ETV Bharat / state

ভিনরাজ্য থেকে ফিরেছেন, ঘরে মাচা বেঁধে কোয়ারানটিনে কোচবিহারের যুবক - টুঙ্গিতে কোয়ারানটিন

রবিবার সিকিম থেকে বাড়ি ফেরেন । কোরোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ঘরের উপরের অংশে মাচা বানিয়ে তাতে থাকা শুরু করেছেন এই যুবক । নিজের জন্য আলাদা করে খাওয়া ও স্নানের ব্যবস্থাও করেছেন তিনি ৷

ছবি
ছবি
author img

By

Published : May 27, 2020, 8:37 AM IST

কোচবিহার, 27 মে : সিকিম থেকে ফিরেছেন সম্প্রতি । কোরোনায় সংক্রমিত কি না জানেন না । তবে, ভিনরাজ্য থেকে ফিরেছেন, বাড়িতে যাতে কেউ সংক্রমিত না হন তার জন্য নিজেই কোয়ারানটিনে থাকার ব্যবস্থা করলেন । একটি ঘরের উপরের অংশে পিলারের সঙ্গে বাঁশ বেঁধে মাচা বানিয়ে ফেলেন । এরপর তাতেই থাকা শুরু করেছেন কোচবিহারের যুবক । স্নান, খাওয়ার জন্যও আলাদা ব্যবস্থা করেছেন তিনি ।

কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পুঁটিমারি গ্রামে বাড়ি খোকন রায় বসুনিয়ার ৷ কর্মসূত্রে তিনি সিকিমে থাকেন । রবিবার সিকিম থেকে বাড়ি ফিরেছেন। কিন্তু বাড়ি ফিরে সকলের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন। কোরোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ঘরের উপরের অংশে মাচা বানিয়ে তাতে থাকা শুরু করেছেন । তাঁর জন্য আলাদা করে খাওয়া ও স্নানের ব্যবস্থা করা হয়েছে ৷ যাতে সবরকমভাবে বাড়ির লোকের সংস্পর্শ এড়ানো যায় । তাঁর কথায়, "বাড়ি ফিরে আতঙ্কে রয়েছি, আতঙ্ক থেকেই সাবধানতা অবলম্বন । পরিবারের সকলে যাতে সুস্থ থাকেন, তাই অন্য সদস্যদের থেকে সম্পূর্ণ আলাদা থাকছি । শারীরিক কোনও সমস্যা এখনও দেখা দেয়নি । অসুবিধা হলে হাসপাতালে যাব ।"

খোকনের বাবা পুলিন রায় বসুনিয়া বলেন, "ছেলে বাড়িতে এসেই আলাদা থাকার জন্য ঘরের উপরে থাকার ব্যবস্থা করেছে । এতে অসুবিধা হলেও ছেলে মানিয়ে নিচ্ছে ।"

এবিষয়ে BDO সম্বল ঝা-র মত, "কোরানার বিরূদ্ধে লড়তে গেলে আমাদের সকলকে সচেতন থাকতে হবে । ওই যুবক অভিনব উদ্যোগ নিয়েছেন । এমনভাবে সবাইকে সচেতন হতে হবে । এগিয়ে আসতে হবে ।"

কোচবিহার, 27 মে : সিকিম থেকে ফিরেছেন সম্প্রতি । কোরোনায় সংক্রমিত কি না জানেন না । তবে, ভিনরাজ্য থেকে ফিরেছেন, বাড়িতে যাতে কেউ সংক্রমিত না হন তার জন্য নিজেই কোয়ারানটিনে থাকার ব্যবস্থা করলেন । একটি ঘরের উপরের অংশে পিলারের সঙ্গে বাঁশ বেঁধে মাচা বানিয়ে ফেলেন । এরপর তাতেই থাকা শুরু করেছেন কোচবিহারের যুবক । স্নান, খাওয়ার জন্যও আলাদা ব্যবস্থা করেছেন তিনি ।

কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পুঁটিমারি গ্রামে বাড়ি খোকন রায় বসুনিয়ার ৷ কর্মসূত্রে তিনি সিকিমে থাকেন । রবিবার সিকিম থেকে বাড়ি ফিরেছেন। কিন্তু বাড়ি ফিরে সকলের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন। কোরোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ঘরের উপরের অংশে মাচা বানিয়ে তাতে থাকা শুরু করেছেন । তাঁর জন্য আলাদা করে খাওয়া ও স্নানের ব্যবস্থা করা হয়েছে ৷ যাতে সবরকমভাবে বাড়ির লোকের সংস্পর্শ এড়ানো যায় । তাঁর কথায়, "বাড়ি ফিরে আতঙ্কে রয়েছি, আতঙ্ক থেকেই সাবধানতা অবলম্বন । পরিবারের সকলে যাতে সুস্থ থাকেন, তাই অন্য সদস্যদের থেকে সম্পূর্ণ আলাদা থাকছি । শারীরিক কোনও সমস্যা এখনও দেখা দেয়নি । অসুবিধা হলে হাসপাতালে যাব ।"

খোকনের বাবা পুলিন রায় বসুনিয়া বলেন, "ছেলে বাড়িতে এসেই আলাদা থাকার জন্য ঘরের উপরে থাকার ব্যবস্থা করেছে । এতে অসুবিধা হলেও ছেলে মানিয়ে নিচ্ছে ।"

এবিষয়ে BDO সম্বল ঝা-র মত, "কোরানার বিরূদ্ধে লড়তে গেলে আমাদের সকলকে সচেতন থাকতে হবে । ওই যুবক অভিনব উদ্যোগ নিয়েছেন । এমনভাবে সবাইকে সচেতন হতে হবে । এগিয়ে আসতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.