ETV Bharat / state

জন বারলার বাংলা ভাগের প্রস্তাবে সমর্থন আছে কি, মন্তব্য এড়ালেন নিশীথ - bjp news

বাংলা ভাগ নিয়ে জন বারলার মন্তব্যে এমনিতেই অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব । তাই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি নিশীথ প্রামাণিক ৷ অভিমত রাজনৈতিক মহলের ৷

cooch behar bjp mp nisith pramanik deny to comment on jhon barla issue
জন বার্লায় বাংলা ভাগের প্রস্তাবে বিজেপির সমর্থন আছে কি, মন্তব্যে না নিশীথের
author img

By

Published : Jun 19, 2021, 8:25 PM IST

কোচবিহার, 19 জুন : উত্তরবঙ্গের মানুষের নিরাপত্তার জন্য আলাদা রাজ্যের দাবি তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা ৷ কিন্তু দলের অনেকেই তাঁর এই দাবিকে সমর্থন করছে না ৷ শনিবার কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের মন্তব্যের পর সেই বিষয়টি আরও স্পষ্ট হল ৷

এদিন কোচবিহারের একটি বেসরকারি হোটেলে বিজেপির একটি বৈঠক হয় ৷ কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিধায়ক ও সাংসদরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন ৷ সেখানে বৈঠেকর পর নিশীথকে জন বারলার মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় ৷ তখন তিনি বলেন, ‘‘বাংলা ভাগ নিয়ে জন বারলা যা বলেছেন, সেবিষয়ে আমি কোনও কথা বলব না ।’’

জন বারলার বাংলা ভাগের প্রস্তাবে বিজেপির সমর্থন আছে কি, মন্তব্যে না নিশীথের

আরও পড়ুন : উত্তরবঙ্গকে আলাদা রাজ্য়ের স্বীকৃতির দাবিতে ফের সরব জন বার্লা

এই কথা যখন নিশীথ বলছেন, তখন তাঁর পাশেই বসেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ৷ তিনি অবশ্য এই নিয়ে সরাসরি কোনও মন্তব্য করা থেকে বিরত থেকেছেন ৷ বরং তিনি বলেন, ‘‘এই প্রশ্ন না করে কেন ভোট পরবর্তী হিংসায় বাড়িছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরানো হচ্ছে না, তা নিয়ে কেন প্রশ্ন করা হচ্ছে না ।’’

উল্লেখ্য, সাংসদ জন বারলা কয়েকদিন আগে পৃথক উত্তরবঙ্গের জন্য রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানান । এই দাবি ঘিরে বিতর্কের সূত্রপাত হয় । বিরোধীরা এই নিয়ে সমালোচনা শুরু করে ৷ আসরে নেমে পড়ে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে বলেও অভিযোগ করা হয় ৷

আরও পড়ুন : অধীরের মুখে মমতার প্রশংসা, মোদিকে ঠেকাতে পারেন দিদি

রাজনৈতিক মহলের অভিমত, বাংলা ভাগ নিয়ে জন বারলার মন্তব্যে এমনিতেই অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব । তাই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি নিশীথ প্রামাণিক ৷ তিনি বরং তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ তাঁর কথায়, ‘‘দীর্ঘ বাম জমানায় উত্তরবঙ্গ বঞ্চিত থেকেছে । তৃণমূল সরকারের 10 বছরেও উত্তরবঙ্গ বঞ্চিত ।’’ এদিনের বৈঠক প্রসঙ্গে তিনি জানান, উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে ৷

আরও পড়ুন : Black Fungus : উত্তরবঙ্গ মেডিক্যালে একদিনে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত দুই রোগীর মৃত্যু

কোচবিহার, 19 জুন : উত্তরবঙ্গের মানুষের নিরাপত্তার জন্য আলাদা রাজ্যের দাবি তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা ৷ কিন্তু দলের অনেকেই তাঁর এই দাবিকে সমর্থন করছে না ৷ শনিবার কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের মন্তব্যের পর সেই বিষয়টি আরও স্পষ্ট হল ৷

এদিন কোচবিহারের একটি বেসরকারি হোটেলে বিজেপির একটি বৈঠক হয় ৷ কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিধায়ক ও সাংসদরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন ৷ সেখানে বৈঠেকর পর নিশীথকে জন বারলার মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় ৷ তখন তিনি বলেন, ‘‘বাংলা ভাগ নিয়ে জন বারলা যা বলেছেন, সেবিষয়ে আমি কোনও কথা বলব না ।’’

জন বারলার বাংলা ভাগের প্রস্তাবে বিজেপির সমর্থন আছে কি, মন্তব্যে না নিশীথের

আরও পড়ুন : উত্তরবঙ্গকে আলাদা রাজ্য়ের স্বীকৃতির দাবিতে ফের সরব জন বার্লা

এই কথা যখন নিশীথ বলছেন, তখন তাঁর পাশেই বসেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ৷ তিনি অবশ্য এই নিয়ে সরাসরি কোনও মন্তব্য করা থেকে বিরত থেকেছেন ৷ বরং তিনি বলেন, ‘‘এই প্রশ্ন না করে কেন ভোট পরবর্তী হিংসায় বাড়িছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরানো হচ্ছে না, তা নিয়ে কেন প্রশ্ন করা হচ্ছে না ।’’

উল্লেখ্য, সাংসদ জন বারলা কয়েকদিন আগে পৃথক উত্তরবঙ্গের জন্য রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানান । এই দাবি ঘিরে বিতর্কের সূত্রপাত হয় । বিরোধীরা এই নিয়ে সমালোচনা শুরু করে ৷ আসরে নেমে পড়ে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে বলেও অভিযোগ করা হয় ৷

আরও পড়ুন : অধীরের মুখে মমতার প্রশংসা, মোদিকে ঠেকাতে পারেন দিদি

রাজনৈতিক মহলের অভিমত, বাংলা ভাগ নিয়ে জন বারলার মন্তব্যে এমনিতেই অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব । তাই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি নিশীথ প্রামাণিক ৷ তিনি বরং তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ তাঁর কথায়, ‘‘দীর্ঘ বাম জমানায় উত্তরবঙ্গ বঞ্চিত থেকেছে । তৃণমূল সরকারের 10 বছরেও উত্তরবঙ্গ বঞ্চিত ।’’ এদিনের বৈঠক প্রসঙ্গে তিনি জানান, উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে ৷

আরও পড়ুন : Black Fungus : উত্তরবঙ্গ মেডিক্যালে একদিনে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত দুই রোগীর মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.