ETV Bharat / state

কোরোনা আক্রান্ত হয়েছিলেন, প্রয়াত কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরি - Corona died

গত কয়েক বছর ধরেই শারীরিক ভাবে অসুস্থ থাকলেও নিয়মিত জেলা কার্যালয়ে আসতেন । গত অগাস্ট মাসে নিউমোনিয়ার সমস্যা নিয়ে বেসরকারি হাসপাতালে ভরতি হন শ্যামল চৌধুরি ।

Cooch Behar
Cooch Behar
author img

By

Published : Sep 6, 2020, 9:21 PM IST

কোচবিহার, 6 সেপ্টেম্বর : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরির। তাঁর বয়স হয়েছিল 74 বছর । শনিবার গভীর রাতে কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে ভরতি হন তিনি। দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন । সম্প্রতি তিনি কোরোনায় আক্রান্ত হন । রবিবার বিকেলে কোচবিহার মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় । শ্যামল চৌধুরির প্রয়াণে শোকের ছায়া কোচবিহারের রাজনৈতিক মহলে ।

1946 সালে বিহারের কাটিহারে জন্মেছিলেন শ্যামল চৌধুরি । ছাত্রাবস্থাতেই তিনি কোচবিহারে দিদির বাড়িতে চলে আসেন । এরপর BT এন্ড ইভিনিং কলেজ থেকে স্নাতক হন তিনি । কলেজে পড়ার সময় থেকে রাজনীতিতে হাতে খড়ি । ছাত্র পরিষদ, পরবর্তীতে দাপুটে কংগ্রেস নেতা সুনীল করের হাত ধরে কংগ্রেসের মূল রাজনীতিতে আসেন শ্যামল চৌধুরির । ধীরে ধীরে জেলার সর্বোচ্চ পদে পৌঁছান । নব্বই দশকের মাঝামাঝি কোচবিহার জেলা কংগ্রেসের সভাপতি হন । মাঝে কয়েক বছর বাদ দিলে তিনি একটানা জেলা সভাপতির দায়িত্বে ছিলেন ।

তবে গত কয়েকবছর ধরেই শারীরিক ভাবে অসুস্থ থাকলেও নিয়মিত জেলা কার্যালয়ে আসতেন । গত অগাস্ট মাসে নিউমোনিয়ার সমস্যা নিয়ে বেসরকারি হাসপাতালে ভরতি হন শ্যামল চৌধুরি । দিন দশেক সেখানে থাকার পর গত 2 সেপ্টেম্বর কোরোনার উপসর্গ নিয়ে ফের বেসরকারি হাসপাতালে ভরতি হন । সেখানে তাঁর কোরোনা রিপোর্ট পজিটিভ আসে । এরপর শনিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয় ।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "শ্যামলদা একজন ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন । তাঁর মৃত্যুতে কোচবিহার জেলার অপূরণীয় ক্ষতি হল ।"

কোচবিহার, 6 সেপ্টেম্বর : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরির। তাঁর বয়স হয়েছিল 74 বছর । শনিবার গভীর রাতে কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে ভরতি হন তিনি। দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন । সম্প্রতি তিনি কোরোনায় আক্রান্ত হন । রবিবার বিকেলে কোচবিহার মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় । শ্যামল চৌধুরির প্রয়াণে শোকের ছায়া কোচবিহারের রাজনৈতিক মহলে ।

1946 সালে বিহারের কাটিহারে জন্মেছিলেন শ্যামল চৌধুরি । ছাত্রাবস্থাতেই তিনি কোচবিহারে দিদির বাড়িতে চলে আসেন । এরপর BT এন্ড ইভিনিং কলেজ থেকে স্নাতক হন তিনি । কলেজে পড়ার সময় থেকে রাজনীতিতে হাতে খড়ি । ছাত্র পরিষদ, পরবর্তীতে দাপুটে কংগ্রেস নেতা সুনীল করের হাত ধরে কংগ্রেসের মূল রাজনীতিতে আসেন শ্যামল চৌধুরির । ধীরে ধীরে জেলার সর্বোচ্চ পদে পৌঁছান । নব্বই দশকের মাঝামাঝি কোচবিহার জেলা কংগ্রেসের সভাপতি হন । মাঝে কয়েক বছর বাদ দিলে তিনি একটানা জেলা সভাপতির দায়িত্বে ছিলেন ।

তবে গত কয়েকবছর ধরেই শারীরিক ভাবে অসুস্থ থাকলেও নিয়মিত জেলা কার্যালয়ে আসতেন । গত অগাস্ট মাসে নিউমোনিয়ার সমস্যা নিয়ে বেসরকারি হাসপাতালে ভরতি হন শ্যামল চৌধুরি । দিন দশেক সেখানে থাকার পর গত 2 সেপ্টেম্বর কোরোনার উপসর্গ নিয়ে ফের বেসরকারি হাসপাতালে ভরতি হন । সেখানে তাঁর কোরোনা রিপোর্ট পজিটিভ আসে । এরপর শনিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয় ।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "শ্যামলদা একজন ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন । তাঁর মৃত্যুতে কোচবিহার জেলার অপূরণীয় ক্ষতি হল ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.