কোচবিহার, 15 জুন : করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী ৷ আশঙ্কা চিকিৎসক মহলের ৷ সেইমতো পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় , সেইমতো আগাম বৈঠক করল কোচবিহারের টাস্ক ফোর্স ৷ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় যা যা পদক্ষেপের ঘাটতি ছিল , তা যাতে তৃতীয় ঢেউ মোকাবিলায় সমস্যার কারণ না হয় , সেদিকে বাড়তি নজর দিতেই আজকের বৈঠক ৷
এবিষয়ে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন , " আজকের বৈঠকে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় ৷ পাশাপাশি আসন্ন করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় যাতে কোনও ঘাটতি না থাকে , সেদিকেও বাড়তি সতর্কতা নেওয়া হয় ৷ হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নতিতে কোনও রদবদল আনা যায় কিনা , সেবিষয়েও আলোচনা চলে ৷" এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সহ পুলিশ , মেডিক্যাল কলেজের অধ্যক্ষ , জেলাস্তরের একাধিক আধিকারিক ৷
কোচবিহার জেলা প্রশাসন সূত্রে খবর,করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে জেলায় আক্রান্তের সংখ্যা ক্রমশ কমতে শুরু করেছে। গতকাল জেলায় 182 জনের দেহে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 1 হাজার 146 জন। এদের মধ্যে 136 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যান্যরা সেফ হোম কিংবা হোম আইসোলেশনে রয়েছেন।
ইতিমধ্যে জেলার 3 লাখ 23 হাজার 512 জনকে প্রথম ডোজ় এবং 94 হাজার 970 জনকে করোনা টিকার দ্বিতীয় ডোজ় দেওয়া হয়েছে ।
আরও পড়ুন : এলজেপি-তে সভাপতির পদ খোয়ালেন রামবিলাসের চিরাগ