ETV Bharat / state

কামতেশ্বরী মন্দিরে অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল বিধায়কের, বাড়ছে জল্পনা - অনন্ত মহারাজের সঙ্গে তৃণমূল বিধায়কের সাক্ষাৎ-এ জল্পনা

এদিন অনন্ত মহারাজ দিনহাটা গোসানিমারি কামতেশ্বরী মন্দিরে পুজো দিতে এলে হঠাৎই সেখানে হাজির হন এলাকার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া । দু'জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় । তবে কী বিষয়ে কথা হয়েছে তা জানাতে চাননি জগদীশবাবু ।

s
s
author img

By

Published : Jul 12, 2021, 10:52 PM IST

কোচবিহার, 12 জুলাই : গ্রেটার নেতা মহারাজ অনন্ত রায়ের (Maharaja Ananta Roy) সঙ্গে তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার (Jagadish Chandra Barma Basunia) সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে কোচবিহারে । সোমবার দুপুরে দিনহাটার গোসানিমারি কামতেশ্বরী মন্দিরে ওই সাক্ষাৎ হয় । তৃণমূল বিধায়কের দাবি, সাক্ষাৎ নেহাত সৌজন্যের ।

জানা গিয়েছে, গ্রেটার নেতা অনন্ত রায়ের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তিনি দীর্ঘদিন ধরে অসমের বিজেপি সরকারের সহযোগিতায় বঙ্গাইগাওতে গ্রামের বাড়িতে থাকতেন । অসমে থাকলেও উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে তাঁর বড় প্রভাব রয়েছে । 2021-এর বিধানসভা নির্বাচনে রাজবংশী ভোট পেতে অসমের বঙ্গাইগাওতে অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ । এমনকি গত বিধানসভা নির্বাচনের বিজেপির ভোটপ্রচারে বিভিন্ন সভামঞ্চে অনন্ত মহারাজকে দেখা গিয়েছিল । বিধানসভা নির্বাচনে আগে কোচবিহারের রাসমেলার মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাতেও অনন্ত মহারাজ উপস্থিত ছিলেন । এর পর বিধানসভা নির্বাচনের ফলাফল বের হলে দেখা যায় উত্তরবঙ্গে বিজেপির ফল ভাল হয়েছে । যার পর তৃণমূল নেতারাও অনন্ত মহারাজের দ্বারস্থ হন ৷

আরও পড়ুন: রাজবংশী ভোট টানতে কোচবিহারে বিজেপির সমর্থনে অনন্ত রায়ের প্রচার

বিধানসভা নির্বাচনের পর থেকে অনন্ত মহারাজ কোচবিহারে থাকছিলেন বলেই সূত্রের খবর । এরমধ্যে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ অনন্ত মহারাজের বড়গিলার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন । এদিন অনন্ত মহারাজ দিনহাটা গোসানিমারি কামতেশ্বরী মন্দিরে পুজো দিতে এলে হঠাৎই সেখানে হাজির হন এলাকার তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া । দু'জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় । তবে কী বিষয়ে কথা হয়েছে তা তা জানাতে চাননি জগদীশবাবু ৷ তিনি বলেন, "অনন্ত মহারাজ কামতেশ্বরী মন্দিরে পুজো দিতে এসেছিলেন । তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম ।"

কোচবিহার, 12 জুলাই : গ্রেটার নেতা মহারাজ অনন্ত রায়ের (Maharaja Ananta Roy) সঙ্গে তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার (Jagadish Chandra Barma Basunia) সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে কোচবিহারে । সোমবার দুপুরে দিনহাটার গোসানিমারি কামতেশ্বরী মন্দিরে ওই সাক্ষাৎ হয় । তৃণমূল বিধায়কের দাবি, সাক্ষাৎ নেহাত সৌজন্যের ।

জানা গিয়েছে, গ্রেটার নেতা অনন্ত রায়ের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তিনি দীর্ঘদিন ধরে অসমের বিজেপি সরকারের সহযোগিতায় বঙ্গাইগাওতে গ্রামের বাড়িতে থাকতেন । অসমে থাকলেও উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে তাঁর বড় প্রভাব রয়েছে । 2021-এর বিধানসভা নির্বাচনে রাজবংশী ভোট পেতে অসমের বঙ্গাইগাওতে অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ । এমনকি গত বিধানসভা নির্বাচনের বিজেপির ভোটপ্রচারে বিভিন্ন সভামঞ্চে অনন্ত মহারাজকে দেখা গিয়েছিল । বিধানসভা নির্বাচনে আগে কোচবিহারের রাসমেলার মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাতেও অনন্ত মহারাজ উপস্থিত ছিলেন । এর পর বিধানসভা নির্বাচনের ফলাফল বের হলে দেখা যায় উত্তরবঙ্গে বিজেপির ফল ভাল হয়েছে । যার পর তৃণমূল নেতারাও অনন্ত মহারাজের দ্বারস্থ হন ৷

আরও পড়ুন: রাজবংশী ভোট টানতে কোচবিহারে বিজেপির সমর্থনে অনন্ত রায়ের প্রচার

বিধানসভা নির্বাচনের পর থেকে অনন্ত মহারাজ কোচবিহারে থাকছিলেন বলেই সূত্রের খবর । এরমধ্যে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ অনন্ত মহারাজের বড়গিলার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন । এদিন অনন্ত মহারাজ দিনহাটা গোসানিমারি কামতেশ্বরী মন্দিরে পুজো দিতে এলে হঠাৎই সেখানে হাজির হন এলাকার তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া । দু'জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় । তবে কী বিষয়ে কথা হয়েছে তা তা জানাতে চাননি জগদীশবাবু ৷ তিনি বলেন, "অনন্ত মহারাজ কামতেশ্বরী মন্দিরে পুজো দিতে এসেছিলেন । তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.