ETV Bharat / state

বাড়বে আয়, লকডাউনে 3টি দপ্তর খোলা রাখাতে চায় কোচবিহার পৌরসভা - কোচবিহার

লকডাউনের জেরে পৌরসভার ট‍্যাক্স কালেকশন সহ সমস্ত আয়ের উৎস বন্ধ রয়েছে । ফলে অস্থায়ী কর্মীদের বেতন দিতে সমস্যায় পড়তে হবে পৌরসভাকে । বাধ্য হয়েই তিনটি দপ্তর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এমনটাই দাবি পৌর কর্তৃপক্ষের ৷

Coochbehar
কোচবিহার পৌরসভা
author img

By

Published : Apr 14, 2020, 5:33 PM IST

কোচবিহার , 14 এপ্রিল : আয় বাড়াতে লকডাউনের মাঝেই তিনটি বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নিল কোচবিহার পৌরসভা । ট্রেড লাইসেন্স, নামজারি ও গৃহপরিকল্পনা সম্মতিমূলক বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রতি সপ্তাহের সোমবার থেকে বুধবার পর্যন্ত বিভাগগুলি খোলা থাকবে ৷ সময় সকাল দশটা থেকে দুপুর দেড়টা ।

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে । এই লকডাউনের কারণে অফিস-আদালত সব বন্ধ । কার্যত বন্ধ কোচবিহার পৌরসভাও । এই পরিস্থিতিতে আয় বাড়াতে ট্রেড লাইসেন্স , নামজারি ও গৃহপরিকল্পনা সম্মতিমূলক বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা ।

পৌর কর্তৃপক্ষের দাবি, লকডাউনের জেরে পৌরসভার কর আদায় সহ সমস্ত আয়ের উৎস বন্ধ রয়েছে । ফলে অস্থায়ী কর্মীদের বেতন দিতে সমস্যায় পড়তে হবে পৌরসভাকে । বাধ্য হয়ে ওই বিভাগগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এনিয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ বলেন , "আগের বোর্ড মিটিংয়ে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে এবিষয়ে প্রশাসন অনুমতি দেবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে পৌর কর্তৃপক্ষের ৷"

যদিও বিষয়টি নিয়ে কোচবিহার সদরের মহকুমা শাসক সঞ্জয় পাল বলেন, "বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি ।"

কোচবিহার , 14 এপ্রিল : আয় বাড়াতে লকডাউনের মাঝেই তিনটি বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নিল কোচবিহার পৌরসভা । ট্রেড লাইসেন্স, নামজারি ও গৃহপরিকল্পনা সম্মতিমূলক বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রতি সপ্তাহের সোমবার থেকে বুধবার পর্যন্ত বিভাগগুলি খোলা থাকবে ৷ সময় সকাল দশটা থেকে দুপুর দেড়টা ।

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে । এই লকডাউনের কারণে অফিস-আদালত সব বন্ধ । কার্যত বন্ধ কোচবিহার পৌরসভাও । এই পরিস্থিতিতে আয় বাড়াতে ট্রেড লাইসেন্স , নামজারি ও গৃহপরিকল্পনা সম্মতিমূলক বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা ।

পৌর কর্তৃপক্ষের দাবি, লকডাউনের জেরে পৌরসভার কর আদায় সহ সমস্ত আয়ের উৎস বন্ধ রয়েছে । ফলে অস্থায়ী কর্মীদের বেতন দিতে সমস্যায় পড়তে হবে পৌরসভাকে । বাধ্য হয়ে ওই বিভাগগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

এনিয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ বলেন , "আগের বোর্ড মিটিংয়ে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে এবিষয়ে প্রশাসন অনুমতি দেবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে পৌর কর্তৃপক্ষের ৷"

যদিও বিষয়টি নিয়ে কোচবিহার সদরের মহকুমা শাসক সঞ্জয় পাল বলেন, "বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.