ETV Bharat / state

কোরোনা, প্রায় 80 কোটি টাকার উন্নয়নকর্ম আটকে কোচবিহারে

author img

By

Published : Apr 27, 2020, 11:56 PM IST

কোচবিহার পৌরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতি বর্ষায় শহরের একাংশ জলে ভাসে। তাই নিকাশি ব‍্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেয় তৃণমূল পরিচালিত পৌরসভা। এই কাজে প্রায় 80 কোটি টাকা খ‍রচ হওয়ার কথা। সেই কাজ শুরুও হয়। কিন্তু লকডাউনের জেরে সেই কাজ বন্ধ হয়ে যায়।

development work
নিকাশি ব‍্যবস্থা

কোচবিহার,27 এপ্রিল: লকডাউনের জেরে কোচবিহার পৌরসভার একাধিক উন্নয়ন মূলক কাজ আটকে গিয়েছে। আটকে যাওয়া কাজের বেশিরভাগই নিকাশি ব‍্যবস্থার। আর এই কাজ আটকে যাওয়ায় আগামী বর্ষায় কোচবিহার শহরের বাসিন্দাদের অসুবিধা চরমে উঠবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ বলেন, লকডাউনের জেরে কাজ বন্ধ রয়েছে। লকডাউন উঠলেই বোঝা যাবে কবে থেকে কাজ শুরু করা যাবে।

কোচবিহার পৌরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতি বর্ষায় শহরের একাংশ জলে ভাসে। তাই নিকাশি ব‍্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেয় তৃণমূল পরিচালিত পৌরসভা। এই কাজে প্রায় 80 কোটি টাকা খ‍রচ হওয়ার কথা। সেই কাজ শুরুও হয়। কিন্তু লকডাউনের জেরে সেই কাজ বন্ধ হয়ে যায়।

এছাড়া শহরের বেশকিছু ওয়ার্ডে বিটুমিনের রাস্তা তৈরি করার উদ‍্যোগ নেওয়া হয়েছিল। কিছু কিছু এলাকায় পথবাতি লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। সবমিলিয়ে গোটা জেলায় প্রায় 100 কোটি টাকার কাজ আটকে পড়েছে। এখন কবে সেই কাজ শুরু হয় সেটাই দেখার।

কোচবিহার,27 এপ্রিল: লকডাউনের জেরে কোচবিহার পৌরসভার একাধিক উন্নয়ন মূলক কাজ আটকে গিয়েছে। আটকে যাওয়া কাজের বেশিরভাগই নিকাশি ব‍্যবস্থার। আর এই কাজ আটকে যাওয়ায় আগামী বর্ষায় কোচবিহার শহরের বাসিন্দাদের অসুবিধা চরমে উঠবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিংহ বলেন, লকডাউনের জেরে কাজ বন্ধ রয়েছে। লকডাউন উঠলেই বোঝা যাবে কবে থেকে কাজ শুরু করা যাবে।

কোচবিহার পৌরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতি বর্ষায় শহরের একাংশ জলে ভাসে। তাই নিকাশি ব‍্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেয় তৃণমূল পরিচালিত পৌরসভা। এই কাজে প্রায় 80 কোটি টাকা খ‍রচ হওয়ার কথা। সেই কাজ শুরুও হয়। কিন্তু লকডাউনের জেরে সেই কাজ বন্ধ হয়ে যায়।

এছাড়া শহরের বেশকিছু ওয়ার্ডে বিটুমিনের রাস্তা তৈরি করার উদ‍্যোগ নেওয়া হয়েছিল। কিছু কিছু এলাকায় পথবাতি লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। সবমিলিয়ে গোটা জেলায় প্রায় 100 কোটি টাকার কাজ আটকে পড়েছে। এখন কবে সেই কাজ শুরু হয় সেটাই দেখার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.