কোচবিহার, 16 অক্টোবর: "তৃণমূলের বিজয়া সম্মিলনী নয়, এটি পরেশের বিজয়া সম্মিলনী ৷" জেলা নেতৃত্বের উপস্থিতিতে মঞ্চে জায়গা না পেয়ে এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন যুব নেতা তথা প্রাক্তন যুব সভাপতি শাহিন সরকার । একইভাবে মঞ্চে জায়গা না পেয়ে ক্ষোভ উগড়ে দেন ব্লক সভানেত্রী ফুলতি রায় (TMC Inner Conflict in Cooch Behar ) ।
শনিবার কোচবিহারের মেখলিগঞ্জের রানিরহাটে ব্লক তৃণমুল কংগ্রেসের ডাকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, মেখলিগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী প্রমুখ ।
এদিন বিকেলে অনুষ্ঠান শুরু হয় । অভিযোগ,অনুষ্ঠান শুরুর আগে পর্যন্ত ডাকা হয়নি জেলা পরিষদের সদস্য তথা ব্লক সভানেত্রী ফুলতি রায়কে ৷ পরে তিনি ফোনে জানতে পেরে আসেন ৷ কিন্তু তাঁকে মঞ্চে জায়গা দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ শুধু তাই নয়, কোনও সভায় তাকে ডাকা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি । পাশাপাশি প্রাক্তন যুব সভাপতি শাহিন সরকারকে মৌখিকভাবে ডাকা হলে তিনি আসেন কিন্তু তাঁকে গুরুত্ব না দিলে তিনি রেগে মঞ্চের বাইরে চলে আসেন । এই ঘটনায় তিনি সরাসরি মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর বিরূদ্ধে ক্ষোভ উগরে দেন । তিনি জানান, এই সম্মেলনী বিজয়া সম্মেলনী নয়, এটি পরেশ চন্দ্র অধিকারী সম্মেলনী ।
আরও পড়ুন: 'বিজেপি আলাদা রাজ্যের দাবি করলে হাঁটু ভেঙে দেব', মন্তব্য মন্ত্রী উদয়নের
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে মেখলিগঞ্জে দলের ব্লক সভাপতি, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পদের পরিবর্তন করা হয়েছে । এরপর থেকে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব । শাহিন সরকার-সহ তৃণমূলের বেশ কিছু নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর অনুগামীদেরই মেখলিগঞ্জে ব্লক সভাপতি এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে । যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি শাহিন সরকারকেও ডাকা হচ্ছে না দলীয় সভায়।
যদিও এই বিষয়ে বর্তমানের তৃণমূল কংগ্রেসের ব্লকসভাপতি কেশব চন্দ্র বর্মনের দাবি, মেখলিগঞ্জের প্রত্যেক তৃণমূল নেতাদের ডাকা হয়েছে এদিনের সভায় কিন্তু অনেকে আসেননি । ব্লক সভানেত্রী ফুলতি রায় ক্ষোভ উগড়ে দেন । তিনি জানান, তাঁকে বিভিন্ন সভা বৈঠকে ডাকা হচ্ছে না । আজকের অনুষ্ঠানের কথা আগে জানতেন না। পরে জানতে পেরে এসেছেন । কিন্তু মঞ্চে তাঁকে জায়গা দেওয়া হয়নি । তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না । পরে নিজেই মঞ্চে বসে পড়েন ।