ETV Bharat / state

TMC Party Office Opening: রাজ্য সড়ক আটকে তৃণমূলের পার্টি অফিস উদ্বোধন কোচবিহারে - TMC Party Office Opening in Cooch Behar

কোচবিহারে রাস্তা আটকে তৃণমূলের পার্টি অফিস উদ্বোধন (TMC Party Office Opening) ৷ ঘটনার কথা স্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব (TMC Party Office Opening in Cooch Behar) ৷

cooch behar tmc party office
ETV Bharat
author img

By

Published : Sep 25, 2022, 10:24 PM IST

কোচবিহার, 25 সেপ্টেম্বর: তৃণমূল পার্টি অফিসের উদ্বোধনের (TMC Party Office Opening in Cooch Behar) জন্য দিনভর রাস্তা আটকে চলল অনুষ্ঠান, যার জেরে ভোগান্তি পোহালেন স্থানীয় মানুষ ৷ শনিবার এমনই ঘটনার সাক্ষী থাকল কোচবিহার শহরের নিউটাউন এলাকা । দুপুরে এই পার্টি অফিসের উদ্বোধন হওয়ার কথা থাকলেও মন্ত্রীরা রাতে আসেন উদ্বোধন করতে, ফলে রাত পর্যন্ত ওই রাস্তা বন্ধ থাকে বলে অভিযোগ ৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী পুলক রায়, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ-সহ অন্যান্যরা । কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, গত 1 অগস্ট জেলা তৃণমূল সভাপতি হওয়ার পরে তাঁকে রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছিল এই কার্যালয় খোলার জন্য । শনিবার উদ্বোধন হল তার । তবে পুলিশের অনুমতি নিয়েই রাস্তা আটকে এই কর্মসূচি নেওয়া হয়েছে (TMC party office inaugurated allegedly by blocking road ) ।

আরও পড়ুন: হাসপাতালে ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, অবস্থা আপাতত স্থিতিশীল

জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, জেলা তৃণমূলের স্থায়ী কোনও কার্যালয় ছিল না কোচবিহার শহরে । আগে কোচবিহার শহরের মা ভবানী চৌপথি এলাকায় একটি ভাড়া বাড়িতে তৃণমূলের কার্যালয় চলত । রবীন্দ্রনাথ ঘোষ সেখান থেকেই দলের কাজকর্ম পরিচালনা করতেন । পরে রবীন্দ্রনাথ ঘোষকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ায়, সেই বাড়ির মালিক কার্যালয়ের দখল নেন । পরবর্তীতে জেলা শহরে আর নতুন করে কোনও তৃণমূল কার্যালয় খোলেনি ৷

কিছুদিন আগে ধূপগুড়িতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থপ্রতিম রায়কে কোচবিহারে নতুন জেলা কার্যালয় খোলার নির্দেশ দিয়েছিলেন । সেইমতো গত 1 অগষ্ট দুপুরে সেই কার্যালয়ের উদ্বোধন করেন পার্থপ্রতিম রায় । এই উদ্বোধন অনুষ্ঠান চলাকালীন ফোন আসে পার্থপ্রতিম রায়ের কাছে । তিনি জানতে পারেন জেলা তৃণমূল সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে । নতুন সভাপতি করা হয়েছে অভিজিৎ দে ভৌমিককে । এরপরই পার্টি অফিস ফাঁকা হয়ে যায় ৷ শনিবার উদ্বোধন হল নতুন কার্যালয়ের (Cooch Behar TMC Party office opening) ৷

কোচবিহার, 25 সেপ্টেম্বর: তৃণমূল পার্টি অফিসের উদ্বোধনের (TMC Party Office Opening in Cooch Behar) জন্য দিনভর রাস্তা আটকে চলল অনুষ্ঠান, যার জেরে ভোগান্তি পোহালেন স্থানীয় মানুষ ৷ শনিবার এমনই ঘটনার সাক্ষী থাকল কোচবিহার শহরের নিউটাউন এলাকা । দুপুরে এই পার্টি অফিসের উদ্বোধন হওয়ার কথা থাকলেও মন্ত্রীরা রাতে আসেন উদ্বোধন করতে, ফলে রাত পর্যন্ত ওই রাস্তা বন্ধ থাকে বলে অভিযোগ ৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী পুলক রায়, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ-সহ অন্যান্যরা । কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, গত 1 অগস্ট জেলা তৃণমূল সভাপতি হওয়ার পরে তাঁকে রাজ্য নেতৃত্ব নির্দেশ দিয়েছিল এই কার্যালয় খোলার জন্য । শনিবার উদ্বোধন হল তার । তবে পুলিশের অনুমতি নিয়েই রাস্তা আটকে এই কর্মসূচি নেওয়া হয়েছে (TMC party office inaugurated allegedly by blocking road ) ।

আরও পড়ুন: হাসপাতালে ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, অবস্থা আপাতত স্থিতিশীল

জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, জেলা তৃণমূলের স্থায়ী কোনও কার্যালয় ছিল না কোচবিহার শহরে । আগে কোচবিহার শহরের মা ভবানী চৌপথি এলাকায় একটি ভাড়া বাড়িতে তৃণমূলের কার্যালয় চলত । রবীন্দ্রনাথ ঘোষ সেখান থেকেই দলের কাজকর্ম পরিচালনা করতেন । পরে রবীন্দ্রনাথ ঘোষকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ায়, সেই বাড়ির মালিক কার্যালয়ের দখল নেন । পরবর্তীতে জেলা শহরে আর নতুন করে কোনও তৃণমূল কার্যালয় খোলেনি ৷

কিছুদিন আগে ধূপগুড়িতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থপ্রতিম রায়কে কোচবিহারে নতুন জেলা কার্যালয় খোলার নির্দেশ দিয়েছিলেন । সেইমতো গত 1 অগষ্ট দুপুরে সেই কার্যালয়ের উদ্বোধন করেন পার্থপ্রতিম রায় । এই উদ্বোধন অনুষ্ঠান চলাকালীন ফোন আসে পার্থপ্রতিম রায়ের কাছে । তিনি জানতে পারেন জেলা তৃণমূল সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে । নতুন সভাপতি করা হয়েছে অভিজিৎ দে ভৌমিককে । এরপরই পার্টি অফিস ফাঁকা হয়ে যায় ৷ শনিবার উদ্বোধন হল নতুন কার্যালয়ের (Cooch Behar TMC Party office opening) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.