ETV Bharat / state

রক্ত দিয়ে প্রসূতিকে বাঁচালেন মাথাভাঙার মহকুমাশাসক - lady

আজ মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতিকে রক্ত দিয়ে বাঁচান মহকুমাশাসক ।

coochbehar dm gives blood an save life of a pregnant woman
সঙ্কটে রক্ত দিয়ে প্রসূতির প্রাণ বাঁচালেন মাথাভাঙার মহকুমাশাসক
author img

By

Published : Apr 3, 2020, 8:25 PM IST

কোচবিহার, 3 এপ্রিল : লকডাউনের জেরে রক্ত সংকট দেখা গেছে একাধিক জায়গায় । তারই মাঝে রক্ত দিয়ে এক প্রসূতিকে বাঁচালেন মাথাভাঙার মহকুমাশাসক ৷ ওই প্রসূতির নাম সান্ত্বনা বর্মণ ৷ তিনি মাথাভাঙা 2 নম্বর ব্লকের আঙ্গারকাটা পাড়ডুবির বাসিন্দা ৷

লকডাউনের জেরে অধিকাংশ এলাকা জনশূন্য ৷ ব্লাডব্যাঙ্কে দেখা দিয়েছে রক্ত সংকটও । ফলে ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না অনেক রোগী । আজ মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতির রক্তের প্রয়োজন হয় । রক্ত না পাওয়া গেলে জীবন সংশয় হতে পারত তাঁর । খবর যায় মাথাভাঙার মহকুমাশাসক জিতিন যাদবের কাছে ৷ শোনামাত্রই নিজেই হাসপাতালের ব্লাডব্যাঙ্কে যান ৷ রক্মাত দেন তিনি ।

মাথাভাঙা মহকুমা হাসপাতালের সুপার দেবদ্বীপ ঘোষ বলেন, "মহকুমাশাসক আজ বিপদে রোগীর পাশে দাঁড়িয়েছেন ৷ সবার তাঁকে অনুসরণ করা প্রয়োজন । হাসপাতালে ভরতি হওয়া মহিলার AB পজ়িটিভ রক্ত দরকার ছিল ৷ " হাসপাতালের ব্লাডব্যাঙ্কে রক্ত ছিল না ।এরপর তাঁর পরিবারের সদস্যরা স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারস্থ হয় । কিন্তু ,ওই গ্রুপের রক্ত কোথাও মিলছিল না ৷ বিষয়টি জানতে পেরে মহকুমাশাসক হাসপাতালে আসেন ৷ তাঁর রক্তের গ্রুপের সঙ্গে ওই মহিলার রক্তের গ্রুপের মিল পাওয়া যায় ৷ এরপর তিনি নিজে ব্লাডব্যাঙ্কে রক্ত দিয়ে যান ৷

সান্তনার এক আত্মীয় বলেন, " মহকুমাশাসক যা করলেন, তা অপূরণীয় । উনি ভগবানের মতো । " যদিও এনিয়ে মহকুমাশাসক নিজে কোনও মন্তব্য করতে চাননি ৷

কোচবিহার, 3 এপ্রিল : লকডাউনের জেরে রক্ত সংকট দেখা গেছে একাধিক জায়গায় । তারই মাঝে রক্ত দিয়ে এক প্রসূতিকে বাঁচালেন মাথাভাঙার মহকুমাশাসক ৷ ওই প্রসূতির নাম সান্ত্বনা বর্মণ ৷ তিনি মাথাভাঙা 2 নম্বর ব্লকের আঙ্গারকাটা পাড়ডুবির বাসিন্দা ৷

লকডাউনের জেরে অধিকাংশ এলাকা জনশূন্য ৷ ব্লাডব্যাঙ্কে দেখা দিয়েছে রক্ত সংকটও । ফলে ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না অনেক রোগী । আজ মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতির রক্তের প্রয়োজন হয় । রক্ত না পাওয়া গেলে জীবন সংশয় হতে পারত তাঁর । খবর যায় মাথাভাঙার মহকুমাশাসক জিতিন যাদবের কাছে ৷ শোনামাত্রই নিজেই হাসপাতালের ব্লাডব্যাঙ্কে যান ৷ রক্মাত দেন তিনি ।

মাথাভাঙা মহকুমা হাসপাতালের সুপার দেবদ্বীপ ঘোষ বলেন, "মহকুমাশাসক আজ বিপদে রোগীর পাশে দাঁড়িয়েছেন ৷ সবার তাঁকে অনুসরণ করা প্রয়োজন । হাসপাতালে ভরতি হওয়া মহিলার AB পজ়িটিভ রক্ত দরকার ছিল ৷ " হাসপাতালের ব্লাডব্যাঙ্কে রক্ত ছিল না ।এরপর তাঁর পরিবারের সদস্যরা স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারস্থ হয় । কিন্তু ,ওই গ্রুপের রক্ত কোথাও মিলছিল না ৷ বিষয়টি জানতে পেরে মহকুমাশাসক হাসপাতালে আসেন ৷ তাঁর রক্তের গ্রুপের সঙ্গে ওই মহিলার রক্তের গ্রুপের মিল পাওয়া যায় ৷ এরপর তিনি নিজে ব্লাডব্যাঙ্কে রক্ত দিয়ে যান ৷

সান্তনার এক আত্মীয় বলেন, " মহকুমাশাসক যা করলেন, তা অপূরণীয় । উনি ভগবানের মতো । " যদিও এনিয়ে মহকুমাশাসক নিজে কোনও মন্তব্য করতে চাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.