ETV Bharat / state

বাড়ি ফেরার দিনই এল কফিনবন্দী দেহ - চেন্নাইয়ে মৃত বাংলার রাজমিস্ত্রি

প্রতিবেশীরা বলছেন, বিশ্বনাথের আয়েই সংসার চলত ৷

labourer
শোকস্তব্ধ পরিবার
author img

By

Published : Jan 21, 2020, 2:10 PM IST

Updated : Jan 21, 2020, 4:33 PM IST

কোচবিহার, 21 জানুয়ারি : সংসারের হাল ফেরাতে ভিনরাজ্যে কাজে গেছিলেন ৷ ফেরার কথা ছিল সোমবার ৷ ফিরলেন ৷ তবে কফিনবন্দী হয়ে ৷ গতকাল মেখলিগঞ্জের বাড়িতে পৌঁছাল বিশ্বনাথ মণ্ডলের দেহ (33) ৷

বিশ্বনাথের বাড়ি মেখলিগঞ্জ ব্লকের জামালদহ এলাকার হাসপাতাল পাড়ায় ৷ মাস ছয়েক আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে যান ৷ বাড়ি ফেরার জন্য শনিবার বিকেলে ট্রেনে ওঠার কথা ছিল ৷ তার আগে ওইদিন সকালে কাজ যান ৷ তাঁর সহকর্মীরা জানিয়েছেন, বেলা এগারোটা নাগাদ পা পিছলে বহুতলের সাততলা থেকে নিচে পড়ে যান বিশ্বনাথ ৷ ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় ৷

youth died
বিশ্বনাথ মণ্ডল

পুলিশি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সোমবার দুপুরে চেন্নাই থেকে বিমানে বিশ্বনাথের কফিনবন্দী দেহ আসে বাগডোগরা বিমানবন্দরে ৷ সেখান থেকে গাড়িতে করে বাড়িতে আনা হয় মৃতদেহ ৷ কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজনরা ৷

পা পিছলে বহুতলের সাততলা থেকে নিচে পড়ে যান বিশ্বনাথ

বাড়িতে আছে মা, ভাই, স্ত্রী ও বছর ছয়েকের সন্তান ৷ মৃতের স্ত্রী মায়ান্তি মণ্ডল কাঁদতে কাদতে বলেন, তাঁদের অভাবের সংসার ৷ সন্তানকে নিয়ে পরিবার কীভাবে চলবে, কিছুই বুঝতে পারছেন না ৷

কোচবিহার, 21 জানুয়ারি : সংসারের হাল ফেরাতে ভিনরাজ্যে কাজে গেছিলেন ৷ ফেরার কথা ছিল সোমবার ৷ ফিরলেন ৷ তবে কফিনবন্দী হয়ে ৷ গতকাল মেখলিগঞ্জের বাড়িতে পৌঁছাল বিশ্বনাথ মণ্ডলের দেহ (33) ৷

বিশ্বনাথের বাড়ি মেখলিগঞ্জ ব্লকের জামালদহ এলাকার হাসপাতাল পাড়ায় ৷ মাস ছয়েক আগে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে যান ৷ বাড়ি ফেরার জন্য শনিবার বিকেলে ট্রেনে ওঠার কথা ছিল ৷ তার আগে ওইদিন সকালে কাজ যান ৷ তাঁর সহকর্মীরা জানিয়েছেন, বেলা এগারোটা নাগাদ পা পিছলে বহুতলের সাততলা থেকে নিচে পড়ে যান বিশ্বনাথ ৷ ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় ৷

youth died
বিশ্বনাথ মণ্ডল

পুলিশি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সোমবার দুপুরে চেন্নাই থেকে বিমানে বিশ্বনাথের কফিনবন্দী দেহ আসে বাগডোগরা বিমানবন্দরে ৷ সেখান থেকে গাড়িতে করে বাড়িতে আনা হয় মৃতদেহ ৷ কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজনরা ৷

পা পিছলে বহুতলের সাততলা থেকে নিচে পড়ে যান বিশ্বনাথ

বাড়িতে আছে মা, ভাই, স্ত্রী ও বছর ছয়েকের সন্তান ৷ মৃতের স্ত্রী মায়ান্তি মণ্ডল কাঁদতে কাদতে বলেন, তাঁদের অভাবের সংসার ৷ সন্তানকে নিয়ে পরিবার কীভাবে চলবে, কিছুই বুঝতে পারছেন না ৷

Intro:ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো কোচবিহারের এক যুবকের৷


কোচবিহার :২০ জানুয়ারি :

ফের ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক যুবকের৷ বাড়ি ফেরা হলো না মজুরির টাকা নিয়ে৷ কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহ এলাকার হাসপাতাল পাড়ার এক যুবক শ্রমিকের কাজে ছুটে যান তামিলনাড়ুর চেন্নাই শহরে৷ সেখানে রাজ মিস্ত্রির কাজ করতে যান ছয় মাস আগে৷কিন্তূ ,সেখানে কাজ করার সময় এক অট্টালিকার সাত নম্বর ছাদ থেকে কাজ করার সময় ছাদ থেকে পিচলে নিচে পরে যান৷ঘটনা স্থলে মৃত্যু হয় ওই যুবকের৷গত শনিবারই ট্রেনে ওঠার কথা ছিল বাড়ি আসার জন্য ,বাড়ি ফিরবে সোমবার৷কিন্তু ,বাড়ি ফিরেছে সোমবারই তবে কফিন বন্দী হয়ে ৷

পরিবার সূত্রে জানা গেছে যুবকের বাড়ি ফেরার কথা ছিল সোমবারই ,ট্রেনের টিকিটও কেঁটেছে৷ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে ৭ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্য হয় । মৃত ওই যুবকের নাম বিশ্বনাথ মন্ডল(৩৩).তার স্ত্রীর নাম কণিকা মন্ডল ,তাদের এক পুত্র সন্তান রয়েছে(৪)।ভাগ্যের নির্মম পরিহাস ,ট্রেনের টিকিট কেটে সোমবার দিনই তার বাড়ির ফেরার কথা ছিল ,কিন্তু ,বাড়ি ফিরলো কফিন বন্দী হয়ে৷ শ্রমিকের কফিন বন্দি দেহ জামালদহে নিজের বাড়িতে এসে পৌঁছায়। দেহ বাড়িতে পৌঁছাতেই ভেঙ্গে পড়ে তার পরিবার। পরিবার সূত্রে জানানো হয়েছে, গত ছয় মাস আগে চেন্নাইয়ে গিয়েছিল শ্রমিকের কাজ করতে। সোমবার দিন বাড়িতে আসবে বলে ট্রেনের টিকিও কেটেছিল ওই যুবক। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বাড়িতে এসে পৌঁছালো ঠিকই, তবে কফিন বন্দি হয়ে। স্বামীর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না তার স্ত্রী কনিকা বর্মন ও পরিবার।
পরিবারে একমাত্র রোজগেড়ে এভাবে মৃত্যূতে শোকের ছায়া পরিবার সহ গোটা গ্রামে৷

যুবকের স্ত্রী কনিকা বর্মন বাকরুদ্ধ হয়ে জানান "এখন কিভাবে চলবে তার সন্তানকে নিয়ে ,এমনই তাদের সংসারে অভাব "৷Body:COB Conclusion:
Last Updated : Jan 21, 2020, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.