কোচবিহার, 19 মার্চ : কোরোনা আতঙ্কের প্রভাব পড়ল কোচবিহারের মদনমোহন মন্দিরে ৷ এবার থেকে স্যানিটাইজ়ার দিয়ে হাত পরিষ্কার করে পুজো দিতে হবে । এছাড়া অনির্দিষ্টকালের জন্য মদনমোহন বাড়ি সহ ট্রাস্টের অধীনে থাকা মন্দিরগুলিতে ভোগ বিতরণ বন্ধ থাকবে । মন্দির চত্বরে জমায়েত করা যাবে না । ভিড় এড়িয়ে চলতে হবে । এমনকী ভিড় করে অঞ্জলি দেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
কোচবিহারে মদনমোহন বাড়ির বড়বাবু জয়ন্ত চক্রবর্তী বলেন, "মানুষকে সচেতন রাখতে কোনওভাবেই যাতে কোরোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা না বাড়ে সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে ।"
কোচবিহারের কুল দেবতা মদনমোহন মন্দিরে প্রতিদিনই দেশ ও দেশের বিভিন্ন প্রান্তের বহু পুণ্যার্থী ভিড় করেন । রাজ আমলের নিয়ম মেনে সেখানে মদনমোহনের পুজো দেওয়া হয় । অঞ্জলি দিতে অংশ নেন বহু সংখ্যক মানুষ । প্রতিদিনই পুজো শেষে বিশেষ ভোগ বিতরণ করা হয় সেখানে । ভিড় এড়াতে এবার সেই ভোগ বিতরণ বন্ধ করা হল । মন্দির চত্বরে জমায়েত করা যাবে না । পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে যেতে হবে । তবে মদনমোহনের পুজো চলবে নিয়ম মেনেই । দেবত্র ত্রাস্টের অধীনে থাকা 32 টি মন্দিরেই এই নিয়ম চালু করা হয়েছে ।