাশাপাশি লিখিত অভিযোগ না-নেওয়ারও অভিযোগ উঠেছে থানার বিরুদ্ধে ।

এরপরেই ঘটনায় বাঁশরাজা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় লাভলির পরিবারের লোকজন । দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে তারা ৷ এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী । দীর্ঘ 2 ঘণ্টা ধরে চলে সেই অবরোধ । পরবর্তীতে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দেয় ও ঘটনাস্থলেই লিখিত অভিযোগ নেয় পুলিশ ৷ এরপরেই অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা । মৃতের দিদি বাবলি বিবি বলেন, "সোমবার বোনের শাশুড়ি-সহ শ্বশুর বাড়ির লোকজন গাছে বেঁধে মারধর করেছে তাঁকে। মুখে বিষ ঢেলে দিয়েছে । তাই অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাচ্ছি ।" এদিকে এই ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক । ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ ।

আরও পড়ুন: 3 দিন ধরে হাসপাতালে নেই অ্যানাস্থেটিস্ট ! সমস্যায় প্রসূতিরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.