ETV Bharat / state

Cooch Behar Municipality : অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও গ্র‍্যাচুইটি মেটানোর উদ্যোগ কোচবিহার পৌরসভার - cooch behar news

বেশ কয়েকমাস ধরে বন্ধ থাকার পর অবশেষে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও গ্র্যাচুইটি মিটিয়ে দেওয়ার উদ্যোগ নিল কোচবিহার পৌরসভা (Cooch Behar Municipality) ৷ এছাড়াও পৌরসভার আয় বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ ৷

Cooch Behar
কোচবিহার পৌরসভা
author img

By

Published : Apr 13, 2022, 7:45 AM IST

Updated : Apr 13, 2022, 9:12 AM IST

কোচবিহার, 13 এপ্রিল : অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও গ্র‍্যাচুইটি দেওয়ার উদ্যোগ নিল কোচবিহার পৌরসভা (Cooch behar municipality to pay pension and gratuity of retired employees)। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ৷ তিনি বলেন, "ইতিমধ্যেই পেনশন দেওয়ার কাজ শুরু হয়েছে । পাশাপাশি গ্র্যাচুয়িটি মেটানোর কাজও চলছে ।"

জানা গিয়েছে, কোচবিহার (Cooch Behar News) পৌরসভার 450 জন অস্থায়ী কর্মচারী ও 288 জন অবসরপ্রাপ্ত কর্মী ছিল । অস্থায়ী কর্মীদের বেশ কয়েক মাসের বেতন ও অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বাকি ছিল । প্রতিমাসে 288 জন অবসরপ্রাপ্ত কর্মীর পেনশন দিতে 41 লাখ টাকা দরকার । তিন মাস ধরে এই পেনশন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন অবসরপ্রাপ্ত কর্মীরা ।

সাংবাদিক বৈঠকে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

চেয়ারম্যান পদে বসে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন মেটাতে উদ্যোগী হন রবীন্দ্রনাথ ঘোষ । মার্চ মাসের শেষে একটি, চলতি মাসের শুরুতে একমাসের এবং মঙ্গলবার তৃতীয় পেনশন দেওয়া হয় । এর ফলে আর অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বাকি থাকল না । পাশাপাশি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র‍্যাচুইটি মেটানোর কাজও শুরু হয়েছে । গ্র‍্যাচুইটি বাবদ 10 কোটি টাকা দরকার । ধাপে ধাপে গ্র‍্যাচুইটি মেটানোর ব্যবস্থা হচ্ছে । মঙ্গলবার 4 জনকে গ্র‍্যাচুইটি বাবদ 18 লাখ টাকা দেওয়া হয় । রবীন্দ্রনাথবাবু বলেন, "পৌরসভার আয় বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে । এছাড়া ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জল জমা রুখতে নিকাশি নালা সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে ।"

আরও পড়ুন : Coochbihar river erosion: কোচবিহারে নদী ভাঙন রোধে 11 কোটি টাকা বরাদ্দ রাজ্যের

কোচবিহার, 13 এপ্রিল : অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও গ্র‍্যাচুইটি দেওয়ার উদ্যোগ নিল কোচবিহার পৌরসভা (Cooch behar municipality to pay pension and gratuity of retired employees)। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ৷ তিনি বলেন, "ইতিমধ্যেই পেনশন দেওয়ার কাজ শুরু হয়েছে । পাশাপাশি গ্র্যাচুয়িটি মেটানোর কাজও চলছে ।"

জানা গিয়েছে, কোচবিহার (Cooch Behar News) পৌরসভার 450 জন অস্থায়ী কর্মচারী ও 288 জন অবসরপ্রাপ্ত কর্মী ছিল । অস্থায়ী কর্মীদের বেশ কয়েক মাসের বেতন ও অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বাকি ছিল । প্রতিমাসে 288 জন অবসরপ্রাপ্ত কর্মীর পেনশন দিতে 41 লাখ টাকা দরকার । তিন মাস ধরে এই পেনশন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন অবসরপ্রাপ্ত কর্মীরা ।

সাংবাদিক বৈঠকে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

চেয়ারম্যান পদে বসে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন মেটাতে উদ্যোগী হন রবীন্দ্রনাথ ঘোষ । মার্চ মাসের শেষে একটি, চলতি মাসের শুরুতে একমাসের এবং মঙ্গলবার তৃতীয় পেনশন দেওয়া হয় । এর ফলে আর অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বাকি থাকল না । পাশাপাশি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র‍্যাচুইটি মেটানোর কাজও শুরু হয়েছে । গ্র‍্যাচুইটি বাবদ 10 কোটি টাকা দরকার । ধাপে ধাপে গ্র‍্যাচুইটি মেটানোর ব্যবস্থা হচ্ছে । মঙ্গলবার 4 জনকে গ্র‍্যাচুইটি বাবদ 18 লাখ টাকা দেওয়া হয় । রবীন্দ্রনাথবাবু বলেন, "পৌরসভার আয় বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে । এছাড়া ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জল জমা রুখতে নিকাশি নালা সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে ।"

আরও পড়ুন : Coochbihar river erosion: কোচবিহারে নদী ভাঙন রোধে 11 কোটি টাকা বরাদ্দ রাজ্যের

Last Updated : Apr 13, 2022, 9:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.