ETV Bharat / state

কোরোনা সচেতনতায় রাস্তার উপর ছবি এঁকে বার্তা কোচবিহার পুলিশের - Coochbehar

কোচবিহারের বিভিন্ন এলাকায় জেলা সড়ক, রাজ্য সড়কের উপর কোরানা মোকাবিলার সচেতনতার বার্তা দিতে লেখা হল "বাড়িতে থাকুন, সুস্থ থাকুন"৷

ছবি
ছবি
author img

By

Published : Apr 7, 2020, 7:56 PM IST

কোচবিহার, 7 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন । তৎপর কেন্দ্র ও রাজ্য প্রশাসন ৷ লকডাউন সফল করতে পুলিশের তরফেও একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে জেলায় জেলায় ৷ কোথাও গান গেয়ে, বা কোথাও রাস্তার উপর ছবি এঁকে । এবার এমনই ছবি সামনে এল কোচবিহার থেকে । কোচবিহার সদর ও মাথাভাঙ্গার নিশিগঞ্জ এলাকার মূল রাস্তাগুলিতে আঁকা হল এমনই ছবি ।

কোচবিহারের বিভিন্ন এলাকায় জেলা সড়ক, রাজ্য সড়কের উপর কোরানা মোকাবিলার সচেতনতার বার্তা দিতে লেখা হল "বাড়িতে থাকুন, সুস্থ থাকুন"৷ এর আগেও পুলিশের তরফে মানুষকে বার বার সচেতন করা হয়েছে ৷ দেওয়া হয়েছে সতর্কবার্তাও । এবার সেই সচেতনতা বাড়াতেই শুরু হল প্রচার লিখন ৷

Coochbehar
লকডাউন সফল করতে সচেতনতা বার্তা কোচবিহার পুলিশের

কোরোনা পরিস্থিতিতে পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে শহরের বাসিন্দারাও ৷ পাশাপাশি সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন হতে হবে বলেও মনে করছে কোচবিহার জেলা পুলিশ ।

কোচবিহার, 7 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন । তৎপর কেন্দ্র ও রাজ্য প্রশাসন ৷ লকডাউন সফল করতে পুলিশের তরফেও একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে জেলায় জেলায় ৷ কোথাও গান গেয়ে, বা কোথাও রাস্তার উপর ছবি এঁকে । এবার এমনই ছবি সামনে এল কোচবিহার থেকে । কোচবিহার সদর ও মাথাভাঙ্গার নিশিগঞ্জ এলাকার মূল রাস্তাগুলিতে আঁকা হল এমনই ছবি ।

কোচবিহারের বিভিন্ন এলাকায় জেলা সড়ক, রাজ্য সড়কের উপর কোরানা মোকাবিলার সচেতনতার বার্তা দিতে লেখা হল "বাড়িতে থাকুন, সুস্থ থাকুন"৷ এর আগেও পুলিশের তরফে মানুষকে বার বার সচেতন করা হয়েছে ৷ দেওয়া হয়েছে সতর্কবার্তাও । এবার সেই সচেতনতা বাড়াতেই শুরু হল প্রচার লিখন ৷

Coochbehar
লকডাউন সফল করতে সচেতনতা বার্তা কোচবিহার পুলিশের

কোরোনা পরিস্থিতিতে পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে শহরের বাসিন্দারাও ৷ পাশাপাশি সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন হতে হবে বলেও মনে করছে কোচবিহার জেলা পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.