ETV Bharat / state

Cooch Behar Core Committee meeting : গোষ্ঠী কোন্দলের ছায়া তৃণমূল কোর কমিটির বৈঠকে - কোচবিহার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ

কোচবিহারে শাসকদলে অন্তর্কলহের ছায়া ৷ দলের কোর কমিটির বৈঠকে অনুপস্থিত জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন-সহ একাধিক দলীয় নেতা (Cooch Behar Core Committee meeting) ৷

Cooch Behar Core Committee meeting
গোষ্ঠী কোন্দলের ছায়া তৃণমূল কোর কমটির বৈঠকে
author img

By

Published : May 4, 2022, 10:56 PM IST

কোচবিহার, 4 মে : গোষ্ঠীদ্বন্দের ছায়া কোচবিহার জেলা তৃণমূল কোর কমিটির বৈঠকে ৷ বৈঠকে অনুপস্থিত জেলা তৃণমূলের একাধিক নেতৃত্ব ৷ বুধবারের কোর কমিটির বৈঠকে তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়-সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ৷ এদিনের বৈঠকে কোর কমিটির স্থায়ী সদস্য হিসাবে রবীন্দ্রনাথ ঘোষের নাম ছিল না বলে জানা গিয়েছে (cooch behar district tmc core committee meeting controversy) ৷

অন্যান্য সদস্যদের অনুপস্থিতির কারণ প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় জানান, গিরীন্দ্রনাথ বর্মন হঠাৎ করে কলকাতায় চলে যাওয়ায় কোর কমিটির মিটিংয়ে অনুপস্থিত ছিলেন । বাকিরা হয়তো কোনও সমস্যার কারণে আসতে পারেননি । গত 3 মার্চ গিরীন্দ্রনাথ বর্মনকে সরিয়ে জেলা তৃণমূল সভাপতি করা হয় পার্থপ্রতিম রায়কে। গিরীন্দ্রনাথ বর্মনকে জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয় । তারপর থেকে দলে কোন্দল বাড়তে থাকে ।

গোষ্ঠী কোন্দলের ছায়া তৃণমূল কোর কমটির বৈঠকে

সম্প্রতি জেলা তৃণমূলের পক্ষ থেকে কোর কমিটির যে তালিকা প্রকাশ হয়েছে, সেখানে রবীন্দ্রনাথ ঘোষের নাম বাদ পড়ায় চরমে ওঠে দলের অভ্যন্তরীণ কলহ । ইতিমধ্যেই বর্তমান সভাপতির বিরুদ্ধে স্বৈরাচারীতার অভিযোগ তুলেছেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। তারপর থেকেই জেলা তৃণমূল কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে যায়। প্রাক্তন তিন জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন, রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় বর্মন, শ্রমিক নেতা পরিমল বর্মন, বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ারা একদিকে । অপরদিকে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়, বিধায়ক উদয়ন গুহ, মন্ত্রী পরেশ অধিকারী-সহ অন্যান্যরা ।

আরও পড়ুন : Santipur Municipality : ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে শান্তিপুর পৌরসভায়

কোচবিহার, 4 মে : গোষ্ঠীদ্বন্দের ছায়া কোচবিহার জেলা তৃণমূল কোর কমিটির বৈঠকে ৷ বৈঠকে অনুপস্থিত জেলা তৃণমূলের একাধিক নেতৃত্ব ৷ বুধবারের কোর কমিটির বৈঠকে তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়-সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ৷ এদিনের বৈঠকে কোর কমিটির স্থায়ী সদস্য হিসাবে রবীন্দ্রনাথ ঘোষের নাম ছিল না বলে জানা গিয়েছে (cooch behar district tmc core committee meeting controversy) ৷

অন্যান্য সদস্যদের অনুপস্থিতির কারণ প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় জানান, গিরীন্দ্রনাথ বর্মন হঠাৎ করে কলকাতায় চলে যাওয়ায় কোর কমিটির মিটিংয়ে অনুপস্থিত ছিলেন । বাকিরা হয়তো কোনও সমস্যার কারণে আসতে পারেননি । গত 3 মার্চ গিরীন্দ্রনাথ বর্মনকে সরিয়ে জেলা তৃণমূল সভাপতি করা হয় পার্থপ্রতিম রায়কে। গিরীন্দ্রনাথ বর্মনকে জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয় । তারপর থেকে দলে কোন্দল বাড়তে থাকে ।

গোষ্ঠী কোন্দলের ছায়া তৃণমূল কোর কমটির বৈঠকে

সম্প্রতি জেলা তৃণমূলের পক্ষ থেকে কোর কমিটির যে তালিকা প্রকাশ হয়েছে, সেখানে রবীন্দ্রনাথ ঘোষের নাম বাদ পড়ায় চরমে ওঠে দলের অভ্যন্তরীণ কলহ । ইতিমধ্যেই বর্তমান সভাপতির বিরুদ্ধে স্বৈরাচারীতার অভিযোগ তুলেছেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। তারপর থেকেই জেলা তৃণমূল কার্যত দু’ভাগে বিভক্ত হয়ে যায়। প্রাক্তন তিন জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন, রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় বর্মন, শ্রমিক নেতা পরিমল বর্মন, বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ারা একদিকে । অপরদিকে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়, বিধায়ক উদয়ন গুহ, মন্ত্রী পরেশ অধিকারী-সহ অন্যান্যরা ।

আরও পড়ুন : Santipur Municipality : ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে শান্তিপুর পৌরসভায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.