কোচবিহার, 28 ডিসেম্বর : কোচবিহার বইমেলায় বিতর্ক ৷ মহারাজার নাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ অভিযোগ, মহারাজা জিতেন্দ্র নারায়ণের ছবির নীচে রয়েছে লেখা রয়েছে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের নাম ৷ এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷ ক্ষোভ দেখা দিয়েছে জেলার বাসিন্দাদের মধ্যে ৷
রবিবার কোচবিহার বইমেলার উদ্বোধন হয় ৷ বইমেলায় ঢোকার মুখে রয়েছে তিনটি ছবির পোস্টার ৷ তার মধ্যে একটি ছবি নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷ অভিযোগ, মহারাজা জিতেন্দ্র নারায়ণের ছবির নীচে জগদ্দীপেন্দ্র নারায়ণের নাম লেখা হয়েছে ৷ বিষয়টি নজরে আসতেই ক্ষোভ প্রকাশ করে কোচবিহার জেলার বাসিন্দারা ৷ ক্ষোভ প্রকাশ করে দা রয়াল ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্ট ৷ সংগঠনের পক্ষ থেকে কোচবিহার জেলাশাসকের কাছে প্রতিবাদপত্রও দেওয়া হয়েছে৷
এবিষয়ে সংগঠনের পক্ষ থেকে কুমার জিতেন্দ্র নারায়ণ বলেন, " রবিবার কোচবিহার বইমেলার উদ্বোধন হয় ৷ সেই বইমেলায় মহারাজা জিতেন্দ্র নারায়ণের ছবির নিচে জগদ্দীপেন্দ্র নারায়ণের নাম লেখা রয়েছে । এর আগেও এ ধরনের ভুল হয়েছিল । কিছু অর্ধশিক্ষিত লোককে দিয়ে এভাবে মহারাজাদের অপমান করা হচ্ছে । এটা ঠিক নয় ।" যদিও বইমেলা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নাম সংশোধন করার ব্যবস্থা করা হয়েছে ।