ETV Bharat / state

কোরোনায় মৃত্যু শীতলকুচির BDO-র - undefined

2018 সাল থেকে কোচবিহারের শীতলকুচিতে BDO হিসেবে কর্মরত ছিলেন ওয়াংদি গ্যালপো ভুটিয়া ।

Coochbehar Shitalkuchi BDO died after being infected with corona
কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন শীতলকুচির BDO
author img

By

Published : Oct 23, 2020, 7:01 AM IST

কোচবিহার, 23 অক্টোবর :কোরোনায় মৃত্যু হল কোচবিহারের শীতলকুচির BDO ওয়াংদি গ্যালপো ভুটিয়ার ৷ গতকাল শিলিগুড়ির একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল 54 বছর । তিনি দার্জিলিঙের বাসিন্দা ছিলেন ৷

2018 সাল থেকে শীতলকুচিতে BDO হিসেবে কর্মরত ছিলেন ওয়াংদি গ্যালপো ভুটিয়া । তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Coochbehar Shitalkuchi BDO died after being infected with corona
কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন শীতলকুচির BDO

অন্যদিকে কোচবিহারে গতকাল নতুন করে 119 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে । সংক্রমিতদের মধ্যে 95 জন সুস্থ হয়েছে । জানিয়েছেন জেলাশাসক পবন কাদিয়ান ৷ জেলায় সংক্রমিতদের মধ্যে কোচবিহার সদর মহকুমায় 58 জন, মাথাভাঙায় 6 জন, তুফানগঞ্জে 9 জন, দিনহাটায় 19 জন এবং মেখলিগঞ্জে 27 জন রয়েছে । এনিয়ে জেলায় সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল 7 হাজার 369 জন । তার মধ্যে সুস্থ হয়েছে 6 হাজার 636 জন । মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 50 । জেলায় বর্তমানে সক্রিয় কেস রয়েছে 683টি ৷

কোচবিহার, 23 অক্টোবর :কোরোনায় মৃত্যু হল কোচবিহারের শীতলকুচির BDO ওয়াংদি গ্যালপো ভুটিয়ার ৷ গতকাল শিলিগুড়ির একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল 54 বছর । তিনি দার্জিলিঙের বাসিন্দা ছিলেন ৷

2018 সাল থেকে শীতলকুচিতে BDO হিসেবে কর্মরত ছিলেন ওয়াংদি গ্যালপো ভুটিয়া । তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Coochbehar Shitalkuchi BDO died after being infected with corona
কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন শীতলকুচির BDO

অন্যদিকে কোচবিহারে গতকাল নতুন করে 119 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে । সংক্রমিতদের মধ্যে 95 জন সুস্থ হয়েছে । জানিয়েছেন জেলাশাসক পবন কাদিয়ান ৷ জেলায় সংক্রমিতদের মধ্যে কোচবিহার সদর মহকুমায় 58 জন, মাথাভাঙায় 6 জন, তুফানগঞ্জে 9 জন, দিনহাটায় 19 জন এবং মেখলিগঞ্জে 27 জন রয়েছে । এনিয়ে জেলায় সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল 7 হাজার 369 জন । তার মধ্যে সুস্থ হয়েছে 6 হাজার 636 জন । মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 50 । জেলায় বর্তমানে সক্রিয় কেস রয়েছে 683টি ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.