ETV Bharat / state

কোচবিহারে 51 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ - corona latest update

কোচবিহার থেকে গতকাল 51 জনের নমুনা উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়েছিল । বুধবার দুপুরে শিলিগুড়ি থেকে ওই রিপোর্ট কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগে পাঠানো হয় ।

cooch behar
কোচবিহারে
author img

By

Published : Apr 22, 2020, 2:30 PM IST

কোচবিহার, 22 এপ্রিল : কোচবিহার থেকে গতকাল 51 জনের নমুনা পুল টেস্টিং-র জন্য শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়েছিল । প্রত্যেক রিপোর্টই নেগেটিভ এসেছে । বুধবার দুপুরে শিলিগুড়ি থেকে ওই রিপোর্ট কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগে আসে । কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান এই বিষয়ে বলেন, “ সব রিপোর্ট নেগেটিভ এসেছে ।”

কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় সোয়াবের নমুনা সংগ্রহ করার জন্য 2টি বুথ ও 51টি মোবাইল ভ‍্যান রয়েছে । পুল টেস্টিংয়ের জন্য ওই দুই বুথ ও মোবাইল ভ‍্যানের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে । সোমবার পর্যন্ত 29 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । 23 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । আরও 6 জনের রিপোর্ট আসার অপেক্ষা করছে জেলা স্বাস্থ্য বিভাগ ।

গতকাল আরও 51 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । রিপোর্ট নেগেটিভ আসায় যথেষ্ট স্বস্তিতে কোচবিহার জেলা স্বাস্থ্যকর্তারা ।

কোচবিহার, 22 এপ্রিল : কোচবিহার থেকে গতকাল 51 জনের নমুনা পুল টেস্টিং-র জন্য শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়েছিল । প্রত্যেক রিপোর্টই নেগেটিভ এসেছে । বুধবার দুপুরে শিলিগুড়ি থেকে ওই রিপোর্ট কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগে আসে । কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান এই বিষয়ে বলেন, “ সব রিপোর্ট নেগেটিভ এসেছে ।”

কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় সোয়াবের নমুনা সংগ্রহ করার জন্য 2টি বুথ ও 51টি মোবাইল ভ‍্যান রয়েছে । পুল টেস্টিংয়ের জন্য ওই দুই বুথ ও মোবাইল ভ‍্যানের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে । সোমবার পর্যন্ত 29 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । 23 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । আরও 6 জনের রিপোর্ট আসার অপেক্ষা করছে জেলা স্বাস্থ্য বিভাগ ।

গতকাল আরও 51 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । রিপোর্ট নেগেটিভ আসায় যথেষ্ট স্বস্তিতে কোচবিহার জেলা স্বাস্থ্যকর্তারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.