ETV Bharat / state

SSC Recruitment Scam: মামলা করে চাকরি পেয়েছিলেন ! এসএসসি'র ভুলে এবার নয়া বিতর্কে ববিতা - অনামিকা রায়

মামলায় জিতে অঙ্কিতা অধিকারীর জায়গায় চাকরি পেয়েছেন ববিতা সরকার (Babita Sarkar) । এবার তিনিই জড়ালেন নয়া বিতর্কে । জানা গিয়েছে, ভুল করে তাঁকে 2 অ্য়াকাডেমিক স্কোর বেশী দেওয়া হয়েছে । তারপরেই এবার তাঁর বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন অনামিকা রায় নামের আরেক চাকরিপ্রার্থী (SSC Recruitment Scam) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 30, 2022, 8:57 PM IST

Updated : Dec 31, 2022, 12:21 PM IST

শিলিগুড়ি ও কোচবিহার, 30 ডিসেম্বর: বিতর্ক আর চর্চা পিছু ছাড়ছে না এসএসসি-র মেধা তালিকার । হাইকোর্টে আইনি লড়াইয়ে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর জায়গায় চাকরি পেয়েছেন ববিতা সরকার । চাকরি থেকে বরখাস্ত করা হয় অঙ্কিতাকে । কোচবিহারের মেখলিগঞ্জ শহরে ইন্দিরা গার্লস স্কুলে চাকরি পেয়েছেন ববিতা সরকার । এবার তাঁর পথেই ববিতার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে চান আরেক চাকরিপ্রার্থী অনামিকা রায় । আইনজীবীর সঙ্গে পরামর্শ শুরু করেছেন অনামিকা রায় (Anamika Roy) ।

প্রসঙ্গত, প্রাক্তন মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারী বেআইনি উপায়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তফশিলি সংরক্ষিত মহিলাদের ওয়েটিং লিস্টে তালিকায় প্রথমে হয়ে যান । পরবর্তীতে সেই ওয়েটিং লিস্টের 19 জন চাকরি পান । ওয়েটিং লিস্টের 20 নম্বরে ববিতা সরকারের নাম ছিল । অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টে যান ববিতা সরকার । দীর্ঘ আইনি লড়াইয়ের পর অঙ্কিতার স্কুলেই মন্ত্রী কন্যার জায়গায় চাকরি পান তিনি (SSC Recruitment Scam) ।

এসএসসি'র ভুলে এবার নয়া বিতর্কে ববিতা, দেখুন ভিডিয়ো

ববিতার সেই চাকরি নিয়েই এবার নতুন করে শুরু হল বিতর্ক । সম্প্রতি এসএসসি'র তথ্যে জানা যায়, ববিতাকে ভুল করে 2 নম্বর অ্যাকাডেমিক স্কোরে দেওয়া হয়েছে । এরপরই প্রশ্ন উঠতে শুরু করে ববিতার র‍্যাংক নিয়ে । এই অবস্থায় ববিতার 2 নম্বর কমে গেলে তাঁর র‍্যাংক অনেকটাই কমে যাবে । অন্যদিকে, ববিতার পরেই 21 নম্বরে নাম রয়েছে অনামিকা রায়ের । বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক ।

অনামিকার বাড়ি শিলিগুড়িতে । তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ববিতা আইনি লড়াই করে চাকরি পেয়েছেন ।" তাঁর দেখানো পথেই আইনি লড়াইয়ে যাবেন অনামিকা । তিনি বলেন, "দু'নম্বর বেশী পেয়েছে ববিতা ৷ কিন্তু ভুল তো ভুলই । ওর দু'নম্বর কমলে আমি পরবর্তী ওয়েটিং লিস্ট থেকে এগিয়ে থাকব । তাই আমাকেই চাকরি দেওয়া উচিৎ ।"

আরও পড়ুন: মেখলিগঞ্জে কোথাও বাড়ি ভাড়া পাচ্ছেন না ববিতা, নেপথ্যে কি শাসকদলের চাপ ?

এই বিষয়ে ববিতা সরকার বলেন, "আমি জানি না কেউ মামলা করবে কি না । আমি বিএ-তে সঠিক নম্বর (55%, দ্বিতীয় শ্রেণি) দিলেও শতাংশের জায়গায় প্রথম শ্রেণি হয়েছে । কিন্তু পর্ষদ যাচাই না-করেই 2 নম্বর বেশী দিয়েছে । আমি জানার পর আমার আইনজীবীকে বিষযটি জানিয়েছি ।"

শিলিগুড়ি ও কোচবিহার, 30 ডিসেম্বর: বিতর্ক আর চর্চা পিছু ছাড়ছে না এসএসসি-র মেধা তালিকার । হাইকোর্টে আইনি লড়াইয়ে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর জায়গায় চাকরি পেয়েছেন ববিতা সরকার । চাকরি থেকে বরখাস্ত করা হয় অঙ্কিতাকে । কোচবিহারের মেখলিগঞ্জ শহরে ইন্দিরা গার্লস স্কুলে চাকরি পেয়েছেন ববিতা সরকার । এবার তাঁর পথেই ববিতার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে চান আরেক চাকরিপ্রার্থী অনামিকা রায় । আইনজীবীর সঙ্গে পরামর্শ শুরু করেছেন অনামিকা রায় (Anamika Roy) ।

প্রসঙ্গত, প্রাক্তন মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারী বেআইনি উপায়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তফশিলি সংরক্ষিত মহিলাদের ওয়েটিং লিস্টে তালিকায় প্রথমে হয়ে যান । পরবর্তীতে সেই ওয়েটিং লিস্টের 19 জন চাকরি পান । ওয়েটিং লিস্টের 20 নম্বরে ববিতা সরকারের নাম ছিল । অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টে যান ববিতা সরকার । দীর্ঘ আইনি লড়াইয়ের পর অঙ্কিতার স্কুলেই মন্ত্রী কন্যার জায়গায় চাকরি পান তিনি (SSC Recruitment Scam) ।

এসএসসি'র ভুলে এবার নয়া বিতর্কে ববিতা, দেখুন ভিডিয়ো

ববিতার সেই চাকরি নিয়েই এবার নতুন করে শুরু হল বিতর্ক । সম্প্রতি এসএসসি'র তথ্যে জানা যায়, ববিতাকে ভুল করে 2 নম্বর অ্যাকাডেমিক স্কোরে দেওয়া হয়েছে । এরপরই প্রশ্ন উঠতে শুরু করে ববিতার র‍্যাংক নিয়ে । এই অবস্থায় ববিতার 2 নম্বর কমে গেলে তাঁর র‍্যাংক অনেকটাই কমে যাবে । অন্যদিকে, ববিতার পরেই 21 নম্বরে নাম রয়েছে অনামিকা রায়ের । বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক ।

অনামিকার বাড়ি শিলিগুড়িতে । তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ববিতা আইনি লড়াই করে চাকরি পেয়েছেন ।" তাঁর দেখানো পথেই আইনি লড়াইয়ে যাবেন অনামিকা । তিনি বলেন, "দু'নম্বর বেশী পেয়েছে ববিতা ৷ কিন্তু ভুল তো ভুলই । ওর দু'নম্বর কমলে আমি পরবর্তী ওয়েটিং লিস্ট থেকে এগিয়ে থাকব । তাই আমাকেই চাকরি দেওয়া উচিৎ ।"

আরও পড়ুন: মেখলিগঞ্জে কোথাও বাড়ি ভাড়া পাচ্ছেন না ববিতা, নেপথ্যে কি শাসকদলের চাপ ?

এই বিষয়ে ববিতা সরকার বলেন, "আমি জানি না কেউ মামলা করবে কি না । আমি বিএ-তে সঠিক নম্বর (55%, দ্বিতীয় শ্রেণি) দিলেও শতাংশের জায়গায় প্রথম শ্রেণি হয়েছে । কিন্তু পর্ষদ যাচাই না-করেই 2 নম্বর বেশী দিয়েছে । আমি জানার পর আমার আইনজীবীকে বিষযটি জানিয়েছি ।"

Last Updated : Dec 31, 2022, 12:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.